নিউজবাংলা ডেস্ক : নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ভোটে জিতে সেই পরিকল্পনাই বাস্তবায়ন করতে চলেছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। বৃহস্পতিবার ক্যাবিনেটে মঞ্জুরি পেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে বিষয়টি জানিয়েছেন।
এই প্রকল্পের আওতায় একজন পড়ুয়া তাঁর উচ্চতর পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোণ নিতে পারবে। কমপক্ষ্যে ১০ বছর এই রাজ্যে বাস করছে এমন কোনও পড়ুয়া এই কার্ডের আওতায় লোণ নিতে পারবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডাক্তারি বা উচ্চতর ডিগ্রীর জন্য দেশে বা বিদেশে পঠন পাঠন চালানোর জন্য ছাত্রছাত্রীরা এই লোনের জন্য আবেদন করতে পারবে। ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। আগামী ৩০ জুন আনুষ্ঠানিক ভাবে প্রকল্পটির সূচনা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।