নিউজবাংলা ডেস্ক : শনিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে শ্মশানের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভুমের লাভপুর এলাকায়। পরে ওই ব্যাগ খুলে তার ভেতর উদ্ধার হয় বন্দুকের খন্ড খন্ড অংশ, কার্তুজ ও কিছু যন্ত্রাংশ। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যাগের ভেতর থেকে একটি হ্যান্ড মেড পিস্তল, একটি রাইফেল এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ। পরে উদ্ধার হওয়া অস্ত্রের আমদানি কিভাবে হল তার তদন্তে নেমে পুলিশের হাতে বেশ কিছু তথ্য উঠে আসে। তারপরেই পুলিশের জালে ধরা পড়ে লালন শেখ নামের এক ব্যক্তি।
তবে ওই ব্যক্তি লাভপুর থানার বাসিন্দা নয়। তাঁকে গ্রেফতার করা হয়েছে বীরভুমেরই সাঁইথিয়া থানার গলাইচন্ডী গ্রাম থেকে। পুলিশের দাবী, ওই ব্যাগটি উদ্ধারের ঘটনায় ধৃত ব্যক্তির যোগ রয়েছে। প্রাথমিক ভাবে তথ্য প্রমাণ হাতে নিয়েই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারনে এই বন্দুক আনা হয়েছিল, এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।