নিউজবাংলা ডেস্ক : বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে রাজ্যের প্রথম দুই দফার নির্বাচন পর্ব মিটলেও তৃতীয় দফার নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোথাও তৃণমূলের নেতা কর্মী বা প্রার্থীর ওপরে হামলার অভিযোগ উঠেছে আবার কোথাও আইএসএফ প্রার্থী ও সমর্থকরা হামলার অভিযোগ তুলেছে। কোথাও আবার হামলার শিকার হয়েছেন বিজেপির প্রার্থী সহ নেতা কর্মীরাও।
তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বুথে যাওয়ার পথে প্রকাশ্যে এক বিজেপি সমর্থিত ভোটারকে জবরদস্ত হুমকি দেওয়ার ঘটনা। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তবে মহিলাও বুক চিতিয়ে ওই হুমকি দেওয়া যুবককে তুড়ি মেরে গেলেন বুথের উদ্দেশ্যে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের পানাকুয়া গ্রামপঞ্চায়েত এলাকায়।
সূত্রের খবর, তৃণমূলের বিরোধী শিবিরের ওই মহিলা ভোটার এদিন বেলার দিকে ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় এক ব্যক্তি তাঁর পথ আটকে দাঁড়ায়। মহিলাকে বুথে যেতে বাধা দিয়ে ধাক্কাধাক্কিও করে। শেষে মহিলাকে বাগে আনতে শুরু হয় হুমকির পালা।
মহিলা যখন সব বাধা কাটিয়ে বুথে যেতে উদ্যত তখনই বেপরোয়া ওই ব্যক্তি মহিলার উদ্দেশ্যে হুমকি ছুঁড়ে দেন “এর যে প্রভাবটা পড়বে সেটা সামলাতে পারবি তো”। মহিলাও ঘুরে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করেন, “কি করবি? যা করার করে নে”। এরপরেই তিনি বুথ মুখে চলে যান। অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের সমর্থক বলে দাবী মহিলার।
তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যে ব্যক্তির বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে তাঁকে দ্রুত শনাক্ত করে কড়া ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে কমিশন। ঘটনাটি জেলা প্রশাসন খতিয়ে দেখছে বলে জানা গেছে।