নিউজবাংলা ডেস্ক, পূর্ব মেদিনীপুর : রোগী নিয়ে যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে পড়ল অ্যাম্বুলেন্স। সেই সময় অ্যাম্বুলেন্সে ছিলেন এক গর্ভবতী মহিলা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।
ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার ভগবানপুর ২নং ব্লকের মুগবেড়িয়া ষড়ঙ্গীপুকুর এলাকায়। ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা ছুটে এসে ওই মহিলা সহ ২ ব্যক্তিকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলাকে নিয়ে অ্যাম্বুলেন্সটি ভগবানপুর হাসপাতালে যাচ্ছিল। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানা বোঝাই পুকুরে উল্টে যায়। খবর পেয়ে ভুপতিনগর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়িটিকে পুকুর থেকে তোলা সম্ভব হয়েছে। গাড়ির চালকের দাবী, যান্ত্রিক ত্রুটির জন্যই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রোগীকে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
#NewzBangla #BengaliNews #PurbaMedinipurNews #NewsUpdate #নিউজবাংলা #LatestUpdate #IndiaNews #AmbulanceAccident