নিউজবাংলা ডেস্ক : অগ্নিকাণ্ডের তদস্তের পর রাজ্যের ডাইরেক্টর অব ফ্যাক্টরিজের অনুমোদনে অবশেষে পুরোদমে উৎপাদন শুরু করল হলদিয়ার আইওসি রিফাইনারি। দুর্ঘটনাগ্রস্ত মোটর স্পিরিট ইউনিটে (এমসিকিউ প্ল্যান্ট) মেরামতির পর কাজ চালু হয়েছে বলে কারখানা সূত্রে জানা গিয়েছে। এর আগে শাট ভাউন জব শেষে অন্যান্য ইউনিটগুলিতে ধাপে ধাপে কাজ শুরু হলেও এমসিকিউ প্ল্যান্টের জন্য চূড়ান্ত প্রক্রিয়া থমকে ছিল।
আইওসি পূর্ণাঙ্গ সেফটি অডিট রিপোর্ট জমা দেওয়ার পরই রাজ্যের ডাইরেক্টর অব ফ্যাক্টরিজ তাদের উৎপাদন চালু করার অনুমতি দেয়। এদিকে, পেট্রকেম ও আইওসি৷ রিফাইনারিতে পর পর অগ্নিকাণ্ডের ঘটনার পরই নড়েচড়ে বসেছে হলদিয়ার আইওসি পাইপলাইন ডিভিশন। প্রায় ৮ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে আইওসির হলদিয়া-বারাউনি ও হলদিয়া-পারাদীপ পাইপলাইন ডিভিশন হলদিয়া টার্মিনালে উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করল।
প্রসঙ্গতঃ গত বছরের ২১ ডিসেম্বর এই এমসিকিউ ইউনিটে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভয়াবহ অগ্নিকান্ডে একাধিক শ্রমিক আগুনে পুড়ে জখম হন। পরে এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। তারপরেই এই ইউনিটে উৎপাদন বন্ধ রাখা হয়। অবশেষে সব পক্ষের ছাড়পত্র হাতে আসার পরেই কারখানা আবার নতুন করে এই ইউনিটে উৎপাদন শুরু করল। – সংবাদ সূত্র ‘বর্তমান’
মোবাইলে নিউজ আপডেটপেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন, ক্লিক করুন Whatsapp