নিউজবাংলা ডেস্ক : এই ধরুন বিদ্যুৎ দফতরের বকেয়া বিল মেটানোর ম্যাসেজ পেয়েই তড়িঘড়ি টাকা দেওয়ার লিংকে ক্লিক করলেন, আর গায়েব হয়ে গেল ব্যাঙ্কে গচ্ছিত রাখা টাকা। একই ভাবে কখনও ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে, বা বিদেশি সংস্থার লটারি জেতার টোপ দিয়ে অথবা মৃত বিদেশীর অ্যাকাউন্টে গচ্ছিত বিপুল টাকা দেওয়ার নাম করেও আপনার ব্যাঙ্কে হানা দেয় সাইবার প্রতারকরা (Kolkata Police)। শহর কলকাতা জুড়ে প্রতিনিয়ত নিত্য নতুন ফন্দি ফিকির নিয়ে আপনার দরজায় টোকা দেয় এই সাইবার প্রতারকের দল। আর সর্বস্ব খুইয়ে সাহায্যের আশায় এদিক সেদিক ঘুরে অবশেষে হাল ছেড়ে দেন অনেকেই।
তবে এবার মুশকিল আসান করতে ময়দানে নেমেছে কলকাতা পুলিশের সাইবার সেল। শহর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা থানাগুলিকে একত্র করে ৯টি ডিভিশানে ভাগ করা হয়েছে। এবং প্রত্যেকটি ডিভিশানে দুঁদে পুলিশ আধিকারীকদের তত্বাবধানে খোলা রয়েছে একটি করে সাইবার সেল। সাইবার প্রতারণার শিকার হলেই দ্রুত সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। যত দ্রুত যোগাযোগ করবেন ততটাই দ্রুত সাইবার প্রতারকদের জালে তুলতে সুবিধে হবে। সেই সঙ্গে খোয়া যাওয়া টাকা ফেরৎ পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে।
তবে আপনি কোন ডিভিশানের সাইবার সেলের আওতায় রয়েছেন তা জানবেন কিভাবে? তাহলে আপনাকে খুঁটিয়ে দেখে নিতে হবে এই প্রতিবেদনটি। প্রথমেই এক ঝলকে দেখে নিন সাইবার সেলের ৯টি ডিভিশানের ফোন নম্বর, ইমেল আইডি –
- Cyber Cell North & North Suburban Division (ND & NSD) – Ph. 033-29673051, E_mail : cybercell-nd@kolkatapolice.gov.in
- Cyber Cell Central Division (CD) – Ph.- 033-29530101. E_mail : cdcybercell@kolkatapolice.gov.in
- Cyber Cell Eastern Suburban Division (ESD)– Ph.- 033-29673053, E_mail : cybercell-esd@kolkatapolice.gov.in
- Cyber Cell South Division (SD), Ph.- 033-29540252, E_mail : cybercell-sd@kolkatapolice.gov.in / cybercellsouthdivision@gmail.com
- Cyber Cell Port Division (PD), Ph.- 033-29500079, E_mail : cybercellpd@kolkatapolice.gov.in
- Cyber Cell South East Division (SED), Ph.- 033-29540254, E_mail : sedcybercell@kolkatapolice.gov.in
- Cyber Cell South Suburban Division (SSD), Ph.- 033-24990199, E_mail : ssdcybercell@kolkatapolice.gov.in
- Cyber Cell South West Division (SWD) (Behala), Ph.- 033-29561055, E_mail : cybercell-swd@kolkatapolice.gov.in
- Cyber Cell East Division (ED), Ph.- 033-29580053, E_mail : cybercell-ed@kolkatapolice.gov.in
এবার জেনে নিন আপনি কোন সাইবার সেলের অধীনে রয়েছেন এবং কোন সেলে আপনি অভিযোগ জানাবেন-
n Cyber Cell North & North Suburban Division (ND & NSD)
Shympukur PS, Jorabagan PS, Burtolla PS, Amherst Street PS, Cossipore PS, Chitpur PS, Tala PS, Sinthee PS
n Cyber Cell Central Division (CD)
Burrabazar PS, Posta PS, Jorasankho PS, Girish Park PS, Hare Street PS, Bowbazar PS, Muchipara PS, Taltala PS, New Market PS
n Cyber Cell Eastern Suburban Division (ESD)
Entally PS, Maniktala PS, Ultadanga PS, Beliaghata PS, Phoolbagan PS, Narkeldanga PS, Tengra PS
n Cyber Cell South Division (SD)
Parkstreet PS, Shakespeare Sarani PS, Alipore PS, Hastings PS, Maidan PS, Bhowanipur PS, Kalighat PS, Tollygunge PS, Charu Market PS, New Alipore PS Chetla PS
n Cyber Cell Port Division (PD)
North Port PS, South Port PS, Watgunge PS, West Port PS, Garden Reach PS, Ekbalpur PS, Nadial PS, Rajabagan PS, Metiabruz PS
n Cyber Cell South East Division (SED)
Topsia PS, Beniapukur PS, Ballygunge PS, Gariahat PS, Rabindra Sarobar PS, Lake PS, Karaya PS, Tiljala PS
n Cyber Cell South Suburban Division (SSD)
Golf Green PS, Netaji Nagar PS, Jadavpur PS, Kasba PS, Regent Park PS, Bansdroni PS, Garfa PS, Patuli PS
n Cyber Cell South West Division (SWD) (Behala)
Sarsuna PS, Taratala PS, Behala PS, Parnashree PS, Thakurpukur PS, Haridevpur PS
n Cyber Cell East Division (ED)
Panchasayar PS, Kolkata Leather Complex PS, Purba Jadavpur PS, Pragati Maidan PS, Survey Park PS, Anandapur PS
সৌজন্যে – কলকাতা পুলিশ ফেসবুক পেজ