HomeKolkataRG Kar Case : তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে গো-ব্যাক শ্লোগান,...

RG Kar Case : তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে গো-ব্যাক শ্লোগান, লালবাজারে চিকিৎসকদের আন্দোলনে গিয়ে বিপত্তি !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : লালবাজারের অভিযানে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতে গিয়ে গো ব্যাক শ্লোগান শুনতে হল তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। সূত্রের খবর, ফিয়ার্স লেনের কাছে পুলিশি ব্যারিকেডে আটকে পড়া (RG Kar Case) জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অভিজিৎ গাঙ্গুলি। দেহরক্ষী পরিবৃত হয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলে অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। এরপরেই তড়িঘড়ি ঘটনাস্থল ছেড়ে চলে যান তিনি।

এদিন কলকাতার সিপি বিনীত গোয়েলের অপসারণের দাবীতে লালবাজার অভিযান করেছেন জুনিয়ার চিকিৎসকরা। রাত বাড়লেও নিজেদের দাবিতে আন্দোলনে অনড় চিকিৎসকরা রাস্তায় বসে রয়েছেন। তারই মাঝে খবর আসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে আন্দোলনকারীরা (RG Kar Cas) রীতিমতো উচ্ছ্বাস দেখানোর সময় আচমকাই হাজির হন তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যেতেই বিড়ম্বনার সূত্রপাত ঘটে।

প্রাক্তন বিচারককে দেখেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা একযোগে শ্লোগান তোলেন ‘গো ব্যাক, গো ব্যাক’। সেই শ্লোগানকে উপেক্ষা করেই অভিজিৎ গাঙ্গুলি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁর প্রয়াস রীতিমতো ব্যর্থ হয়। আন্দোলনকারীরা একটানা গো ব্যাক শ্লোগান দেওয়ায় দ্রুত দেহরক্ষীদের নিয়ে ঘটনাস্থল পরিত্যাগ করেন অভিজিৎ গাঙ্গুলি। যা এক কথায় নজিরবিহীন ঘটনা বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের কেন এই প্রতিবাদ?

জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের মূল দাবী আরজিকরের মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার মূল অভিযুক্তদের খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেওয়া। সেই সঙ্গে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা সহ আরও একাধিক দাবী নিয়ে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। এই আন্দোলনকে সমর্থন করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সিপিএম সহ সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যে একই দাবীতে ছাত্রসমাজের ডাকে নবান্ন অভিযান হয়েছে। লালবাজার অভিযান করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতারা।

[আরও পড়ুন : আরজিকর মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই বিস্ফোরক মন্তব্য তৃণমূলের দুই হেভিওয়েট নেতার ! ]
[আরও পড়ুন : আরজিকর নিয়ে অ্যাকশানে কেন্দ্রীয় এজেন্সী, সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই ! ]

তবে আন্দোলনরত ছাত্রছাত্রীরা কিছুতেই তাঁদের এই প্রতিবাদের সঙ্গে রাজনীতিকে জুড়তে চাইছেন না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন অভিজিৎ গাঙ্গুলি ফিয়ার্স লেনে বিক্ষোভরত জুনিয়ার চিকিৎসকদের মাঝে আচমকাই পৌঁছে যাওয়ায় তাই চিকিৎসকরা ক্ষোভে ফেটে পড়েছেন। অভিজিতের সঙ্গে আন্দোলন মঞ্চে সখ্যতার ছবি থেকে রাজনৈতিক মহলে ভিন্ন বার্তা যেতে পারে বলেই আন্দোলনকারীদের একাংশের দাবী। আর সেই কারনেই প্রাক্তন বিচারপতিকে গোব্যাক শ্লোগান শুনে ফিরে আসতে হল বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল।

সংবাদ সূত্র – নিউজ১৮ বাংলা

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments