নিউজবাংলা ডেস্ক : বাংলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ (Electoral Roll 2002) করেছে নির্বাচন কমিশন। যেখানে নাম থাকলে এসআইআর নিয়ে আপনার দুশ্চিন্তা একেবারেই থাকছে না। তাই প্রকাশিত তালিকায় আপনার নাম আছে কিনা তা এখনই দেখে নিশ্চিন্ত হয়ে যান। নীচে বিস্তারিত তালিকা দেওয়া রইল আপনাদের জন্য।
তবে এই তালিকায় নাম না থাকলেও দুশ্চিন্তার কিছুই নেই। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের সময় বহুমুখী জন্ম ও পরিচয়পত্র দেওয়ার বিধান থাকছে। এবার নীচে দেওয়া লিংক থেকে এই রাজ্যের প্রতিটি বুথ ভিত্তিক এলাকার বিস্তারিত তথ্য দ্রুত খুঁজে নিন। এখান থেকে একেবারে বুথ পর্যায়ের তালিকা সহজেই খুঁজে নিতে পারবেন।
কিভাবে ভোটার লিস্টে আপনার নামটি খুঁজবেন ?
এই প্রতিবেদনের একেবারে নীচে নির্বাচন কমিশন প্রদত্ত ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে আপনাদের সুবিধের জন্য। এই লিংকে ক্লিক করলে প্রথমে জেলাগুলির নামের তালিকা আসবে। সেখানে আপনার নিজের জেলার নামের ওপর ক্লিক করুন। এবার ওই জেলার বিধানসভা ভিত্তিক নামের তালিকা আসবে।
এই তালিকায় আপনার বিধানসভা এলাকায় ক্লিক করুন। এরপরেই ওই বিধানসভা এলাকার সমস্ত বুথের নাম চলে আসবে। আপনি Ctrl+F বাটনে ক্লিক করে নিজের বুথের নাম সার্চ করে নেবেন। এবার ২০০২ সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে দেখে নিন আপনার নাম এই তালিকায় রয়েছে কিনা।
বিশেষ দ্রষ্টব্যঃ – অবশ্যই খেয়াল রাখবেন, ২০০২ সালে কোনও বুথ যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল আপনার বুথের নামটি সেই বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবে। তাই নিজের বুথের নামটি খোঁজার সময় ওই সময়কার বিধানসভা কেন্দ্রটিতে গিয়ে বুথের নাম সার্চ করবেন। বর্তমান সময়ে বিধানসভা ক্ষেত্রের বিন্যাস অনুযায়ী বুথের তালিকা খুঁজতে চাইলে পাবেন না।
WEST BENGAL ALL DISTRICT WISE ELECTORAL ROLL 2002 : Click Here