NewzBangla Desk : দেশজুড়ে আবারও নতুন করে ২৫ লক্ষ পরিবারকে বিনামূল্যের উজ্জ্বলা গ্যাস সংযোগ অনুমোদন করল কেন্দ্র। দুর্গাপুজোর আবহে মহিলাদের জন্য এই খুশির খবর নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য (Ujjawala Connection) প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকও। যা নিজের সামাজিক মাধ্যম (এক্স)-এ পোষ্ট করে জানিয়েছেন কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, “এই ছাড়পত্রের জেরে দেশের উজ্জ্বলা পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৬০ কোটি”।
নিজের এক্স হ্যান্ডেলে এই প্রকল্পের বিস্তারিত জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি জানান, “উজ্জ্বলা গ্যাস সংযোগ হলে একজন গ্রাহক সম্পূর্ণ বিনামূল্যে একটি গ্যাস ভর্তি সিলিন্ডার, রেগুলেটার, পাইপ, বই, সার্টিফিকেট ও একটি ওভেন হাতে পাবেন। এরজন্য প্রতিটি কানেকশান পিছু বরাদ্দ হয়েছে ২০৫০ টাকা”। সূত্রের খবর, এই বরাদ্দকৃত টাকা সরাসরি ডিস্ট্রিবিউটারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তাই উজ্জ্বলা গ্যাস সংযোগ নেওয়ার জন্য কাউকেই অতিরিক্ত কোনও টাকা ব্যয় করতে হবে না।
পেট্রোলিয়াম মন্ত্রী জানান, “এই মুহূর্তে উজ্জ্বলা গ্যাসের গ্রাহকরা সিলিন্ডার পিছু ৩০০টাকা করে ভর্তুকি পাচ্ছেন। এরফলে একজন উজ্জ্বলা গ্রাহকের গ্যাস কিনতে খরচ পড়ছে সিলিন্ডার পিছু মাত্র ৫৫৩টাকা, যা বিশ্বের এলপিজি উৎপাদক দেশের থেকেও কম” বলে দাবী জানিয়েছেন তিনি।
আপনিও এই উজ্জ্বলা গ্যাসের সংযোগ পেতে পারেন। তারজন্য কি কি করতে হবে, বা কোন শর্ত পূরণ করতে হবে তা জানতে হলে এই প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়ুন। প্রতিবেদনের এক্কেবারে নীচে প্রয়োজনীয় ফর্মগুলি দেওয়া হল আপনাদের সুবিধার জন্য। সেগুলি ডাউনলোড করে গ্যাস অফিসে উজ্জ্বলার জন্য আবেদন জমা করুন।
উজ্জ্বলা গ্যাসের আবেদন করতে পারবেন কারা এবং কোন কোন কাগজ জমা করতে হবে তা জেনে নিন।
১। ১৮ বছরের ঊর্ধ্বে বিবাহিত মহিলা হতে হবে। (অবিবাহিত মহিলাও আবেদন করতে পারেন। এক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য হবে)
২। বৈধ আধার কার্ড থাকতে হবে।
৩। বৈধ রেশন কার্ড থাকতে হবে (যে কোনও ধরণের রেশন কার্ড যেমন- PHH, SPHH, AAY, RKSY-I, RKSY-II) থাকলেই আবেদন জমা করা যাবে।
৪। নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটিএল লিংক থাকতে হবে (ভর্তুকির টাকা পাওয়ার জন্য)। কোনও জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করলে তা ভর্তুকির জন্য গ্রাহ্য হবে না।
৫। নমিনি হিসেবে স্বামীর আধার কার্ড দিতে হবে। (স্বামী মৃত হলে ১৮ বছরের ঊর্ধ্বে ছেলে বা মেয়ের আধার দেওয়া যাবে। সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর শংসাপত্র দিতে হবে)।
আরও পড়ুন : |
[Electoral Roll 2002 : ২০০২ এর ভোটার তালিকায় আপনার নাম আছে তো ? বাংলায় SIR শুরু হওয়ার আগেই এই তালিকাটি দ্রুত দেখে নিন !] |
৬। কোনও একাকী মহিলাও উজ্জ্বলা গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য হবে। (এর জন্য গ্যাস নীচে দেওয়া অতিরিক্ত ফর্মটি পূরণ করুন এবং বিতরক সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন)।
কারা উজ্জ্বলা গ্যাসের জন্য আবেদন করতে পারবেন না –
১। স্বামী ও স্ত্রী কারও আধার কার্ডে আগে থেকে গ্যাস সংযোগ থাকলে তারা উজ্জ্বলা গ্যাসের আবেদন করতে পারবেন না।
২। আবেদনকারী বা নমিনির আধার নম্বর পরিবারের অন্য সদস্যের উজ্জ্বলা গ্যাসে নমিনি হিসেবে যোগ থাকলে তারা আর আবেদন করতে পারবেন না।
সূত্রের খবর, অনেক মহিলাই আগে থেকে বিভিন্ন গ্যাস বিতরক সংস্থার কাছে উজ্জ্বলা সংযোগের জন্য আবেদন জমা করে রেখেছেন। তাঁদের আর নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তবে তারা অবশ্যই যতটা দ্রুত সম্ভব গ্যাস বিতরক সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিজেদের ই-কেওয়াইসি আপডেট করিয়ে নেবেন। ২৫ লক্ষ পরিবারকে উজ্জ্বলা সংযোগ দেওয়া হলেও তা গোটা দেশের নিরিখে খুবই সামান্য। তাই যত দ্রুত সম্ভব নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটারের সঙ্গে এখনই যোগাযোগ করে নিজেদের আবেদনপত্রগুলি জমা করে দিন।
উজ্জ্বলা গ্যাসের আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মগুলি নীচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।
Ujjawala KYC Form | Click Here |
UJWALA Self Declaration Form | Click Here |
14 Point Declaration | Click Here |
Single Family Form | Click Here |
নিজের এক্স হ্যান্ডেলে কি জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী এক ঝলকে দেখে নিন –
उज्ज्वला परिवार का विस्तार
नारी शक्ति को बड़ा उपहार!नवरात्रि के शुभारम्भ के साथ ही निःशुल्क 25 लाख नए #PMUjjwala कनेक्शन की सौगात एक और प्रमाण है कि PM @narendramodi जी महिलाओं को देवी दुर्गा जी के सामान सम्मान देते हैं। यह निर्णय माताओं-बहनों के सम्मान और सशक्तिकरण के हमारे… pic.twitter.com/5bDaYobrSx
— Hardeep Singh Puri (@HardeepSPuri) September 22, 2025