NewzBangla Desk : ছুটি কাটাতে কি আজ আপনি সড়ক পথে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অথবা দিঘা থেকে বাড়ি ফেরার (Digha) তাড়া রয়েছে আপনার। তাহলে সাবধান হয়ে যান এখনই। এই ঘটনা না জানলে দিঘার পথে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হবে আপনাকে। কারন, একটি বড়সড় বিপর্যয়ের জেরে সম্পূর্ণ বিচ্ছিন হয়ে গিয়েছে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর নাগাদ আচমকাই মারিশদা থানা এলাকায় ১১৬বি জাতীয় সড়কেরর একটি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এর জেরে দিঘা যাতায়াতের রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চরম বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা থেকে দিঘা গামী সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই ঘটনার পরেই রাস্তায় ব্যাপক যানজট তৈরী হয়। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে ঘুরপথে গাড়িগুলিকে দিঘা ও কলকাতা অভিমুখে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে ।
সূত্রের খবর এদিন বেলা ১টা নাগাদ মারিশদার কাছে রাস্তার ওপরের ব্রিজটি এক্কেবারে ভেঙে পড়ে। সেই সময় রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করছিল। ব্রিজ ভেঙে পড়ায় ব্যস্ততম রাস্তার দুপাশে নিমেষে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একঝাঁক গাড়ি। আজ শনিবার থাকায় দিঘা যাওয়ার রাস্তায় পর্যটকের ভীড় রয়েছে অন্যদিনের তুলনায় অনেকটাই বেশী। কিন্তু ব্রিজ ভেঙে পড়ায় মারিশদায় রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসেন প্রশাসনের আধিকারীকরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মন্ডল জানান, “এই ঘটনার জেরে রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সড়ক ধরে কলকাতা ও দিঘার মধ্যে যাতায়াত অসম্ভব। তবে এই সমস্যার সমাধানে ঘুরপথে গাড়িগুলিকে রাস্তা করে দেওয়া হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

তিনি জানান, “এই মুহূর্তে কোলাঘাট থেকে দিঘাগামী গাড়িগুলিকে ১১৬বি জাতীয় সড়কে নন্দকুমার থেকে প্রায় ২১ কিমি এগিয়ে বাজকুল থেকে ভগবানপুর গামী বা আরও খানিকটা এগিয়ে হেঁড়িয়া থেকে ভুপতিনগর হয়ে এগরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কাঁথি হয়ে দিঘায় আসা যাবে। অন্যদিকে কাঁথি থেকে কলকাতাগামী গাড়িগুলিকে এগরা অভিমুখে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে খড়্গপুর গামী রাস্তা ধরে বা ভগবানপুরের রাস্তা ধরে কোলাঘাট অভিমুখে আসা যাচ্ছে”।
আরও পড়ুন
নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান



