NewzBangla Desk : বন্যায় সর্বস্ব খুইয়ে রীতিমতো বিপর্যস্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এলাকার বহু পরিবার। আচমকা জলের তোড়ে খোয়া গিয়েছে গুরুত্বপূর্ণ নথি। এমন হতভাগ্যদের পাশে মানবিকতার সঙ্গে দাঁড়াতে বিশেষ (Higher Secondary Education) নির্দেশিকা জারি করল রাজ্যের উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। এমন ব্যক্তিদের দ্রুত হারিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের রেজিষ্ট্রেশান সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট বা পাশ সার্টিফিকেট দিতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
এই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই সার্টিফিকেটের জন্য কোনও ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হবে না। সমস্তটাই হবে সম্পূর্ণ বিনামূল্যে। এজন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত ভাবে আবেদন জানাতে হবে বন্যা দুর্গত ব্যক্তিকে। সেই আবেদনের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষক ব্যবস্থা নেবেন এবং ওই ব্যক্তিকে পুনরায় সার্টিফিকেট দেওয়ার বিষয়ে উদ্যোগ নেবেন। এই গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ মানবিকতার গ্রাউন্ডে নেওয়া হচ্ছে বলেই সংসদ সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন : |
[Digha : দিঘা যাচ্ছেন, সাবধান, এই ঘটনা না জানলে আপনার যাত্রাপথে চরম সমস্যায় পড়তে হবে !] |
[WB TOTO SERVICE : এই কাজ না করলে আর কোনও টোটো রাস্তায় চলবে না, পড়তে হবে বড়সড় শাস্তির মুখে !] |
প্রসঙ্গতঃ কিছুদিন যাবৎ প্রবল বৃষ্টিতে একের পর এক উত্তর থেকে দক্ষিণ বঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি। সেই সঙ্গে হারিয়ে গিয়েছে বহু মূল্যবান দস্তাবেজ। এই সমস্ত বন্যা বিদ্ধ্বস্ত মানুষদের পাশে মানবিকতার সঙ্গে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বন্যা বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে সার্টিফিকেট দেওয়ার কথা ঘোষণা করেছে।
অর্ডার কপি :