NewzBangla Desk : আজ, বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে কাজে যোগ না দিলে বিএলও পদে নিযুক্ত অনুপস্থিত ১৪৩ জন শিক্ষকের বিরুদ্ধে কঠোর (SIR 2025) পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন। তাঁদেরকে চাকরি থেকে সাসপেন্ড করার মতো কড়া সিদ্ধান্ত কমিশন নিতে পারে।
বুধবার রাজ্যের সমস্ত জেলার প্রশাসনকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্দেশ পাঠানো হয়েছে, ৩০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে যে সমস্ত বিএলও দায়িত্ব গ্রহণ করবেন না, তাঁদের নামের তালিকা ও বিস্তারিত তথ্য কমিশনে পাঠাতে হবে। ১৪৩ জন শিক্ষক এখনও বিএলও-র কাজে যোগ দেননি।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নির্বাচন কমিশন এখনও একটি সাংবিধানিক সংস্থা বলেই জানি। এবং নির্বাচন ও নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত কাজে রাজ্য সরকার তথা বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, কমিশন ও বিভাগের পরস্পরকে যথোপযুক্ত সহায়তা করার কথা। অথচ বিএলও সংক্রান্ত কোনও সুস্পষ্ট নির্দেশিকা বা কমিউনিকেশন, কিছুই কমিশন এখনও করেনি।
তিনি আরও জানান, একতরফা গণমাধ্যমে ঘোষণা না করে, কোনও লিখিত কমিউনিকেশন কমিশনের তরফ থেকে শিক্ষা বিভাগের কাছে এলে তা যথোপযুক্ত খতিয়ে দেখেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সংক্রান্ত কোনও কমিউনিকেশন আমার দপ্তর পায়নি। তাই লিখিত কোনও কমিউনিকেশন না দেখে কোনও মন্তব্য করব না।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ২০০২-এর তুলনায় এবার ভোটার সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও কীভাবে এসআইআর-এর দুবছরের কাজ দুমাসে শেষ হবে? আজ যোগ না একের পাতার পর তৃণমূলের প্রশ্ন, এত কম সময়ে দেওয়ার | বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে নির্ভুল ভোটার তালিকা সম্পূর্ণ করবেন?
তৃণমূলের পাশাপাশি বিজেপি-বিরোধী দলগুলির একই ধরনের অভিযোগের ধাক্কায় প্রবল চাপে পড়ে নির্বাচন কমিশন ভোটারদের জন্য হেল্পলাইন ও একাধিক পরিষেবা চালু করতে বাধ্য হচ্ছে। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, নাগরিকরা সরাসরি ভোটার হেল্পলাইন ১৯৫০ নম্বরে ফোন করে তালিকায় নাম তোলা নিয়ে সমস্ত প্রশ্ন করতে পারবেন। এবং প্রয়োজনে যাবতীয় অভিযোগও জানাতে পারবেন।
কমিশনের তরফে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ন্যাশনাল কনট্যাক্ট সেন্টার সমস্ত রাজ্য ও কেন্দ্রশসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় হেল্পলাইন হিসাবে কাজ করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে টোল ফ্রি নম্বর — ১৮০০ ১১ ১৯৫০। বিশেষভাবে প্রশিক্ষিত ভোটকর্মীরা এসআইআর ও ভোটার লিস্টে নাম তোলা নিয়ে নাগরিকদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন এবং “গাইড” করবেন।
সম্পূর্ণ সংবাদটি শুনতে হলে এখানে দেখুন :















