HomeNational NewsBihar Election 2025 : গণনার শুরু থেকেই বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি-জেডিইউ, তেজস্বীর...

Bihar Election 2025 : গণনার শুরু থেকেই বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি-জেডিইউ, তেজস্বীর নিজের আসনেই হাড্ডাহাডি লড়াই !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla: বিহার বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে আজ, মঙ্গলবার, সকাল থেকে। প্রথম রাউন্ড থেকেই যে প্রবণতা সামনে আসতে শুরু করে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাতেই সিলমোহর পড়ল। সমস্ত (Bihar Election 2025) বুথফেরত সমীক্ষার (এক্সিট পোল) ইঙ্গিত সত্যি করে বিহারে ফের ফিরতে চলেছে নীতিশ কুমার বিজেপির এনডিএ জোট। অন্যদিকে, তেজস্বী যাদবের আরজেডি এবং কংগ্রেসেরমহাজোট‘-এর যাবতীয় প্রতিরোধ কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে এনডিএ এই রাজনৈতিক ঝড়ের মুখে।

বিহারের মোট বিধানসভা আসন সংখ্যা ২৪৩। সরকার গড়ার জন্য প্রয়োজনীয়ম্যাজিক ফিগার১২২। কিন্তু গণনার সর্বশেষ প্রবণতা অনুযায়ী, সেই ম্যাজিক ফিগারকে বহু পিছনে ফেলে দিয়েছে এনডিএ। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, নীতিশ কুমারের জেডিইউ এবং বিজেপির জোট প্রায় ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যা একক সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক বেশি।

নির্বাচনপরবর্তী বিভিন্ন সংস্থার এক্সিটপোল এনডিএ জয়েরই ইঙ্গিত দিয়েছিল, তবে কংগ্রেসআরজেডি নেতৃত্ব সেই সমীক্ষাগুলিকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি। তাঁদের আশা ছিল, ফল ত্রিশঙ্কু হতে পারে অথবা শেষ হাসি তাঁরাই হাসবেন। কিন্তু গণনার দিন সেই সমস্ত আশা কার্যত হতাশায় পর্যবসিত হয়েছে।

মহাজোটের এই বিপর্যয়ের দিনে, জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের নিজের কেন্দ্র রাঘোপুরেও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। সেখানে গণনার প্রতিটি রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনও সামান্য ভোটে এগিয়ে যাচ্ছেন তেজস্বী, পরক্ষণেই তাঁকে টপকে যাচ্ছেন বিজেপি প্রার্থী। নিজের আসনেই এই টালমাটাল পরিস্থিতি যেন মহাজোটের সার্বিক ছবিটাকেই স্পষ্ট করে দিচ্ছে।

এখন পর্যন্ত যা প্রবণতা, তাতে কোনও অঘটন না ঘটলে বিহারের রাজনীতিতে ইতিহাস তৈরি করে দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফল যদি দিনের শেষে বজায় থাকে, তবে দেশজুড়ে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর আশায় তা আরও একবার বড়সড় ধাক্কা দিল। সেই সঙ্গে, রাহুল গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের স্বপ্নও যে আরও একবার বড়সড় প্রশ্নের মুখে পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -

আরও পড়ুন

spot_imgspot_img

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments