HomeKolkataBus Accident : ওড়িশা থেকে কলকাতা ফেরার পথে ব্রিজ থেকে উল্টে পড়ল...

Bus Accident : ওড়িশা থেকে কলকাতা ফেরার পথে ব্রিজ থেকে উল্টে পড়ল যাত্রীবাহী বাস, মৃত কমপক্ষ্যে ৫ আহত ৩৫ !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : পুরী থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। সোমবার রাতের দিকে বাসটি ১৬নং জাতীয় সড়কে ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়েই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত (Bus Accident) লাগান। জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয়  হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় এক মহিলা সহ কমপক্ষ্যে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ৩৫ জন যাত্রী।

ধর্মশালা থানা সূত্রে খবর, সোমবার রাত্রি প্রায় ৯টা নাগাদ বাসটি যাত্রী নিয়ে বারাবাটি ব্রিজের ওপর থেকে সটান নীচে পড়ে যায়। এই সময় বাসে প্রায় ৪৭ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে প্রথমে ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর জখমদের কটকের এসসিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে।

ইতিমধ্যে এই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, বাস দুর্ঘটনার খবরে আমি শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনায় প্রত্যেক মৃত ব্যক্তির জন্য ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এছাড়াও আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবেন বলে ঘোষণা করেছেন।

বাস দুর্ঘটনার মুহূর্তে ঠিক কি হয়েছিল, দেখে নিন ভিডিওটি-

পুলিশ আধিকারীকরা জানিয়েছেন, এই দুর্ঘটনা কি কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ আধিকারীকরা জানিয়েছেন, এই ঘটনায় ৪২ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তারমধ্যে ৩৫ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের কটবের এসসিবি হাসপাতালে পাঠানো হয়েছে। ২ জনের অবস্থা স্থিতীশীল রয়েছে। এরই পাশাপাশি আহত ও নিহতদেরর পরিচয় জানার জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে বলেও পুলিশ আধিকারীকরা জানিয়েছেন। 

  • তথ্যসূত্র – আনন্দবাজার অনলাইন
- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments