নিউজবাংলা ডেস্ক : পুরী থেকে বাংলায় ফেরার পথে ওড়িশার জাজপুর জেলার বারাবটি ব্রিজের ওপর থেকে নীচে পড়ে যায় যাত্রীবাহী বাস। সোমবার রাত্রি প্রায় ৯টা নাগাদ ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন (Bus Accident) কমপক্ষ্যে ৪২ জন। এই অভিশপ্ত বাসটির যাত্রীদের তালিকায় থাকা একটা বড় অংশই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
সূত্রের খবর, বাসটি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে উড়িষ্যায় গিয়েছিল। সোমবার রাতে ওড়িষা থেকে বাসটি নন্দকুমারেই ফিরছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সেই কারনে বাসটির অধিকাংশ যাত্রী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলেই জানা গেছে। মঙ্গলবার ভোরে সেটি নন্দকুমার দিঘা বাসস্ট্যান্ডে ফেরার কথা ছিল। এই বাসের অধিকাংশ যাত্রী ওড়িষার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল বলে খবর।
ওড়িশার স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই যাত্রীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। একঝলকে দেখে নিন সেই যাত্রীদের তালিকাটি-
১। ভরত মন্ডল – ২০ বছর – পূর্ব মেদিনীপুর
২। গৌতম মন্ডল – ৪০ বছর – পূর্ব মেদিনীপুর
৩। প্রণব বর্মণ – ২২ বছর – হলদিবাড়ি, খেজুরি, পূর্ব মেদিনীপুর
৪। গায়েত্রী মল্লিক – ৪২ বছর – পূর্ব মেদিনীপুর
৫। সম্রাট মাইতি – ২৩ বছর – পূর্ব মেদিনীপুর
৬। লাকি জানা – ৩৫ বছর – পূর্ব মেদিনীপুর
৭। গৌরি দুয়ারি – ৪৬ বছর – পূর্ব মেদিনীপুর
৮। চন্দন কুমার দাস – ৪০ বছর – নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর
৮। সিদ্দিক খান – ৪৮ বছর – পশ্চিম মেদিনীপুর
৯। মুনিকা মন্ডল – পশ্চিম মেদিনীপুর
১০। কানাই রায় – ৩৪ বছর – কোচবিহার
বাস দুর্ঘটনার মুহূর্তে ঠিক কি হয়েছিল, দেখে নিন ভিডিওটি-
এছাড়াও বাকী যাত্রীরা অনেকেই ওড়িষার জাজপুর, ভদ্রক, জগৎসিংহপুর প্রভৃতি এলাকার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। সম্পূর্ণ তালিকাটি নীচে দেওয়া রইল।
আরও পড়ুন – ওড়িশা থেকে কলকাতা ফেরার পথে ব্রিজ থেকে উল্টে পড়ল যাত্রীবাহী বাস, মৃত কমপক্ষ্যে ৫ আহত ৩৫ !