HomeKolkataCollege Education : জাতীয় শিক্ষানীতির নতুন সিলেবাসে বিপুল ছাত্রছাত্রী ‘ফেল’, কলেজে কলেজে...

College Education : জাতীয় শিক্ষানীতির নতুন সিলেবাসে বিপুল ছাত্রছাত্রী ‘ফেল’, কলেজে কলেজে তোলপাড়, উপাচার্যের হস্তক্ষেপ দাবী !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : জাতীয় শিক্ষানীতি অনুসারে গঠিত সিলেবাসের প্রথম ব্যাচে ফার্স্ট সেমেস্টারের বহু পড়ুয়া ‘ফেল’ করেছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েটের সেমেস্টারের ফল প্রকাশের পরই দুই মেদিনীপুরের কলেজে কলেজে এনিয়ে হইচই পড়ে গিয়েছে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য উপাচার্যের দ্বারস্থ হল তৃণমূল ছাত্রপরিষদ।

পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের তরফে এনিয়ে উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। তাতে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নতুন সিলেবাস নিয়ে ছাত্রছাত্রীদের নানা অসুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় (College Education) ছাত্রছাত্রীদের স্বার্থে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে শাসক দলের ছাত্র সংগঠন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ৫৪টি ডিগ্রি কলেজ রয়েছে। গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফার্স্ট সেমেস্টারের ফল ঘোষণা করে। 

শিক্ষা নীতি অনুযায়ী নতুন সিলেবাস চালু হওয়ার পর এটাই প্রথম ব্যাচের পরীক্ষার ফল। সেই রেজাল্ট সামনে আসতেই কালেজে কলেজে হইচই পড়ে গিয়েছে। কারণ, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। তিনটি বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীদের রেজাল্ট ‘ক্রস চিহ্ন’ এসেছে। এক কিংবা দু’টি সাবজেক্টে পাশ মার্কস তুলতে না পারা ছাত্রছাত্রীদের রেজাল্ট এসএস (সেমেস্টার সাপ্লিমেন্ট) এসেছে। ওই ছাত্রছাত্রীরা পরবর্তী সেমেস্টারে যেতে পারলেও থার্ড সেমেস্টারে গিয়ে সব সাবজেক্টে পাশ করতেই হবে। তা নাহলে পরবর্তী সেমেস্টারে ওঠা আটকে যাবে।

ছাত্রছাত্রীদের জন্য কলেজে বিশেষ ক্লাসের(রেমেডিয়াল ক্লাস) রুটিন থাকলেও তা হয়নি। ক্লাস চালু হওয়ার পর অনেক দেরিতে নতুন সিলেবাস পৌঁছেছিল। সিলেবাস অনুযায়ী বই পেতে আরও দেরি হয়। সিবিসিএস(চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) সিলেবাস বদল হয়ে জাতীয় শিক্ষানীতির সিলেবাস চালুর পর এই পার্থক্য অনেক ছাত্রছাত্রীর কাছে পরিষ্কার ছিল না। নানা সমস্যার কারণে অধিকাংশ ছাত্রছাত্রী পাশ করতে পারেননি।

তৃণমূল ছাত্র নেতা আবেদ আলি খান জানান, এব্যাপারে আমরা উপাচার্যের দ্বারস্থ হয়েছি। কারণ ২০২৩-২৪ সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস চালুর পর কলেজগুলিতে পর্যাপ্ত ওয়ার্কশপ হয়নি। অনেকেই সিলেবাসের সঙ্গে সড়গড় হতে”। এই অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদেরও দাবি, মার্কশিট ইস্যুর আগে বিষয়টিতে হস্তক্ষেপ করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তী বলেন, নতুন সিলেবাসে অনেকের সেমেস্টার সাপ্লিমেন্ট রেজাল্ট এসেছে। এই ফলাফল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে চিঠি দিচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। এখনও এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments