Homeপূর্বমেদিনীপুরContai Election : এ যেন লোকসভা বা বিধানসভা নির্বাচন, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের...

Contai Election : এ যেন লোকসভা বা বিধানসভা নির্বাচন, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটে বিপুল পুলিশি প্রহরা, প্রতি বুথে সিসিটিভি, কাঁথি এগরায় ৫ বুথে কেন্দ্রীয় বাহিনী !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla, Contai :  টানটান উত্তেজনার আবহে শুরু হল বহু চর্চিত কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচন। সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁথি ও এগরায় ৫টি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও জেলার বাকী কেন্দ্রগুলিতে কড়া পুলিশি প্রহরায় (Contai Election) ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা থেকে। বেলা ২টোয় ভোটগ্রহণ শেষ হলেই গননার কাজ শুরু হবে। এবং সন্ধ্যে পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে এই বহুল জনপ্রিয় সমবায় ব্যাঙ্কের ক্ষমতার রাশ থাকবে কার হাতে।

তৃণৃমূলে থাকাকালীন এই কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্বভর সামলেছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ সময় এই সমবায় শুভেন্দুর নিয়ন্ত্রণে থাকলেও তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর কন্টাই কো অপারেটিভের রাশ তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়। এবারের নির্বাচন শুভেন্দু তথা বিজেপির কাছে রীতিমতো প্রেস্টিজ ফাইট হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে তৃণমূলও এই সমবায়ের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠী কোন্দলও শাসক শিবিরের মাথা ব্যাথার কারণ।

মূলতঃ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে কাদের লোক বসবে, তা নিয়েই দু’পক্ষ ঘুঁটি সাজাচ্ছে। বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী সত্ত্বেও এই ভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত বইছে। ডেলিগেট নির্বাচনে নিজেদের শিবিরের সংখ্যাগরিষ্ঠ প্রার্থী যাতে জয়ী হন সেটাই নিশ্চিত করতে মরিয়া শাসক দলের দুই শিবির। এনিয়ে গত কয়েকদিন ধরে কাঁথিতে তীব্র চাপানউতোর চলছে। কোলাঘাটের বৈঠকে তৃণমূল শিবিরের প্রার্থী তালিকা ঝাড়াই বাছাই করার পরও ১১ জন গোঁজ প্রার্থী রয়ে গিয়েছেন। তাঁরা কেউই দলীয় নির্দেশ মেনে লড়াই থেকে সরে দাঁড়াননি। তাঁদের পিছনে কোনও না কোনও গোষ্ঠীর মদত রয়েছে বলে অভিযোগ।

রবিবার সকাল থেকে সমস্ত বুথেই ভোট নির্বিঘ্নে শুরু হয়েছে বলে খবর। কাঁথি ও এগরার ৫টি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার পাশাপাশি কড়া সুরক্ষার ঘেরাটোপে বুথগুলিকে রাখা হয়েছে। ভোটের মুখে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্র বদল করেছিল কো-অপারেটিভ ইলেকশন কমিশন। সর্বোচ্চ আদালতের নির্দেশে ওই পাঁচ ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় থাকছে আধা সেনা। এছাড়াও ১৪টি ভোট গ্রহণ কেন্দ্রে মোট ৩০০ সিসি ক্যামেরায় নজরদারি থাকছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ৬০ থেকে ৮০ জন পুলিসকর্মী মোতায়েন থাকছে। বেশ কয়েকটি এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। গণ্ডগোল মোকাবিলায় রিজার্ভ ফোর্স রাখা হয়েছে।

পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শহরাঞ্চলীয় সমবায় ব্যাঙ্ক হল, ‘কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্ক। এখানকার বোর্ড দখলের জন্য তৃণমূল এবং বিজেপি দু’পক্ষ আদাজল খেয়ে ময়দানে নেমেছে। মোট ১০৮টি আসনে ডেলিগেট(প্রতিনিধি) নির্বাচন হবে। নির্বাচিত ডেলিগেটরাই ১৫ সদস্যের ডিরেক্টর বোর্ড গঠন করবেন।

তাই ব্যাঙ্ক পরিচালন ক্ষমতা কাদের হাতে থাকবে, সেটা নির্ভর করছে প্রতিনিটি নির্বাচনে ফলাফলের উপর। পূর্ব মেদিনীপুরে ১২টি, পশ্চিম মেদিনীপুরে বেলদা এবং কলকাতায় ওই ব্যাঙ্কের বড়বাজার শাখায় ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৪৮০। উল্লেখযোগ্যভাবে কলকাতা সহ গোটা রাজ্যের প্রায় সব জেলায় কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সদস্য আছেন।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments