Tuesday, September 10, 2024
HomeKolkataContractual Employemnt : রাজ্যে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, গোটা...

Contractual Employemnt : রাজ্যে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, গোটা দেশে এমনটা কোথাও হয় না : প্রধান বিচারপতি

spot_img
spot_imgspot_img
- Advertisement -

Newzbangla Desk : চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে রাজ্য সরকারকে সরাসরি তোপ দাগলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে রীতিমতো বিষ্ময় প্রকাশ করেছেন তিনি। এই রাজ্যে (Contractual Employemnt) প্রশাসনিক কাজে যে পরিমানে চুক্তি ভিত্তিক কর্মী কাজ করছেন তেমনটা দেশের আর কোথাও দেখা যায় না বলেই মন্তব্য করেছেন তিনি।

এদিন এবিপি আনন্দের প্রতিবেদন অনুযায়ী এদিন প্রধান বিচারপতি মন্তব্য করে জানান, চুক্তি ভিত্তিক নিয়োগ কখনও নিয়ম হতে পারে না। গোটা কর্মশক্তির বেশীরভাগটাই চুক্তি ভিত্তিক। একটি রাজ্যে সবটাই চুক্তি ভিত্তিক কর্মী কিভাবে কাজ করছে। কার্যত সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন মাসে বেতন ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা। এটা কেন হবে। ২৫ বছর ধরে কাজ করছেন, রিটায়ারমেন্টের সময় বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সব সীমানা পেরিয়ে যাচ্ছে এই রাজ্য।

প্রসঙ্গতঃ রাজ্যে পালাবদলের পর থেকে গত দুই দশকে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রেই পাল্লা দিয়ে বেড়েছে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দফতরে স্থায়ী কর্মীর পরিবর্তে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগেই বেশী জোর দিয়েছে রাজ্য সরকার। অত্যন্ত নিম্ন মানের বেতনে এই কর্মীদের অতিরিক্ত সময়ের জন্য কাজ করতে বাধ্য করা হয়। এর বিরুদ্ধেই আজ আদালতের প্রধান বিচারপতি রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন বলে এবিবি আনন্দের প্রতিবেদনে জানানো হয়েছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments