HomeNorth BengalDarjeeling Tour : পুনরায় চালু হয়ে গেল প্যারাগ্লাইডিং, রিভার র‍্যাফ্টিং, পুজোর আগেই...

Darjeeling Tour : পুনরায় চালু হয়ে গেল প্যারাগ্লাইডিং, রিভার র‍্যাফ্টিং, পুজোর আগেই অ্যাডভেঞ্চার স্পোর্টসে মাতছে পাহাড় !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

NewzBangla Desk : পুজোর মুখে পাহাড়ে ফের চালু হয়ে গেল প্যারাগ্লাইডিং। রবিবার দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে ৪১টি প্যারাগ্লাইডার বা গ্লাইডার এয়ারক্রাফট চালু হয়েছে। সোমবার তিস্তা ও রঙ্গিত নদীতে চালু হয়ে গেল রিভার র‍্যাফ্টিং। বর্ষার দাপট কমতেই সংশ্লিষ্ট অ্যাডভেঞ্জার ট্যুরিজমগুলি পুনরায় চালু করেছে জিটিএ।

শুধু তাই নয়, রক ক্লাইম্বিং ও হাইকিং ও চালু হয়েছে বলে খবর। পর্যটকদের আকৃষ্ট করতে এব্যাপারে প্রচারে নেমেছে জিটিএ কর্তৃপক্ষ। এনিয়ে ট্যুর অপারেটররা উচ্ছ্বসিত। তাঁদের প্রত্যাশা, এবার পুজোয় পাহাড়ে পর্যটকদের ঢল নামবে।

বিগত বছরগুলির মতো এবারও বর্ষা নামার সঙ্গে সঙ্গে পাহাড়ের অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করা হয়। জিটিএ জানিয়েছে, বিপদ এড়াতে ১৪ জুন থেকে তিন মাসের জন্য দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে প্যারাগ্লাইডিং বন্ধ করা হয়। ১৪ সেপ্টেম্বর (Darjeeling Tour) সময়সীমা শেষ হয়েছে।

সেই সঙ্গে বর্ষার দাপটও আর নেই। তাই রবিবার থেকে ফের প্যারাগ্লাইডিং চালু করা হল পাহাড়ে। কালিম্পংয়ের ডেলোটপ থেকে হোমগ্রাউন্ড পর্যন্ত প্যারাগ্লাইডিং করা হয়। দার্জিলিংয়ের সেন্টপল স্কুল থেকে লেবং গ্রাউন্ড এবং কার্শিয়াংয়ের রোহিণীতে একই ব্যবস্থা রয়েছে।

জিটিএ’র পর্যটন বিভাগের আহ্বায়ক দাওয়া শেরপা বলেন, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে প্যারাগ্লাইডিংয়ের মাথাপিছু ফি ৩৫০০ টাকা। আবহাওয়া অনুকুল হওয়ায় প্যারাগ্লাইডিংগুলি চালু করা হয়েছে। পুজোয় এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে পাহাড় মাতাবে বলে আশা করছি।

অ্যাডভেঞ্চার ট্যুরিজমগুলির মধ্যে রিভার র‍্যাফ্টিংও উল্লেখযোগ্য। বর্ষার জন্য এটিও বন্ধ রয়েছে। আজ, চালু হবে। জিটিএ জানিয়েছে, কালিম্পং১ ব্লকের লাভারবোটে থেকে তিস্তাবাজার পর্যন্ত তিস্তা ও রঙ্গিতে র‍্যাফ্টিং করা হয়। এখানে বোটের সংখ্যা ৫০টি। প্রতিটিতে চালক ও সহ চালক ছাড়া চারজন চাপতে পারবেন। জিটিএ’র পর্যটন বিভাগের আহ্বায়ক বলেন, নদীর বুকে ৭, ৫ ও ৩ কিমি এলাকায় র‍্যাফ্টিং করা হয়। ৩ কিমিতে মাথাপিছু ২৫০০ টাকা, ৫ কিমিতে ৩৫০০ এবং ৭ কিমিতে ৪৫০০ টাকা দিতে হয়। যাত্রীদের হেলমেট, লাইফ জ্যাকেট সহ সবই দেওয়া হয়।

পাহাড়ে আরও দু’টি অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হয়েছে। হাইকিং ও রক ক্লাইম্বিং। স্থানীয় সূত্রের খবর, পাহাড়ি রাস্তায় দিনভর পর্যটকদের হেঁটে ঘোরানোই হাইকিং। খাড়া পাহাড়ি পথে পাইন বন, পাহাড়ি গ্রাম, পোখারি (পুকুর), ঝোড়া প্রভৃতি পর্যটকদের ঘুরিয়ে দেখানো হয়।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments