মহিষাদল, পূর্ব মেদিনীপুর : বুধবার গভীর রাতে ভয়াবহ বাজের তান্ডবের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার টাঠারিবাড় এলাকার বাসিন্দারা। এই গ্রামের বাসিন্দা কানাই গুমট্যার পাকা বাড়ির ওপর বজ্রপাতের জেরে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। বৃহস্পতিবার ঘটনা জানাজানি হতেই দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা বাজের তান্ডব চাক্ষুষ করতে ছুটে আসেন। তবে ভাগ্যের জোরে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
কানাই গুমট্যা জানান, “রাত্রি প্রায় সাড়ে ৩টে নাগাদ আমাদের বাড়ির ওপর ভয়ানক আওয়াজ করে আছড়ে পড়ে বাজ। সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন পরিবারের সবার ঘুম ভেঙে যায়। দেখা যায় বাড়ির মিটার বোর্ডের পাশে থাকা মেন স্যুইচ বোর্ড সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এছাড়াও বাড়ির সমস্ত বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে”।
তিনি আরও জানান, “সকালে দিনের আলো ফোটার পর বাজের আসল ক্ষমতা নজরে আসে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে ভয়াবহ বাজটি আছড়ে পড়েছে দ্বোতলা পাকা বাড়ির ছাদের ওপর। ছাদের কার্নিশ ফাটিয়ে বাজ নেমে গিয়েছে নীচের দিকে। সেই সঙ্গে বাজের একটা অংশ সিঁড়ি ঘর দিয়ে নেমে গিয়েছে। এর ধাক্কায় ভেঙেছে সিঁড়ির একটা অংশ, একাধিক জায়গায় দেওয়ালে ক্ষত তৈরি হয়েছে”। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।