এগরা : এগরায় বিস্ফোরণ স্থলে পৌঁছাল সিআইডি’র বম্ব ডিস্পোজাল স্কোয়াড ও ফরেনসিক দল। সেই সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়েছেন রাজ্য পুলিশের পদস্থ আধিকারীকরাও। ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারীরা ইতিমধ্যে বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহ শুরু করেছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত অবৈধ বাজি কারখানার মালিক ভানু বাগ বা তার পরিবারের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি বলেই জানা গেছে। যদিও এই ঘটনার পর এগরা থানার আইসি মৌসম চক্রবর্তীকে শো-কজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিন বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের এগরা ১নং ব্লকের খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৯ জন হতভাগ্য। গুরুতর জখম হয়ে হাসপাতালে আরও কয়েকজন। এই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার গ্রেফতার হওয়ার পরেও কিভাবে অবলীলায় এমন বিশালাকায় অবৈধ বাজি কারখানা চালাচ্ছিল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সঙ্গে গলা মিলিয়ে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবীতে সোচ্চার হয়েছেন তিনিও।
এই সংক্রান্ত আরও খবর দেখুন-
- আরও পড়ুন – এগরায় মৃত বেড়ে ৭, আহত একাধিক, মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর !
- আরও পড়ুন – এগরার অবৈধ বাজি কারখানার মালিক ভানু আগেও গ্রেফতার হয়েছিল : পুলিস সুপার
- আরও পড়ুন – এগরা বিস্ফোরণ কান্ডে ‘এনআইএ’ দাবী সুকান্তর, আপত্তি নেই জানিয়ে দিলেন মমতা !
- আরও খবর -এগরায় ৯টি মৃতদেহ উদ্ধার, অধিকাংশই মহিলা, অভিযুক্তকে পাকড়াও করতে জোরদার অভিযান পুলিশের !
এরপরেই বিকেলে নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তভার সিআইডি’র হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন। সেই সঙ্গে ফরেনসিক ও অন্যান্য তদন্তকারীদেরও দ্রুত ঘটনার তদন্তে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই এদিন সিআইডি’র তদন্তকারীরা বিস্ফোরণস্থলে এসে হাজির হয়েছেন। সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াড ও কিভাবে কত পরিমানে বাজি ও বাজি তৈরির মশলা মজুদ রেখেছিল অভিযুক্ত, কিভাবেই বা এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।