NewzBangla Desk : গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির পাশাপাশি বিশ্বকর্মা পুজোয় ফুলের বিপুল চাহিদার জেরে আকাশ ছোঁয়া হয়েছে ফুলের দাম। জলে ডুবে একদিকে যেমন নষ্ট হয়েছে ফুল, সেই সঙ্গে বৃষ্টি পাতের জন্য ফুল তোলার ক্ষেত্রেও সমস্যার (Flower Price) মুখে চাষীরা। যার প্রভাব পড়েছে পাইকারী বাজারেও। সব মিলিয়ে ফুলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে বলে ফুল ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রাজ্যে বিশ্বকর্মা পূজোর একটাদিন ব্যাপক পরিমান ফুলের চাহিদা থাকায় বেশ কয়েকদিন আগে থেকেই ফুল হিমঘরে মজুত করেছেন ফুলব্যবসায়ীরা। এই কারনে ফুলের দাম এমনিতে বেশ খানিকটা চড়া হয়েছে। এই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ চলতে থাকায় ফুলের দর বৃদ্ধি পেয়েছে আরও কয়েকগুণ।
কলকাতার মল্লিকঘাট ফুলবাজার ও পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং দেউলিয়া ফুলবাজার সুত্রে জানা গেছে, এই মুহূর্তে পাইকারী বাজারে লাল গাঁদা ৬০ টাকা, হলুদ গাঁদা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রজনীগন্ধা ৩০০ টাকা, বেল ৩৫০ টাকা, জুঁই ৪০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে।
এছাড়াও পদ্ম প্রতিটি ৮ থেকে ১০ টাকা, গোলাপ ৩ টাকা দরে বিক্রি হয়েছে। দোপাটি ৩০ টাকা ও অপরাজিতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিন ফুট সাইজের লাল গাঁদার মালা প্রতি পিস এর দাম ছিল ১৫ টাকা, হলুদ গাঁদা মালার দাম ছিল ১৮ টাকা।
[আরও পড়ুন : অরক্ষিত সরকারী স্বাস্থ্য কেন্দ্র, ভগবানপুরে চিকিৎসককে বেধড়ক মারধর করল রোগীর পরিজনরা !]
[আরও পড়ুন : হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে কোন কোন কারখানায় নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জেনে নিন এখনই !]
ফুল চাষীরা জানাচ্ছেন, বিশ্বকর্মা পুজোর বাজার ধরতে বেশ কিছু ফুল স্থানীয় কোল্ড স্টোরে রাখার ব্যবস্থা হলেও অধিকাংশ ক্ষেত্রেই মাঠে থেকে ফুল তুলে তা সরাসরি বাজারজাত করা হয়। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে গাঁদা, দোপাটির মতো নরম ফুলের পাঁপড়িতে পচন ধরে গুণমান নষ্ট হয়েছে। এরই পাশাপাশি বিশ্বকর্মা পুজোয় ফুলের জোগান দিতে গিয়েও আর পাঁচটা দিনের তুলনায় ফুলের দাম বেশ খানিকটা চড়া হয়েছে।