হলদিয়া : একসঙ্গে ৪০ জন কর্মী নিয়োগ করছে হলদিয়ার একটি সংস্থা। মাধ্যমিক পাশ বা তার থেকে বেশী পড়াশোনা থাকলে এই কাজের জন্য আবেদন করা যাবে। হলদিয়ার সরকারী জব পোর্টালে (Haldia Job Vacancy) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে অনলাইন বা অফলাইনে এই কাজের জন্য আবেদন করা যাবে।
শারীরিক ভাবে সক্ষম ব্যক্তিরাই কেবল এই কাজের জন্য আবেদন জানাতে পারবেন। চুক্তি ভিত্তিতে নিয়োগ হলেও কাজ চলবে অনেকটা সময় ধরেই। এছাড়াও আরও কয়েকটি নিয়োগের বিস্তারিত রইল এই প্রতিবেদনে। আগ্রহী প্রার্থীরা আবেদন করে দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই। অনলাইন বা অফলাইন আবেদনের ক্ষেত্রে নীচে দেওয়া গাইডলাইন লিংকগুলি অবশ্যই দেখে নিন।
১। কাজের নাম – CHARGING & PACKING WORKER
- নিয়োগকারী সংস্থা – S M ENTERPRISE
- কাজের সাইট – Chloride Metals Ltd.
- শূন্যপদ – ৪০টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ বা তারও বেশী
- অভিজ্ঞতা – ১ বছর বা তার বেশী যে কোনও কারখানার উৎপাদন বা নির্মাণ কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ১৮ থেকে ৩৫ বছর
- বেতন – সরকারী নিয়ম মেনে বেতন, পিএফ, ইএসআই প্রদান করা হবে
- আবেদনের শেষ দিন – ১১ই জানুয়ারী ২০২৩ (অনলাইন ও অফলাইন উভয়ের ক্ষেত্রে)
- অন্যান্য – ফিজিক্যাল ফিটনেশ, ডাস্ট বা স্মেল এলার্জি থাকা চলবে না, ওজন তোলার ক্ষমতা থাকতে হবে।
- এই কাজের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে CHARGING & PACKING WORKER JOB VACANCY–এই লিংকে ক্লিক করুন।
আরও কোন কোন কোন কাজে নিয়োগ করা হচ্ছে দেখে নিন
২। কাজের নাম – ওয়েল্ডার (Welder)
- নিয়োগকারী সংস্থা – PETROCHEM ENGINEERING CONSTRUCTION
- কাজের সাইট – HPL PLANT SITE.
- শূন্যপদ – ০৬ টি
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে মাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – পেট্রোকেম বা রিফাইনারীতে উঁচুজায়গায় কমপক্ষ্যে ৫ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৫ থেকে ৪৫ বছর
- বেতন – সরকারী নিয়ম মেনে বেতন
- আবেদনের শেষ দিন – ১১ই জানুয়ারী ২০২৩ (অনলাইনের ক্ষেত্রে দুপুর ২টো পর্যন্ত ও অফলাইনে রাত্রি ১২টার মধ্যে)
- এই কাজের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে Welder Recruitment –এই লিংকে ক্লিক করুন।
আরও পড়ুন
অফলাইনে আবেদন করার পদ্ধতি ও নির্ধারিত ফর্ম ও গাইডলাইন (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক–এ ক্লিক করুন)–এই লিংক থেকে দেখে নিন।
এছাড়াও যারা অনলাইনে আবেদন করতে চান এই গাইডলাইন ফলো করুন। (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক–এ ক্লিক করুন)।
আরও পড়ুন
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।