Homeদক্ষিণবঙ্গHaldia : অনুমতি ছাড়াই নির্মাণকাজের অভিযোগ হলদিয়া পেট্রকেমের বিরুদ্ধে, নোটিশ পাঠাল দুই...

Haldia : অনুমতি ছাড়াই নির্মাণকাজের অভিযোগ হলদিয়া পেট্রকেমের বিরুদ্ধে, নোটিশ পাঠাল দুই দফতর !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : দুই সরকারি দপ্তর থেকে অনুমতি না নিয়ে প্ল্যান্ট এরিয়ায় নতুন প্রকল্পের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে হলদিয়া পেট্রকেমিক্যালসের বিরুদ্ধে। ডিরেক্টর অব ফ্যাক্টরিজ এবং হলদিয়া (Haldia) পুরকর্তৃপক্ষ এবিষয়ে চিঠি দিয়ে সতর্ক করল হলদিয়া পেট্রকেমকে। কয়েকমাস আগেই দুই সরকারি দপ্তরের তরফে পেট্রকেম কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। ফের আর একবার এইচপিএলকে নোটিস ও নির্দেশিকা পাঠাল ওই দুই দপ্তর।

এইচপিএল প্ল্যান্ট এরিয়ায় নতুন ফেনল প্রকল্প শুরু হয়েছে। ৫ হাজার কোটি টাকার ওই প্রকল্পের নির্মাণকাজ চলছে জোরকদমে। যেকোনও নতুন প্রকল্পের জন্য বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার অনুমতির দরকার হয়। অভিযোগ, নতুন প্রকল্পের জন্য পেট্রকেম সেই অনুমতি নেয়নি। জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ডিরেক্টর অব ফ্যাক্টরিজের তরফে এইচপিএলকে এবিষয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল।

অন্যদিকে, চলতি বছরের গত ২ জুলাই নোটিস পাঠিয়েছিল হলদিয়া পুরকর্তৃপক্ষ। পুরসভার বক্তব্য, পুর আইন ১৯৯৩ অনুযায়ী, পুর এলাকায় যে কোনও ধরনের নতুন নির্মাণ কাজ হলেই পুরসভার অনুমতি নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে পেট্রকেম সেই অনুমতি নেয়নি। বুধবার ফের নোটিস দিয়ে সেকথা জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

[আরও পড়ুন : ফেরি সার্ভিসের ভাড়া বাড়িয়ে দিল ডায়মন্ডহারবার পুরসভা, ক্ষোভে ফুঁসছেন হলদিয়ার যাত্রীরা !]

[আরও পড়ুন : পাইকারি বাজারে তিন টাকায় ফুলকপি, হাত ঘুরে সেটাই খুচরো বিকোচ্ছে ৩০ থেকে ৪০ টাকায় !]

হলদিয়া পেট্রকেম নতুন ফেনল প্রকল্পের নির্মাণের জন্য ডিরেক্টর অব ফ্যাক্টরিজের কাছ থেকেও অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। এজন্য মঙ্গলবার ফের ডিরেক্টর অব ফ্যাক্টরিজ দ্বিতীয় দফায় নির্দেশিকা পাঠিয়েছে এইচপিএলকে। ওই নির্দেশিকায় পশ্চিমবঙ্গ কারখানা আইন লঙ্ঘন করে নতুন কারখানার নির্মাণ কাজ হচ্ছে বলে জানানো হয়েছে।

হলদিয়ার ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ন দে বলেন, এবিষয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করব না। যদিও হলদিয়ার মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, এইচপিএলকে নতুন নির্মাণ কাজের জন্য নোটিস দিয়ে আগেই অনুমতি নিতে বলা হয়েছিল। কিন্তু কোনও সদুত্তর না আসায় ফের নোটিস দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে ওদের উত্তর দিতে বলা হয়েছে। কোনও সদুত্তর না এলে পুরকর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে।

[আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জল অপচয়ে একাধিক এফআইআর, কড়া নির্দেশিকা জারি দপ্তরের !]

[আরও পড়ুন : সেতু থেকে পড়ে মৃত্যু : গুগল আধিকারিকের বিরুদ্ধে মামলা !]

এব্যাপারে ‘হলদিয়া পেট্রকেম কর্তৃপক্ষকে ই-মেল করে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনও উত্তর মেলেনি। হলদিয়া পেট্রোকেমের পক্ষ থেকে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ সমস্ত নিয়ম মেনে কাজ করে। যে সমস্ত অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন। ২০২৩ সালের ডিসেম্বরে ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিসের কাছে ফেনল কারখানার নির্মাণ সম্পর্কে তথ্য জমা দেওয়া হয়েছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments