HomeHaldia Job VacancyHaldia Job : বন্ধ কর্মসংবাদ পোর্টাল, হলদিয়ায় শ্রমিক নিয়োগ ঘিরে অন্ধকারে চাকরীপ্রার্থীরা,...

Haldia Job : বন্ধ কর্মসংবাদ পোর্টাল, হলদিয়ায় শ্রমিক নিয়োগ ঘিরে অন্ধকারে চাকরীপ্রার্থীরা, বাড়ছে ক্ষোভ !

spot_img
spot_imgspot_img
- Advertisement -

নিউজবাংলা ডেস্ক : হলদিয়া শিল্পাঞ্চলে নিয়োগে স্বচ্ছ্বতা আনার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পথ চলা শুরু করেছিল কর্মসংবাদ পোর্টাল। অল্প কয়েকদিনেই বিপুল জনপ্রিয়তা লাভ (Haldia Job) করেছিল পোর্টালটি। মাত্র কয়েক মাসেই হাজার হাজার কর্মপ্রার্থী এই পোর্টালের মাধ্যমে কাজের জন্য যোগাযোগ করতে পেরেছেন। 

সূত্রের খবর, রাজ্য সরকার নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করে। জেলাশাসক সেই কমিটির চেয়ারম্যান। নিরপেক্ষভাবে শূন্যপদ পূরণ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে পোর্টালটি সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগ হবে কোন পদ্ধতিতে সেই বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত সামনে আসেনি। আর এই নিয়েই চরম ক্ষোভ বাড়ছে হলদিয়া শিল্পাঞ্চলের কর্মপ্রার্থীদের মনে।

কর্মসংবাদ পোর্টালের নিয়ম অনুযায়ী হলদিয়া শিল্পাঞ্চলের যে কোনও ধরণের কর্মী নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের বিজ্ঞপ্তি সরকারী এই পোর্টালে আপলোড করতে হয়। যেখানে প্রতিনিয়ত নজরদারী চালান হলদিয়ার অতিরিক্ত লেবার কমিশনার সহ হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আধিকারীক। সরাসরি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী নিয়োগ শুরু হতেই বহু ক্ষেত্রে দালালচক্র বিড়ম্বনার মুখে পড়ে। একাধিক নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছ্বতার অভিযোগে ওঠে এবং তা প্রমাণিত হওয়ায় সেই প্যানেল বাতিলও করা হয়েছিল।

পরবর্তীকালে সরকারী এই জব পোর্টালে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলকেও যুক্ত করা হয়। বর্তমানে এই পোর্টাল সম্পূর্ণ বন্ধ। বিকল্প ব্যবস্থা চালু করার বিষয়ে হেলদোল নেই জেলা প্রশাসনের। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনার পরেও এই বিষয়ে কোনও তথ্য মেলেনি। এর জেরে শিল্পাঞ্চলের কাজে আগ্রহীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সঞ্চার হয়েছে।

- Advertisement -

নিয়মিত খবরে থাকতে আমাদের সোশ্যাল সাইটে যুক্ত হয়ে যান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments