হলদিয়া : হলদিয়ার জনপ্রিয় শিল্প কারখানা হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের নতুন প্রকল্প তৈরির কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল পরিমানে কর্মী নিয়োগ শুরু হয়েছে। দিন কয়েক আগেই বিপুল পরিমানে কর্মী নিয়োগের পর আবারও (Haldia Job Vacancy) নতুন করে প্রায় ২ হাজারেরও বেশী শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। এরপর যোগ্যতামান থাকা ব্যক্তিদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে সংস্থা নির্ধারিত ঠিকাদার সংস্থাগুলির তত্ত্বাবধানে।
আগ্রহী প্রার্থীরা এখনই দেরী না করে নীচে দেওয়া অফলাইন ফর্মের কপি ডাউনলোড করে সেটি পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্র সহ হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা হলদিয়ায় লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে জমা করে দিন। যে কোনও এলাকার বাসিন্দারা এই কাজে আবেদন করতে পারবেন। এছাড়াও দূরে থাকা প্রার্থীরা দ্রুত অনলাইনেও নিজেদের আবেদনপত্র নির্ধারিত সরকারী পোর্টালে জমা করে দিন। লিংক এই প্রতিবেদনের নীচেই দেওয়া রইল। এবার বিস্তারিত দেখে নিন কোন কোন কাজে নিয়োগ করা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস-এ
১। কাজের নাম – BAR BENDER
- শূন্যপদ – ১১১টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Knowledge on Bar Bending, Hands on Experience in bar cutting, bending and binding & Construction Safety
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
২। কাজের নাম – CARPENTER
- শূন্যপদ – ৭৫টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – উল্লেখ নেই
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
৩। কাজের নাম – FITTER MILL WRIGHT
- শূন্যপদ – ৫০টি
- শিক্ষাগত যোগ্যতা – ITI/ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Hands on Experience on Fitting, Erection and Construction Safety
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
৪। কাজের নাম – FITTER – PIPING
- শূন্যপদ – ৬৩টি
- শিক্ষাগত যোগ্যতা – ITI/ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Hands on Experience on Fitting, Erection and Construction Safety
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
৫। কাজের নাম – FITTER – STRUCTURE
- শূন্যপদ – ৫৫টি
- শিক্ষাগত যোগ্যতা – ITI/ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Hands on Experience on Fitting, Erection and Construction Safety
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
৬। কাজের নাম – GRINDER / GAS CUTTER
- শূন্যপদ – ২৮৫টি
- শিক্ষাগত যোগ্যতা – ITI/ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Basic Knowledge on Grinding/Gas Cutting & Construction Safety
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
৭। কাজের নাম – HELPER
- শূন্যপদ – ২২৫টি
- শিক্ষাগত যোগ্যতা – ৫ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – কনস্ট্রাকশান সেফটি সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা আবশ্যিক
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
৮। কাজের নাম – MASSON
- শূন্যপদ – ১২৩টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – উল্লেখ নেই
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
৯। কাজের নাম – SCAFFOLDER
- শূন্যপদ – ৬২টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – 1) Hands on Experience on all type of Scaffolding. 2) Construction Safety related to Work at Height.
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
১০। কাজের নাম – STEEL ERECTOR/ RIGGER
- শূন্যপদ – ৫৮২টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Hands on Experience on Rigging, Erection and Construction Safety
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
১১। কাজের নাম – WELDER PIPE
- শূন্যপদ – ১৬৮টি
- শিক্ষাগত যোগ্যতা – ITI/ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – 1) Hands on Experience on Welding, WPS/PQR and Construction 2) Basic Knowledge on Piping Materials, Heat Treatments, Non Destructive Testing
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
১২। কাজের নাম – TRIPOD PILLING RIG OPERATOR
- শূন্যপদ – ৪০টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Hands on Experience on Bored pile installation
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
১৩। কাজের নাম – TRIPOD PILLING RIG GANG MAN
- শূন্যপদ – ২৪০টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ
- প্রয়োজনীয় স্কিল – Hands on Experience on Bored pile installation
- কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর নির্দিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- কাজের মেয়াদ – এই কাজে চুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত থাকবে
বেতন ও অন্যান্য সুবিধা – সেটেলমেন্ট রেট অনুযায়ী নির্ধারিত স্কেল ও ক্যাটাগরি অনুযায়ী এইচপিএল প্রদত্ত পেমেন্ট পাবেন
এই কাজে আবেদনের শেষ দিন – এই কাজে আবেদন করতে হবে ৯ নভেম্বর ২০০২৩ অফিস খোলা থাকা পর্যন্ত। কেবিলমাত্র হলদিয়া লেবার কমিশন অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ড্রপবক্সে আবেদনের হার্ডকপি জমা করতে হবে। এরজন্য কারখানার গেটে যাবেন না। অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে HALDIA PETROCHEMICALS LTD JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে, তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে। এরজন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করুন। তারপর জব শিকার অপশনের নীচে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম, ঠিকানা বিস্তারিত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশান করুন। এরপর প্রোফাইল আপডেট করবেন শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার বিস্তারিত পিডিএফ ফাইল আপলোড করে। সব শেষে অনলাইনে আবেদনের জন্য পেজটি ডানদিকে স্ক্রল করুন (মোবাইল স্ক্রীনের ক্ষেত্রে) –
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Please job
job