হলদিয়া : লোভনীয় প্যাকেজে হলদিয়ার একটি জনপ্রিয় ইংরেজী মাধ্যম স্কুলে মার্কেটিং এক্সিকিউটিভ এন্ড ফিল্ড অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এই কাজে দক্ষ অথবা অনভিজ্ঞরাও আবেদন করতে পারেন। কাজের সময় সোমবার থেকে শুক্রবার। এই কাজে আগ্রহীরা শীঘ্রই আবেদন করতে পারেন। একটি প্রথমসারির জব পোর্টালের মাধ্যমে (in.indeed.com) নিয়োগের জন্য স্কুলের তরফে আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘নারায়না স্কুল হলদিয়া’য় এই কাজের জন্য (Haldia Job Vacancy) শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ, দক্ষ, ব্যবসায়িক ও মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকলে ভালো বেতনে কাজে যোগ দেওয়ার সুযোগ মিলবে। এই কাজের জন্য সরাসরি সংস্থায় গিয়ে আবেদন করতে পারেন অফলাইনে অথবা অনলাইনে নির্ধারিত জব পোর্টালের মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে।
কাজের নাম – Marketing Executive & FIELD OFFICER
- নিয়োগকারী সংস্থা – NARAYANA SCHOOL HALDIA
- নিয়োগের স্থান – হলদিয়া
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে উচ্চ-মাধ্যমিক পাশ, এই কাজে অনভিজ্ঞরাও আবেদন করতে পারেন। তবে ইংরেজিতে কথা বলায় চোস্ত, মার্কেটিংয়ে কমপক্ষ্যে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
- বয়স – বয়সসীমা নির্ধারিত নয়
- বেতন – মাসিক বেতন ২৯,৬৪৮ টাকা পর্যন্ত
- কাজের ধরণ – ডে শিফট, ফুল টাইম, সোম থেকে শুক্র
- আবেদনের শেষ দিন – শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত (যত তাড়াতাড়ি সম্ভব)
- অন্যান্য – কাজের জন্য নির্বাচিত হলে স্কুলের কাছাকাছি বা হলদিয়ায় বসবাস করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে।
অনলাইনে কিভাবে আবেদন করবেন-
- প্রথমেই NARAYANA SCHOOL HALDIA job in Haldia, West Bengal লিংক-এ ক্লিক করুন। এবার নীচের দেওয়া স্ক্রীনটি আপনার সামনে ভেসে উঠবে
- এরপর পেজটি স্ক্রল করুন এবং নীচের দেওয়া স্ক্রীন অনুযায়ী বক্সের মধ্যে ক্লিক করুন।
- এরপর মোবাইলের একেবারে নীচের স্ক্রীনে ভেসে ওঠা Apply Now বাটনে ক্লিক করে কাজের জন্য আবেদন করুন।
(উপরের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এই লিংক-এ NARAYANA SCHOOL HALDIA job in Haldia, West Bengal ক্লিক করুন)
বিঃদ্রঃ – যে কোনও সরকারী রেজিস্ট্রিকৃত সংস্থা যদি তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করতে চান তাহলে সংস্থার লেটারহেডে স্ট্যাম্প ও সই সহযোগে বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে – ৯৭৩৪৪৯১১৫৫।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।