হলদিয়া : হলদিয়ার জনপ্রিয় শিল্পাঞ্চলে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কাজে নিয়োগ হচ্ছে একঝাঁক কর্মী। দুর্গা পুজোর মাঝেই আবেদন জমা নেওয়া ও ইন্টারভিউ চলবে। এই কাজগুলিতে একদিকে যেমন বিটেক/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুযোগ রয়েছে (Haldia Job Vacancy) তেমনই অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরাও আবেদনের যোগ্য। যারা কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা দেরী না করে এখনই নিজেদের আবেদনপত্রগুলি নিয়োগকারী সংস্থার দফতরে জমা করে দিন।
আবেদন করতে হবে সরকার নির্ধারিত অফলাইন ফর্মের মাধ্যমে। অনলাইনেও আবেদন করা যাবে। এই ফর্ম ও অনলাইনে আবেদনের লিংকগুলি দেখতে পাবেন এই প্রতিবেদনের এক্কেবারে নীচের দিকে। যারা হলদিয়া শিল্পাঞ্চলের এই কাজগুলিতে আগ্রহী তাঁরা প্রয়োজনীয় যোগ্যতামানের প্রত্যয়িত কপি সহ নির্ধারিত ফর্মের মাধ্যমে নিজেদের আবেদনপত্র জমা করে দিন। এবার দেখে নিন কোন কোন কাজে আবেদনের সুযোগ এসেছে আপনাদের জন্য-
১। কাজের নাম – PLANT IN CHARGE
- শূন্যপদ – ০১টি
- শিক্ষাগত যোগ্যতা – বি টেক
- অতিরিক্ত যোগ্যতা – ‘হাই প্রি বয়লার অপারেটিং বিষয়ে দক্ষ’
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৪০ বছরের মধ্যে থাকতে হবে
- অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বেতন ও অন্যান্য সুবিধা – ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী লেবার ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে
২। কাজের নাম – SHIFT IN CHARGE
- শূন্যপদ – ০৩টি
- শিক্ষাগত যোগ্যতা – ডিপ্লোমা / বি টেক
- অতিরিক্ত যোগ্যতা – ‘হাই প্রি বয়লার অপারেটিং বিষয়ে দক্ষ’
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৪০ বছরের মধ্যে থাকতে হবে
- অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বেতন ও অন্যান্য সুবিধা – ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী লেবার ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে
৩। কাজের নাম – BOILER OPP. 1ST CLASS
- শূন্যপদ – ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা – গভঃ লাইসেন্স থাকতে হবে
- অতিরিক্ত যোগ্যতা – ‘হাই প্রি বয়লার অপারেটিং বিষয়ে দক্ষ’
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বেতন ও অন্যান্য সুবিধা – ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী লেবার ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে
৪। কাজের নাম – BOILER OPP. 2nd CLASS
- শূন্যপদ – ১০টি
- শিক্ষাগত যোগ্যতা – গভঃ লাইসেন্স থাকতে হবে
- অতিরিক্ত যোগ্যতা – ‘হাই প্রি বয়লার অপারেটিং বিষয়ে দক্ষ’
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
- অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বেতন ও অন্যান্য সুবিধা – ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী লেবার ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে
৫। কাজের নাম – CHP & AHP OPP.
- শূন্যপদ – ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে
- অতিরিক্ত যোগ্যতা – ‘CHP & AHP অপারেটিং বিষয়ে দক্ষ’
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৩০ বছরের মধ্যে থাকতে হবে
- অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বেতন ও অন্যান্য সুবিধা – ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী লেবার ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে
৬। কাজের নাম – FIREMAN
- শূন্যপদ – ০৩টি
- শিক্ষাগত যোগ্যতা – ১০ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে
- অতিরিক্ত যোগ্যতা – ‘বয়লারে কাজে দক্ষতা থাকতে হবে’
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৩০ বছরের মধ্যে থাকতে হবে
- অভিজ্ঞতা – এই কাজে আবেদনকারীর কমপক্ষ্যে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
- বেতন ও অন্যান্য সুবিধা – ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী লেবার ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে
৭। কাজের নাম – HELPER
- শূন্যপদ – ১৫টি
- শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে
- অতিরিক্ত যোগ্যতা – উল্লেখ নেই
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স সর্বাধিক ৩০ বছরের মধ্যে থাকতে হবে
- অভিজ্ঞতা – এই কাজে অভিজ্ঞতার কোনও উল্লেক নেই
- বেতন ও অন্যান্য সুবিধা – ওয়েস্ট বেঙ্গল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী লেবার ডিপার্টমেন্ট কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে
কাজের সাইট – GOKUL AGRO RESOURCES LIMITED
নিয়োগকারী সংস্থা – S R TURBO ENERGY PVT LTD, OFFICE SR HOUSE, 7/14, UPSIDC IND. AREA, SITE 2, SAHIBABAD, GHAZIABAD, UP, PIN – 201007, Emergency Contact. No.:9933066231
আবেদনের শেষ দিন – ৩০ অক্টোবর, ২০২৩ বেলা ১.৩০টা পর্যন্ত এই কাজে আবেদন জমা করতে পারবেন অফলাইনে। আবেদন জমা করতে হবে হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা হলদিয়ার অতিরিক্ত লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে। অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে GOKUL AGRO RESOURCES LIMITED JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে, তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে। এরজন্য নিন নীচে দেওয়া লিংকে ক্লিক করুন –
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
স্যার আমার কিন্তু আইটিআই করে নাই কিন্তু ৮ বছরের এক্সপেন্স আছে প্রাকটিক্যাল ARK welded
প্রত্যেক কাজের বিবরণের সঙ্গে আমরা নিয়োগকারী সংস্থার বিষয়ে ও যতদূর সম্ভব যোগাযোগের ফোন নম্বরও দেওয়ার চেষ্টা করি। আপনারা প্রয়োজন হলে নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করে কোথা বলতে পারেন।
Welded ark jalai
Ok