হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করার ইচ্ছে পোষণ করেন অনেকেই। কিন্তু রাজনীতির ঘেরাটোপে সেই সুযোগ নিতে গেলে অনেক ক্ষেত্রেই মোটা অংকের টাকা খসে যেত বলে অভিযোগ দীর্ঘদিনের। এবার জেলা প্রশাসন ও রাজ্য সরকারের শ্রম দফতরের উদ্যোগে হলদিয়া শিল্পাঞ্চলে নিয়োগ জটিলতা কাটতে চলেছে বলেই অভিমত জেলা প্রশাসনের। তবে প্রশাসনিক আধিকারীকদের মতে, অফলাইনে আবেদনের সুযোগ থাকলেও জব পোর্টালে (https://karmasangbad.wblabour.gov.in) অনলাইন আবেদনকারীরা পাবেন অনেক বেশী সুযোগ সুবিধে।
তবে তারজন্য আপনাকে অবশ্যই জব পোর্টালে অনলাইন রেজিষ্ট্রেশান করতেই হবে। আমরা আগের প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছি কিভাবে ধাপে ধাপে জব পোর্টালে অনলাইন রেজিষ্ট্রেশান করা যাবে (আবারও দেখতে হলে এই লিংক-এ ক্লিক করুন – হলদিয়া শিল্পাঞ্চলের জব পোর্টালে কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান, দেখুন Step by Step গাইড !) এরপর কিন্তু আপনাকে প্রোফাইলটি পূরণ করতেই হবে। না হলে অনলাইনে আবেদনের অপশন খুলবে না।
এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইন পোর্টালে প্রোফাইলটি আপডেট করবেন – (প্রোফাইল আপডেট করার আগে অবশ্য পালনীয় কিছু কাজ – আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে দেওয়া আধার, ভোটার, রেশন, বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনও একটির ছবি তুলে রাখুন। রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এ রেজিষ্ট্রেশান করা থাকলে তার নম্বর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকলে তার সার্টিফিকেট-এর ছবি তুলে রাখতে হবে।
এছাড়াও আপনি যদি কোনও সংস্থায় আগে কাজ করেছেন বা এই মুহূর্তে কাজ করছেন তাহলে বায়োডাটা সহ কাজের অভিজ্ঞতা’র সার্টিফিকেটগুলি অথবা আপনার লাস্ট বেতনের সার্টিফিকেটের কপি একটি পিডিএফ ফাইলে রেডি করে রাখুন। তারপরেই আপনি প্রোফাইল আপডেট করতে শুরু করুন। মনে রাখবেন জব পোর্টালে অনলাইন রেজিষ্ট্রেশানের পর প্রোফাইল আপডেট না করা পর্যন্ত অনলাইনে আবেদনের সিস্টেম খোলা যাবে না। তাই সবার আগে অনলাইন পোর্টালে প্রোফাইল আপডেট করে নিন।
কিভাবে অনলাইনে প্রোফাইল আপডেট করবেন তা ছবি সহ নীচে দেওয়া হল-
১. প্রথমে আপনাকে পোর্টালটি (karmasangbad.wblabour.gov.in) ওপেন করে Sign Up করে অনলাইন রেজিষ্ট্রেশান সেরে ফেলতে হবে (রেজিষ্ট্রেশানের পদ্ধতি ওপরেই লিংক দেওয়া আছে)।
২. এরপর JOBSEEKER বিভাগে Login বাটনে ক্লিক করুন
৩. এবার Enter Employee ID বক্সে গিয়ে অনলাইন রেজিষ্ট্রেশানের পর পাওয়া আইডি ও পাশওয়ার্ড টাইপ করুন
৬. এরপর Login বাটনে ক্লিক করে পোর্টালের ভেতরে চলে যান
৬. এবার প্রথমেই আপনাকে প্রোফাইল ডিটেলস ঘরে পরপর নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ইমেল আইডি, ধর্ম, জাতি ঘরগুলি পূরণ করুন। এরপর Save & Next বাটনে ক্লিক করুন।
৭. এবার আপনার সামনে আসবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তথ্য। আপনি যদি রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত রাখেন তাহলে তার ENROLMENT NUMBER টি লিখুন। কোন তারিখে এনরোল করেছেন সেই তারিখটি লিখুন। এবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে পাওয়া ডকুমেন্টটি আপলোড করুন। এবার আপনার ঠিকানার জন্য দেওয়া ডকুমেন্ট (আধার, ভোটার, রেশন বা ড্রাইভিং লাইসেন্সটি সিলেক্ট করুন। পাশের ঘরেই সেই ডকুমেন্টের নাম্বারটি টাইপ করুন এবং সব শেষে BROWSE বাটনে ক্লিক করে কপিটি আপলোড করুন। পুনরায় Save & Next বাটনে ক্লিক করুন। (যাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত নেই তাঁরা শুধু ঠিকানার প্রমাণপত্র আপলোড করেই এগিয়ে যান।)
৮. এবার আসছে ঠিকানা লেখার পালা। এখানে একটু নজর দেবেন। দেখবেন জেলার নাম শুধুমাত্র পূর্ব মেদিনীপুর দেখাবে। এবার পরপর দেখবেন গ্রাম, ব্লক, মিউনিসিপ্যালিটি, পোষ্ট, থানা, পিনকোড দেওয়ার ঘর রয়েছে। যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তাঁরা নিজেদের ব্লক, মিউনিসিপ্যালিটি, থানা বা পোষ্ট অফিসের নাম খুঁজে পাবেন। যদিও পোষ্ট অফিসের ক্ষেত্রে জেলার কয়েকটি মাত্র নাম দেখাবে। এতে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না। এই জেলার বাসিন্দারা মোটামুটি ঠিকানা পূরণ করে নিতেই পারবেন।
কিন্তু যারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা নয় অথচ অনলাইনে ফর্ম ফিলআপ করছেন তাঁরা VILLAGE/ROAD/TOWN লেখা একটি ঘরেই নিজেদের সম্পূর্ণ ঠিকানাটি লিখে দেবেন। এবং পিনকোডের ঘরে নিজেদের পিন নম্বর দিন। বাকী ঘরগুলোয় কিছু কাটাছেড়া করবেন না। কারণ বাকীঘরগুলিতে (ব্লক, পোষ্ট, থানা, মিউনিসিপ্যালিটি’র ক্ষেত্রে কেবল পূর্ব মেদিনীপুরের নামগুলিই আপাতত দেখাচ্ছে) তাই ওই ঘরগুলিতে কোনও কাটাছেঁড়া করার দরকার নেই।
আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হলে Same as PRESENT ADDRESS লেখা ঘরটিতে ক্লিক করে টিক দিয়ে দিন। নাহলে বর্তমান ঠিকানা আলাদা হলে ওপরের মতোই একই ভাবে ঠিকানার ঘরগুলি পূরণ করুন। এবং তারপর Save & Next বাটনে ক্লিক করুন।
৯. এবার আসছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান। একে একে আপনি নিজের টেকনিক্যাল কোয়ালিফিকেশানের বিষয়, বোর্ড বা ইউনিভার্সিটি, কোর্স ডিউরেশান (কত মাসের কোর্স), নম্বরের %, কোন বছর পাশ করেছেন এবং সব শেষে আপনি কোন ট্রেডে ট্রেনিং করেছেন তা উল্লেখ করুন (এক্ষেত্রে প্রয়োজন মতো কিছু ট্রেডের নাম লেখা রয়েছে। আপনার উপযুক্ত ট্রেড না পেলে ঘরটি ফাঁকা ছেড়ে দিন। আপনার যদি একের বেশী ট্রেনিং নেওয়া থাকে তাহলে Add New বাটনে ক্লিক করে আরও টেকনিক্যাল শিক্ষার বিষয়ে তথ্য লোড করুন।
১০. এবার আসছে শিক্ষাগত যোগ্যতা। স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ে আপনার সর্বোচ্চ শিক্ষার বিষয়ে তথ্য লিখুন এখানে। তবে কেবলমাত্র একবারই শিক্ষাগত যোগ্যতা লেখার জায়গা রয়েছে তাই উচ্চশিক্ষার বিষয়টিই উল্লেখ করলে ভালো হয়।
১১. সব শেষে আসছে কাজের অভিজ্ঞতা (WORKING EXPERIENCE) এখানেও একবারই ডেটা এন্ট্রির সুযোগ রয়েছে। আপনি যদি একাধিক সংস্থায় কাজের অভিজ্ঞতা সঞ্চয় করে থাকেন তাহলে শেষ কাজের সম্পর্কেই তথ্য জানান। এখনও যদি ওই সংস্থায় কাজ করে থাকেন তাহলে Are you still continuing working for the same company? YES NO লেখা ঘরের আগের ছোট্ট ঘরটিতে ক্লিক করে দিন, না হলে ক্লিক করার দরকার নেই।
আর আপনি যদি একাধিক সংস্থায় কাজ করে থাকেন, কাজের একাধিক অভিজ্ঞতা থাকে তাহলে বায়োডাটা সহ সমস্ত অভিজ্ঞতার সার্টিফিকেট, পে শ্লিপ UPLOAD LAST PAYMENT CERTIFICATE OR WORK EXPERIENCE CERTIFICATE এর নীচে BROWSE অপশানে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করে দিন। চেষ্টা করবেন ফাইল সাউজ যেন খুব বেশী না থাকে। এবার আপনি SAVE বাটনে ক্লিক করুন।
এরপরেই দেখবেন আপনার সামনে জব পোর্টালে থাকা সমস্ত কাজের নোটিশ খুলে যাবে। এখান থেকেই আপনি অনলাইনে কাজের জন্য আবেদন করতে পারবেন।