হলদিয়া : প্ল্যান্ট ইলেকট্রিশিয়ান নিয়োগ করছে হলদিয়ার একটি নামী কারখানা (Haldia Job Vacancy)। চুক্তিভিত্তিতে সরকার নির্ধারিত পারিশ্রমিকে এই পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতামান থাকলে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগের জন্য সরকারী পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ।
এরই পাশাপাশি হলদিয়ার একটি নামী সংস্থায় একাধিক ঠিকাদার সংস্থার মাধ্যমে জরুরী ভিত্তিতে কাজের জন্য স্বল্প সময়ের চুক্তিতে ৬০ থেকে ৬৫জন আনস্কিলড লেবার নিয়োগ করা হচ্ছে। এই কাজের জন্য আগ্রহীরা দ্রুত নিজেদের বায়োডাটা সহ অফলাইনে আবেদন করে ফেলুন। একঝলকে দেখে নিন কোন কোন জায়গায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১। কাজের নাম – প্ল্যান্ট ইলেকট্রিসিয়ান (Plant Electrician)
- নিয়োগকারী সংস্থা – M. ENTERPRISE
- কাজের (সাইট) স্থান – হিন্দুস্তান কোলাস প্রাইভেট লিমিটেড, হলদিয়া
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – আইটিআই পাশ বা বেশী (কেবলমাত্র ইলেকট্রিক্যাল)
- অভিজ্ঞতা – হাইটেনশান ইলেকট্রিক্যাল লাইসেন্স থাকতেই হবে। সেই সঙ্গে কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- বয়স – ১৮ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- এই পদে আবেদনের শেষ দিন – ২১ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টা (অফলাইনের ক্ষেত্রে)
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে S.M. ENTERPRISE এই লিংক–এ ক্লিক করুন)।
২। কাজের নাম – আনস্কিলড ওয়ার্কার আন্ডার সার্ভে কন্ট্রাক্টর (Unskilled Worker under Survey Contractor)
- নিয়োগকারী সংস্থা – Several Survey Contractors
- কাজের (সাইট) স্থান – হলদিয়া এনার্জি লিমিটেড, হলদিয়া সাইট
- শূন্যপদ – ৬০ থেকে ৬৫টি
- শিক্ষাগত যোগ্যতা – দশম শ্রেণী
- বয়স – ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- এই পদে আবেদনের শেষ দিন – ২১ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টা (অফলাইনের ক্ষেত্রে)
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে Unskilled Worker under Survey Contractor এই লিংক–এ ক্লিক করুন)।
আরও পড়ুন : হলদিয়ার একাধিক প্রকল্পে ২৫ জন টেকনিশিয়ান নিয়োগ, আবেদনের মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই !
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র কর্ম সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Joined on company
I am Barun panda.
Urgent Job apply
Helper job
Weldar & Gas catter/qualification -h.s no-9083965005
আপনার পছন্দের কাজ এলে আবেদন করে দিন