হলদিয়া : একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থায় প্যাকিং এন্ড অপারেটিং এক্সপার্ট পদে নিয়োগ হচ্ছে তাঁদের হলদিয়া শাখার জন্য। লোভনীয় মাসিক বেতন, সঙ্গে ওভারটাইমে অতিরিক্ত পেমেন্টের সুযোগ দিচ্ছে সংস্থাটি। ব্যাক অফিসে ফুল টাইম কাজের জন্য নিয়োগের জন্য আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। এই কাজে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ এবং আগে থেকে কাজের কোনও অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
একটি জনপ্রিয় জব পোর্টালের মাধ্যমে এই কাজের জন্য আবেদন পত্র সংগ্রহ করা হচ্ছে। জব পোর্টালের নোটিফিকেশান অনুযায়ী ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট তাঁদের প্যাকেজিংয়ের কাজের জন্য এই নিয়োগ করছে। আবেদনকারীর কম্পিউটারে জ্ঞান থাকলে কাজের ক্ষেত্রে অতিরিক্ত প্রাধান্য পাবেন।
কিভাবে আবেদন করবেন এই কাজের জন্য, নীচে রইল বিস্তারিত তথ্য –
নিয়োগকারী সংস্থা – Flipkart eCommerce Retail Sales
কাজের নাম – Packing & Operations Executive – Undergraduate/12th Pass Jobs
বেতন – মাসিক বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা
কাজের সময় – ফিক্সড শিফট
অতিরিক্ত পেমেন্ট – ওভারটাইম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- উচ্চমাধ্যমিক পাশ, ফ্রেশার বা অনভিজ্ঞরাও আবেদন করতে পারেন।
কাজের স্থান – হলদিয়া
আবেদনের সময়সীমা – ১২ ডিসেম্বরের মধ্যে বায়োডাটা সহযোগে আবেদনটি পাঠিয়ে দিতে হবে।
কিভাবে আবেদন করবেন – এই কাজের জন্য জব পোর্টাল employalert.com-এর মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে।
আবেদন করার পদ্ধতি – নীচে দেওয়া লিংকটিতে ক্লিক করবেন। তারপর ওই পেজের একদম নীচের দিকে (মোবাইলের ক্ষেত্রে) APPLY FOR THE JOB বাটনে ক্লিক করে আবেদন করুন। আর ডেস্কটপের ক্ষেত্রে পেজের ডানদিকে APPLY FOR THE JOB বাটনটি দেখতে পাবেন।
বিস্তারিত এই লিংক-এ ক্লিক করুন – Packing & Operations Executive – Undergraduate/12th Pass Jobs in Haldia
বিঃদ্রঃ – কোনও সংস্থা যদি তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করতে চান তাহলে সংস্থার লেটারহেডে স্ট্যাম্প ও সই সহযোগে বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে – ৯৭৩৪৪৯১১৫৫
Statutory Warning – নিউজবাংলা.কম (newzbangla.com) কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।