হলদিয়া : হলদিয়ার একাধিক সংস্থায় চুক্তি ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল সরকারী ভাবে পরিচালিত কর্মসংবাদ পোর্টালে। বিভিন্ন কাজে শূন্যপদে নিয়োগের জন্য হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আবেদন জানানো হয় সংস্থার তরফ থেকে। সেই আবেদনের ভিত্তিতেই হলদিয়ার সরকারী জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জব পোর্টাল প্রথমবার খোলার সময়ই প্রায় সাড়ে চার’শ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই কাজগুলির অধিকাংশতেই আবেদনের মেয়াদ শেষ হয়েছে। তারই মধ্যে আবারও নতুন করে একাধিক কাজে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এল। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সময় বেশী নেই। তাই অযথা দেরী না করে এখনই আবেদন করুন আপনার প্রয়োজনীয় শূন্যপদে।
তবে অবশ্যই মনে রাখবেন, হলদিয়া জব পোর্টালে আবেদন করার আগে অনলাইন রেজিষ্ট্রেশান সেরে নিন। (বিস্তারিত গাইডলাইন জানতে এই লিংক-এ ক্লিক করুন হলদিয়া শিল্পাঞ্চলের জব পোর্টালে কিভাবে রেজিষ্ট্রেশান, দেখুন Step by Step গাইড কেবলমাত্র নিউজবাংলা’য় ! )। এরপর আপনার প্রোফাইলটিও ভরে দিন (বিস্তারিত গাইডলাইন জানতে এই লিংক-এ ক্লিক করুন হলদিয়ায় অনলাইনে চাকরীর আবেদন করতে হলে আজই আপডেট করুন প্রোফাইলটি, কিভাবে জেনে নিন বিস্তারিত !)। এবার অনলাইনে আপনার আবেদনটি সেরে ফেলুন। তবে অফলাইনে আবেদন করতে পারেন আপনি (বিস্তারিত গাইডলাইন এই লিংক-এ দেখুন হলদিয়ায় একাধিক কারখানায় শূন্যপদে অফলাইনে আবেদন কবে-কোথায়-কিভাবে, জেনে নিন )!
এবার জেনে নিন কোন কোন কাজে নিয়োগের দরজা খুলেছে হলদিয়ায়, আবেদনের পূর্বে কাজের মেয়াদ, শ্রেণী, বেতনক্রম ভালো ভাবে দেখে নিন –
১। কাজের নাম – TECHNICIAN
- নিয়োগকারী সংস্থা – মেসার্স সুদর্শন কনস্ট্রাকশান
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ১০টি
- বয়সসীমা – ৩০ থেকে ৩৫ বছর
- কাজের স্থান – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, দুর্গাচক, হলদিয়া স্থিত অ্যামোনিয়া প্রোজেক্টের কনস্ট্রাকশান কাজে নিয়োগ হবে । (এই কারখানায় ১০ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ডবল ওয়াল স্টোরেজ ট্যাঙ্ক তৈরির কাজের জন্য)
- শিক্ষাগত যোগ্যতা – ১২+ (HS) with ITI
- অভিজ্ঞতা – এই কাজে দক্ষ কর্মীরা অগ্রাধিকার পাবেন।
- কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই এই কাজে আবেদন করতে পারবেন।
- বেতনক্রম – সরকারী নিয়মবিধি মেনে বেতন পাবেন
- আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন – Biplab Majumdar, Designation – AVP- Project, TS & QA, Ph : 03224-660688
- আবেদনের শেষ তারিখ – ০৫/১২/২০২২
- (অনলাইন বা অফ লাইনে আবেদন জানানো যাবে)
- মূল নোটিফিকেশানটি দেখতে এই লিংকে ক্লিক করুন – Technician Recruitment Notice
২। নিয়োগকারী সংস্থা – PNP ENGINEERING WORKS (P) LTD.
কাজের নাম – RIGGER
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ২০টি
- বয়সসীমা – ৩২ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে অষ্টম শ্রেণী পাশ (VIII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর।
কাজের নাম – KHALASI (খালাসি)
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ১২টি
- বয়সসীমা – ৩০ থেকে ৪৫ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে অষ্টম শ্রেণী পাশ (VIII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৭ বছর।
কাজের নাম – FOREMAN
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ২টি
- বয়সসীমা – ৪০ থেকে ৫৩ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে অষ্টম শ্রেণী পাশ (VIII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছর।
কাজের নাম – SCAFFOLDER
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ১২টি
- বয়সসীমা – ৩৫ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে অষ্টম শ্রেণী পাশ (VIII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর।
কাজের নাম – FITTER
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ২টি
- বয়সসীমা – ৩২ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে কমপক্ষ্যে দশম শ্রেণী পাশ (X)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর।
কাজের নাম – FEBRICATOR
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ২টি
- বয়সসীমা – ৩৫ থেকে ৫২ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে কমপক্ষ্যে দ্বাদশ শ্রেণী পাশ (XII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছর।
কাজের নাম – INCONEL & SS
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ৮টি
- বয়সসীমা – ৩০ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে কমপক্ষ্যে অষ্টম শ্রেণী পাশ (VIII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছর।
কাজের নাম – OPERATOR
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ১টি
- বয়সসীমা – ৩২ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে কমপক্ষ্যে দশম শ্রেণী পাশ (X)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৬ বছর।
কাজের নাম – GRINDER
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ৩টি
- বয়সসীমা – ৩২ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে কমপক্ষ্যে অষ্টম শ্রেণী পাশ (VIII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর।
কাজের নাম – GAS CUTTER
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ১টি
- বয়সসীমা – ৩০ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে কমপক্ষ্যে অষ্টম শ্রেণী পাশ (VIII)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছর।
কাজের নাম – ELECTRICIAN
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ১টি
- বয়সসীমা – ৩২ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে কমপক্ষ্যে দশম শ্রেণী পাশ (X)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর।
কাজের নাম – STAFF
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ৩টি
- বয়সসীমা – ৩০ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – GRADUATE, ENGINEER
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৭ বছর।
কাজের নাম – HSE
- এই কাজে মোট শূন্যপদের সংখ্যা – ৩টি
- বয়সসীমা – ৪৫ থেকে ৫০ বছর
- কাজের স্থান – HPL Plant Side, Haldia
- শিক্ষাগত যোগ্যতা – GRADUATE HSE & DIPLOMA
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৬ বছর।
- ওপরের সমস্ত কাজের বেতনক্রম – সরকারী নিয়মবিধি মেনে বেতন পাবেন
- এই সংস্থা প্রকাশিত ওপরের সমস্ত কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক
- কাজের মেয়াদ – ১৫ দিন
- আবেদনের শেষ তারিখ – ০৫/১২/২০২২
- (অনলাইন বা অফ লাইনে আবেদন জানানো যাবে)
- মূল নোটিফিকেশানটি দেখতে এই লিংকে ক্লিক করুন – PNP ENGINEERING RECRUITMENT NOTICE
বিঃদ্রঃ – কোনও সংস্থা যদি তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করতে চান তাহলে সংস্থার লেটারহেডে স্ট্যাম্প ও সই সহযোগে বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে – ৯৭৩৪৪৯১১৫৫
Statutory Warning – নিউজবাংলা.কম কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
In protein job apply
Weldar & gas catter qualification _h.s