হলদিয়া : হলদিয়ার একাধিক কারখানায় কাজের জন্য চুক্তিভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। এই মর্মে সরকারী জব পোর্টালে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের সময়সীমাও নির্ধারিত করে দিয়েছে সংস্থাগুলি। আজ যেমন নতুন করে ৩২টি শূন্যপদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তেমনই আগের একাধিক নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময় শেষ হচ্ছে আজ। কোনওটায় আবেদনের জন্য দু’এক দিনের সময় হাতে রয়েছে। আপনার পছন্দের কাজে নিয়োগ হলে আবেদন করুন এখনই।
সরকারী জব পোর্টালের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি অনলাইন বা অফলাইন দু’ভাবেই আবেদন করতে পারেন। কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন তার বিশদ বিবরণ ও লিংক এই প্রতিবেদনের শেষেই দেখতে পাবেন। এছাড়াও কোন কোন কাজে আজই আবেদনের মেয়াদ শেষ হচ্ছে এবং আরও কোন কাজে আবেদনের সুযোগ থাকছে বিস্তারিত জানতে প্রতিবেদনের নীচে নির্দিষ্ট লিংক-এ দেখে নিন।
আসুন, একঝলকে দেখে নিই কোন কোন পদে আবেদনের সুযোগ রয়েছে আপনাদের জন্য –
১। কাজের নাম – ফিটার (Fitter)
- নিয়োগকারী সংস্থা – S. A. Construction
- কাজের (সাইট) স্থান – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কাজের সার্টিফিকেট থাকতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ৪০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
২। কাজের নাম – ওয়েলডার (Welder)
- নিয়োগকারী সংস্থা – S. A. Construction
- কাজের (সাইট) স্থান – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা –মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কাজের সার্টিফিকেট থাকতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ৪০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
৩। কাজের নাম – গ্যাস কাটার (Gas Cutter)
- নিয়োগকারী সংস্থা – S. A. Construction
- কাজের (সাইট) স্থান – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কাজের সার্টিফিকেট থাকতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ৪০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
৪। কাজের নাম – রিগার (Rigger)
- নিয়োগকারী সংস্থা – S. A. Construction
- কাজের (সাইট) স্থান – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কাজের সার্টিফিকেট থাকতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ৪০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
৫। কাজের নাম – কেমিক্যাল অ্যাপ্লিকেটার (Chemical Applicator)
- নিয়োগকারী সংস্থা – S. A. Construction
- কাজের (সাইট) স্থান – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ৪টি
- শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কাজের সার্টিফিকেট থাকতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ৪০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
৬। কাজের নাম – হেল্পার (Helper)
- নিয়োগকারী সংস্থা – S. A. Construction
- কাজের (সাইট) স্থান – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কাজের সার্টিফিকেট থাকতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ৩৫ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
উপরোক্ত সমস্ত পদে আবেদনের শেষ দিন – ১৯ ডিসেম্বর ২০২২
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে S.A. CONSTRUCTION VACANCY এই লিংক–এ ক্লিক করুন)।
৭। কাজের নাম – ইলেকট্রিক্যাল ইন্সইন্সট্রুমেন্ট ফিটার (Electrical Instrument Fitter)
- নিয়োগকারী সংস্থা – Biswabharati Construction
- কাজের (সাইট) স্থান – টাটা স্টিল লিমিটেড, (HMC) সাইট, হলদিয়া
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – কমপক্ষ্যে উচ্চমাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কাজের সার্টিফিকেট থাকতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৪ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- সরাসরি যোগাযোগ – S. N. Jana (Manager), চিরঞ্জীবপুর, হলদিয়া, ইমেল- bbc.haldia@gmail.com অথবা সরকারী পোর্টালে অনলাইনে আবেদন করুন বা নির্দিষ্ট ফরম্যাটে অফলাইনেও আবেদন করতে পারেন।
উপরোক্ত সমস্ত পদে আবেদনের শেষ দিন – ১৯ ডিসেম্বর ২০২২
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে Biswabharati Construction Vacancy এই লিংক–এ ক্লিক করুন)।
৮। কাজের নাম – আনস্কিলড লেবার (Unskilled Labour)
- নিয়োগকারী সংস্থা – Friendship Enterprise
- কাজের (সাইট) স্থান – WBWML, Haldia
- শূন্যপদ – ১৮টি
- শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
- বয়স – ১৮ ঊর্ধ্ব যে কেউ আবেদন করতে পারেন
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- সরাসরি যোগাযোগ – ASKAR ALI SHA (PROP), PH- 9733042314 অথবা সরকারী পোর্টালে অনলাইনে আবেদন করুন বা নির্দিষ্ট ফরম্যাটে অফলাইনেও আবেদন করতে পারেন।
উপরোক্ত সমস্ত পদে আবেদনের শেষ দিন – ১৯ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টা
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে Friendship Enterprise Job Vacancy এই লিংক–এ ক্লিক করুন)।
এছাড়াও আরও যে সমস্ত কাজে আজই শেষ হচ্ছে আবেদনের মেয়াদ, এবং যে কাজে এখনও আবেদন নেওয়া চলছে সেগুলির বিস্তারিত দেখে নিতে নীচের লিংকগুলিতে ক্লিক করুন-
২। আরও পড়ুন – দুর্দান্ত প্যাকেজে বেশকিছু শূন্যপদে আবেদন নিচ্ছে জনপ্রিয় বেসরকারী ব্যাঙ্ক, হলদিয়া সহ একাধিক জায়গায় চাকরীর সুযোগ !
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে-
আরও একবার অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন) এবং অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-এ ক্লিক করুন)-এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।
কোনও সংস্থা তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করতে চাইলে সরাসরি আমাদের হোয়াটঅ্যাপে যোগাযোগ করুন–৯৭৩৪৪৯১১৫৫ (If any employer wants to publish about their requirement then please contact NewzBangla desk Whatsapp – 9734491155)
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Fittre
My name is Rupak das borchi amer kager kub pohojon kach pachina kager dorkar acha
Halper borchi