হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক জনপ্রিয় সংস্থায় বিভিন্ন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কাজে করমি নিয়োগ হচ্ছে চুক্তি ভিত্তিতে। এই কাজগুলিতে আবেদনের সময়সীমা অত্যন্ত সীমিত। যারা কাজগুলিতে (Haldia job Vacancy) আবেদনে আগ্রহী তাঁরা দেরী না করে এখনই নিজেদের আবেদনপত্র অফলাইন বা অনলাইনে জমা করে দিতে পারেন।
এই কাজগুলিতে নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। হলদিয়া জব পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা কাজে আবেদন করবেন তাঁদের অবশ্যই নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদনপত্র জমা করতে হবে। সেই আবেদনপত্রের মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অফলাইনে আবেদনের ফর্ম ও অনলাইনে আবেদনের লিংক এই প্রতিবেদনের একেবারে নিচে দেখে নিন। প্রতিনিয়ত আপডেট থাকতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন।
এবার দেখে নিন কোন কোন কাজে নিয়োগ করা হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলে –
১। Job Memo No.: RPS/L/2024
- কাজের নাম – Rake loading & unloading labour
- শূন্যপদ – ৫০টি
- শিক্ষাগত যোগ্যতা- উল্লেক নেই
- অভিজ্ঞতা – প্রয়োজন নেই
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
- কাজের মেয়াদ – এই কাজে স্বল্প মেয়াদের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে।
- কাজের সাইট – INDORAMA INDIA PRIVET LIMITED
- নিয়োগকারী সংস্থা – RABINDRA PRATAP SINGH
- আবেদনের শেষ দিন – ২৫ জুন, ২০২৪ বেলা ১২টা পর্যন্ত হার্ড কপি জমা করা যাবে সরাসরি নিয়োগকারী সংস্থার অফিসে। Office : HPL Link Road, Manjushree, Khanjanchak, Ph.- 9564432819। অথবা (এই কাজে হার্ডকপি জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে)। অনলাইনে আবেদন করতে পারবেন এইদিন রাত্রি ১২টার মধ্যে।
- এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে INDORAMA INDIA PRIVET LIMITED JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
২। Job Memo No.: SME/HMP/24-25/001
- কাজের নাম – UN-SKILLED WORKER
- শূন্যপদ – ২৮টি
- শিক্ষাগত যোগ্যতা- উল্লেখ নেই
- অভিজ্ঞতা – প্রয়োজন নেই
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
- কাজের মেয়াদ – এই কাজে স্বল্প মেয়াদের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে।
- কাজের সাইট – Hiranmaye Energy Ltd. at Haldia
- নিয়োগকারী সংস্থা – Shyama Maa Enterprise
- আবেদনের শেষ দিন – ২৫ জুন, ২০২৪ বেলা ১২টা পর্যন্ত হার্ড কপি জমা করা যাবে সরাসরি নিয়োগকারী সংস্থার অফিসে। Office : Shibramnagar, Haldia, Purbamedinipur, Contract Person Name:- Subrata Kuila, Ph.- 7908868844। অথবা (এই কাজে হার্ডকপি জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে)। অনলাইনে আবেদন করতে পারবেন এইদিন রাত্রি ১২টার মধ্যে।
- এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Hiranmaye Energy Ltd. Job Vacancy এই লিংকে ক্লিক করুন।
৩। Job Memo No.: S.J Ent./Haldia/2024-2025/001
- কাজের নাম – SWEEPER CUM HOUSE-KEEPER (UN-SKILLED)
- শূন্যপদ – ০৬ টি
- শিক্ষাগত যোগ্যতা- উল্লেখ নেই
- অভিজ্ঞতা – প্রয়োজন নেই
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
- কাজের মেয়াদ – এই কাজে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
- কাজের সাইট – Haldia Sudarshan Silicate Pvt. Limited
- নিয়োগকারী সংস্থা – SJ Enterprise
- বেতন ও অন্যান্য সুবিধা – রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস সহ অন্যান্য সুবিধা।
- আবেদনের শেষ দিন – ২৫ জুন, ২০২৪ বেলা ১২টা পর্যন্ত হার্ড কপি জমা করা যাবে সরাসরি নিয়োগকারী সংস্থার অফিসে। Office : Basudevpur, Haldia, Purba Medinipur, Pin- 721602, Ph.- 9614246562। অথবা (এই কাজে হার্ডকপি জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে)। অনলাইনে আবেদন করতে পারবেন এইদিন রাত্রি ১২টার মধ্যে।
- এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Haldia Sudarshan Silicate Pvt. Limited Job Vacancy এই লিংকে ক্লিক করুন।
৪। Job Memo No.: VB-111
- কাজের নাম – UNSKILLED
- শূন্যপদ – ০৮ টি
- শিক্ষাগত যোগ্যতা- উল্লেখ নেই
- অভিজ্ঞতা – এই কাজে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নরা অগ্রাধিকার পাবেন
- বয়স – এই কাজে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
- কাজের মেয়াদ – এই কাজে স্বল্প মেয়াদের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
- কাজের সাইট – Indian Oil Corporation Ltd. Haldia Refinery
- নিয়োগকারী সংস্থা – Vbrothers Process-Sol Pvt Ltd
- বেতন ও অন্যান্য সুবিধা – রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস সহ অন্যান্য সুবিধা।
- আবেদনের শেষ দিন – ২৫ জুন, ২০২৪ বেলা ১২টা পর্যন্ত হার্ড কপি জমা করা যাবে সরাসরি নিয়োগকারী সংস্থার অফিসে। Contact Person- Sandip Bej, Ph.- 8170944364। অথবা (এই কাজে হার্ডকপি জমা করতে পারবেন হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে)। অনলাইনে আবেদন করতে পারবেন এইদিন রাত্রি ১২টার মধ্যে।
- এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে Indian Oil Corporation Ltd. Haldia Refinery Job Vacancy এই লিংকে ক্লিক করুন।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন। রেজিষ্ট্রেশান করতে হলে Job Seeker Registration Link–এ ক্লিক করুন। অথবা সরকারী জব পোর্টালে ক্লিক করুন এবং Jobseeker> Register-এ ক্লিক করুন। তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে।
যারা আগে থেকে রেজিষ্ট্রেশান করে রেখেছেন তাঁরা নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে লগইন করুন।
এরপর বামদিকের Vacanc> Apply List অপশনে ক্লিক করুন। এরপর ওপরে থাকা Job Reference No. টি কপি করে Serch করুন। এবার ডানদিকের Apply বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন জমা করে দিন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।