হলদিয়া : গত বুধবার থেকে নতুন উদ্যমে উৎপাদন শুরু করেছে হলদিয়ার মডার্ন ইন্ডিয়া কন-কাস্ট। সেই সঙ্গে কারখানার কাজের জন্য বিভিন্ন বিভাগে নিয়োগ অব্যাহত রয়েছে (Haldia Job Vacancy)। এবার কারখানায় শ্রমিক হিসেবে ৪৮ জনকে নিয়োগ করতে চাইছে শিল্প সংস্থাটি। এই মর্মে ইতিমধ্যেই সরকারী জব পোর্টালে বিজ্ঞপ্তিও জারি করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কারখানার উদ্বোধনের দিনেই জমিদাতা উদ্বাস্তু ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ দেখানোর পর এবার শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জমিহারাদের বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
এর আগেই মডার্ন ইন্ডিয়া কনকাস্ট-এ শতাধিক নিয়োগে আবেদনের মেয়াদ সদ্য শেষ হয়েছে। এবার নতুন করে আরও শ্রমিক নিয়োগের জন্য কারখানা কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, ধাপে ধাপে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক নিয়োগ করতে চলেছে সংস্থাটি। তবে সমস্ত নিয়োগপ্রক্রিয়া কেবলমাত্র সরকারী জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমেই সম্পন্ন হবে বলে কারখানা সূত্রে জানানো হয়েছে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পেজটি স্ক্রল করে নীচে দেখুন।
এবার একঝলকে দেখে নিন কোন কোন কাজে কর্মী নিয়োগ হচ্ছে-
১। কাজের নাম – STOCKING CAR OPERATOR
- নিয়োগকারী সংস্থা – Singh Construction Company
- কাজের সাইট – মডার্ন ইন্ডিয়া কন-কাস্ট লিমিটেড
- শূন্যপদ – ০৩টি
- শিক্ষাগত যোগ্যতা – IV শ্রেণী পাশ
- অতিরিক্ত যোগ্যতা – ড্রাইভার + হেভি লাইসেন্স
- বয়স – ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত
২। কাজের নাম – TAPPER
- নিয়োগকারী সংস্থা – Singh Construction Company
- কাজের সাইট – মডার্ন ইন্ডিয়া কন-কাস্ট লিমিটেড
- শূন্যপদ – ০৬ টি
- শিক্ষাগত যোগ্যতা – IV শ্রেণী পাশ
- অতিরিক্ত যোগ্যতা – ট্যাপার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত
৩। কাজের নাম – TAPPING HELPER
- নিয়োগকারী সংস্থা – Singh Construction Company
- কাজের সাইট – মডার্ন ইন্ডিয়া কন-কাস্ট লিমিটেড
- শূন্যপদ – ৪৮ টি
- শিক্ষাগত যোগ্যতা – IV শ্রেণী পাশ
- অতিরিক্ত যোগ্যতা – শারীরিক ভাবে সক্ষম ও হট জোনে কাজ করার দক্ষতা
- বয়স – ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত
আরও পড়ুন
৪। কাজের নাম – DRIVER
- নিয়োগকারী সংস্থা – Singh Construction Company
- কাজের সাইট – মডার্ন ইন্ডিয়া কন-কাস্ট লিমিটেড
- শূন্যপদ – ১৬ টি
- শিক্ষাগত যোগ্যতা – IV শ্রেণী পাশ
- অতিরিক্ত যোগ্যতা – হেভি ড্রাইভিং লাইসেন্স সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত
৫। কাজের নাম – HELPERS IN DIFFERENT AREA
- নিয়োগকারী সংস্থা – Singh Construction Company
- কাজের সাইট – মডার্ন ইন্ডিয়া কন-কাস্ট লিমিটেড
- শূন্যপদ – ৪২টি
- শিক্ষাগত যোগ্যতা – IV শ্রেণী পাশ
- অতিরিক্ত যোগ্যতা – শারীরিক ভাবে সক্ষম
- বয়স – ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত
উপরিউক্ত সমস্ত কাজে আবেদনের শেষ দিন – ১২ই ডিসেম্বর, ২০২৩
নিয়োগকারী সংস্থা – SINGH CONSTRUCTION COMPANY
ইন্টারভিউয়ের স্থান – মডার্ন ইন্ডিয়া কন-কাস্ট লিমিটেড স্থিত সিং কনস্ট্রাকশানের অফিস
বেতন – রাজ্য সরকার নির্ধারিত বেতন সহ সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে।
কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
বিশেষ দ্রষ্টব্য – উপরিউক্ত কাজগুলিতে নিয়োগের ক্ষেত্রে মডার্ন ইন্ডিয়া কনকাস্ট সংস্থায় জমিদাতা পরিবারের সদস্যরা বিশেষ ভাবে প্রাধান্য পাবেন। এছাড়াও কারখানাস্থিত দুই গ্রাম ভুঁইয়ারাইচক ও রামনগর গ্রামদুটির বাসিন্দাদেরও বিশেষ প্রাধান্য দেওয়া হবে। তবে এই এলাকার বাইরের যে কেউ কাজের জন্য আবেদন করতে পারেন।
এই কাজে অফলাইনে আবেদন করার পদ্ধতি ও নির্ধারিত ফর্ম ও গাইডলাইন (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক–এ ক্লিক করুন)–এই লিংক থেকে দেখে নিন। সরকারী জব পোর্টালে এই কাজের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে MODERN INDIA CON-CAST LTD. JOB VACANCY লিংক-এ ক্লিক করুন।
এছাড়াও যারা অনলাইনে আবেদন করতে চান এই গাইডলাইন ফলো করুন। (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক–এ ক্লিক করুন)।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।