হলদিয়া : হলদিয়ায় নতুন করে ১২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (Haldia Job Vacancy) প্রকাশিত হল সরকারী জব পোর্টালে। এই কাজে আবেদন করতে পারেন অনলাইন বা অফলাইনে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জব পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে এবং প্রোফাইলও আপডেট রাখতে হবে। আর অফলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট আবেদনের ফর্ম, বিজ্ঞাপনের মেমো নম্বর উল্লেখ করতে হবে। সঙ্গে জমা করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র।
তবে অবশ্যই মনে রাখবেন, হলদিয়া জব পোর্টালে আবেদন করার আগে অনলাইন রেজিষ্ট্রেশান সেরে নিন। (বিস্তারিত গাইডলাইন জানতে এই লিংক-এ ক্লিক করুন হলদিয়া শিল্পাঞ্চলের জব পোর্টালে কিভাবে রেজিষ্ট্রেশান, দেখুন Step by Step গাইড কেবলমাত্র নিউজবাংলা’য় ! )। এরপর আপনার প্রোফাইলটিও ভরে দিন (বিস্তারিত গাইডলাইন জানতে এই লিংক-এ ক্লিক করুন হলদিয়ায় অনলাইনে চাকরীর আবেদন করতে হলে আজই আপডেট করুন প্রোফাইলটি, কিভাবে জেনে নিন বিস্তারিত !)। এবার অনলাইনে আপনার আবেদনটি সেরে ফেলুন। তবে অফলাইনে আবেদন করতে পারেন আপনি (বিস্তারিত গাইডলাইন এই লিংক-এ দেখুন হলদিয়ায় একাধিক কারখানায় শূন্যপদে অফলাইনে আবেদন কবে-কোথায়-কিভাবে, জেনে নিন )!
একঝলকে দেখে নিন নতুন করে কোন কাজে আবেদনের সুযোগ রয়েছে আপনার জন্য –
১। কাজের নাম – আনস্কিলড ওয়ার্কমেন (লোডার)
- নিয়োগকারী সংস্থা – SEA LOARD CONTAINERS LIMITED, তাঁদের নিউ টার্মিনালের জন্য এই নিয়োগ করতে চলেছে।
- নিয়োগের স্থান – হলদিয়া
- শূন্যপদ – ৬টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ, কোনও টেকনিক্যাল যোগ্যতার প্রয়োজন নেই
- বয়স – ২২ বছর থেকে ২৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক, রেজিষ্ট্রারড ঠিকাদারের অধীনে
- আবেদনের শেষ দিন – ১২ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টে পর্যন্ত
- অন্যান্য – নিয়োগের জন্য বাছাই হলে পুলিশ ভেরিফিকেশান (NoC) অবশ্যই জমা করতে হবে।
(উপরের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এই লিংক-এ UNSKILLED WORKMEN RECRUITMENT NOTICE ক্লিক করুন)
২। কাজের নাম – EDIBLE OIL POUCH PACKING OPERATOR (স্কিলড ওয়ার্কমেন)
- নিয়োগকারী সংস্থা – S.V. ENGINEERS
- কাজের স্থান – আদানি উইলমার লিমিটেড, হলদিয়া
- নিয়োগের স্থান – হলদিয়া
- শূন্যপদ – ৬টি
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চ-মাধ্যমিক পাশ
- কারিগরি বিদ্যা – ITI পাশ (মেকানিক্যাল)
- বয়স – ৩০ বছরের নীচে
- বেতন – চাটার্ড অফ ডিমান্ড অনুসারে (নো ওয়ার্ক নো পে)
- কাজের মেয়াদ – ১ থেকে ২ বছর, মেশিন ওপারেশানের প্রয়োজন অনুযায়ী
- আবেদনের শেষ দিন – ১৩ ডিসেম্বর ২০২২
(উপরের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এই লিংক-এ EDIBLE OIL POUCH PACKING OPERATOR RECRUITMENT NOTICE ক্লিক করুন)
(এছাড়াও পিএনপি ইঞ্জিনিয়ারিংয়ে ৭০টি কাজে আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ। এই বিষয়ে বিশদ জানতে PNP ENGINEERING RECRUITMENT NOTICE এই লিংকে ক্লিক করুন) এবং আজই আপনার আবেদন নথিভুক্ত করুন।
বিঃদ্রঃ – যে কোনও সরকারী রেজিস্ট্রিকৃত সংস্থা যদি তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করতে চান তাহলে সংস্থার লেটারহেডে স্ট্যাম্প ও সই সহযোগে বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে – ৯৭৩৪৪৯১১৫৫।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।