হলদিয়া : হলদিয়ার জনপ্রিয় শিল্প সংস্থা ইমামি এগ্রোটেকে চুক্তি ভিত্তিতে ৩০ জন কর্মী নিয়োগ করছে M. S. Construction নামের সংস্থা। এই কাজের জন্য অনলাইন বা অফলাইন দুই ভাবেই আবেদন করা যাবে। হলদিয়া ও সংলগ্ন এলাকার বাসিন্দারা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কিভাবে অনলাইন বা অফলাইনে আবেদন তা জানতে নীচের দিকে স্ক্রল করুন। নিয়োগকারী সংস্থার বিস্তারিত জানতে পেজটির নীচের দিকে স্ক্রল করে নোটিশ অপশানে ক্লিক করে দেখে নিন। এবার জেনে নিন কোন কাজে আবেদন নেওয়া হচ্ছে –
১। কাজের নাম – হেল্পার
নিয়োগকারী সংস্থা – M. S. Construction
কাজের সাইট – Emami Agro Tech Ltd. Haldia
শূন্যপদ – ৩০টি
শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
অভিজ্ঞতা – প্রয়োজন নেই
বয়স সীমা – ৫০ বছরের নীচে
বেতনক্রম – সরকার নির্ধারিত বেতন
কাজের মেয়াদ – চুক্তিভিত্তিতে (কমপক্ষ্যে ৬ মাস)
আবেদনের শেষ দিন – ৬ জানুয়ারী, ২০২৩
এই কাজের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে M.S. Construction Recruitment Notice এই লিংক-এ ক্লিক করুন।
আরও পড়ুন – আজ হলদিয়ার বিভিন্ন সংস্থায় ১২২টি শূন্যপদে আবেদনের শেষ দিন, দেখে নিন একঝলকে !
আরও পড়ুন – হলদিয়ায় টাটা পাওয়ারে ITI, Diploma, B-Tech সহ ২৫টি পদে চুক্তিভিত্তিতে নিয়োগের দরজা খুলল !
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক–এ ক্লিক করুন) এবং অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক–এ ক্লিক করুন)–এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
I am interested from the work
12pass
Call on mentioned number