হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলে টাটা স্টিল লিঃ (HMC) সাইটে কাজের জন্য স্ক্যাফোল্ড সুপারভাইজার নিয়োগ করছে হলদিয়ার একটি সংস্থা (Haldia Job Vacancy)। এই কাজে আবেদন নেওয়া হবে অনলাইন ও অফ লাইন দুই ভাবেই। যেখানে আবেদনের জন্য হাতে মাত্র ৩ দিন রয়েছে। স্ক্যাফোল্ড সুপারভাইজার পদে যারা আবেদনের যোগ্য তেমন প্রার্থীরা দ্রুত আবেদন জমা করে দিন।
এরই পাশাপাশি আজ হলদিয়া শিল্পাঞ্চলের ৭৭টি কাজে আবেদনের শেষ দিন। আমরা আগেই এই সংক্রান্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের জন্য আবারও তুলে ধরা হল। প্রথমে থাকছে স্ক্যাফোল্ড সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত তথ্য। তারপর ধাপে ধাপে থাকছে ৭৭টি পদে আবেদনের তথ্যও।
কাজের নাম – স্ক্যাফোল্ড সুপারভাইজার (Scaffoled Supervisor)
- নিয়োগকারী সংস্থা – INDIAN TRADE LINKS
- কাজের সাইট – টাটা স্টিল লিঃ (HMC)
- শিক্ষাগত যোগ্যতা – বি.টেক
- অতিরিক্ত যোগ্যতা – Vertigo Test দিতে হবে, সেই সঙ্গে J.N.T.V.T.I. সার্টিফিকেট দিতে হবে
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর বা তার বেশী
- বয়স – ২০ বছর থেকে ৪৫ বছর
- আসন সংখ্যা – ১টি
- আবেদনের শেষ দিন – ৩০ ডিসেম্বর, ২০২২
এই কাজের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে INDIAN TRADE LINKS RECRUITMENT লিংক-এ ক্লিক করুন।
এছাড়াও আরও যে ৭৭টি কাজে নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আজ একঝলকে দেখে নিন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য-
১। ATHA GROUP নিয়োগ করছে ১৭ জন আনস্কিলড প্যাকার। আজ ২৭ ডিসেম্বর ২০২২ দুপুর ৩টে পর্যন্ত অফলাইন আবেদন নেওয়া হবে। অনলাইনে আবেদন আজ রাত্রি ১২টা পর্যন্ত। এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ATHA GROUP JOB VACANCY UNSKILLED PACKER লিংক-এ ক্লিক করুন।
২। ATHA GROUP নিয়োগ করছে ২ জন ইলেক্ট্রিশিয়ান। মাধ্যমিক পাশ, ITI (Electrical Trade) সঙ্গে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা। আজ ২৭ ডিসেম্বর ২০২২ দুপুর ৩টে পর্যন্ত অফলাইন আবেদন নেওয়া হবে। অনলাইনে আবেদন আজ রাত্রি ১২টা পর্যন্ত। এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ATHA GROUP JOB VACANCY ELECCTRICIAN লিংক-এ ক্লিক করুন।
৩। SPECIALITY PRODUCTS AND SERVICES-এ একাধিক পদে নিয়োগে আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ।
- Supervisor – 02nos (Diploma or Btech, Civil or Mech, Minimum 3yrs exp. In IRATA approved Company)
- IRATA LEVEL3 – 02nos (Supervisor (Diploma or Btech, Civil Eng-IRATA Certified & Mason, Mimimum 5 yrs experience on Rope Access in Civil Job)
- IRATA LEVEL 1 OR 2– 07nos (10+2, with IRATA Certified & Mason, Mimimum 3 yrs experience on Rope Access in Civil Job)
- IRATA LEVEL 2– 02nos (10+2, with IRATA Certified & Spray painter, Mimimum 4 yrs experience on Rope Access in spray paint Job)
- IRATA LEVEL 1– 02nos (10th or 12th, Welder cum Gas Cutter, Mimimum 3 yrs experience on Rope Access in Welder cum Gas Cutter Job)
- Mason– 02nos (10+2, special Repair Mason, Mimimum 5 yrs in fiber Mortr, Micro concrete, Grouting job)
- Helper– 04nos (10+2, Knowledge on Civil or Painting Job, Mimimum 2 yrs in TSL Plants)
- Electrician– 01nos (ITI or Diploma in Electrical, 440 V Eelctrical Job & Mech Repair knowledte, Mimimum 5 yrs in 440v job with machine repairing knowledge)
- Rigger – 03 nos (ITI, knowledge on Suspended Platform, Minimum 5 yrs experience)
Official Link for SPECIALITY PRODUCTS AND SERVICES Vacancy Notice
৪। PETROCHEM ENGINEERING CONSTRUCTION-এ একাধিক পদে নিয়োগের বিস্তারিত
- GRINDER – 04nos (Minimum 10th pass, Height & Confined space work in Refinery & Petrochemical plant, Mimimum 5 yrs of experience)
- WELDER – 09nos (Minimum 10th pass, Height & Confined space work in Refinery & Petrochemical plant, Mimimum 5 yrs of experience)
- FITTER – 01nos (Minimum 10th pass, Height & Confined space work in Refinery & Petrochemical plant, Mimimum 5 yrs of experience)
- KHALASI – 03nos (Minimum 10th pass, Height & Confined space work in Refinery & Petrochemical plant, Mimimum 5 yrs of experience)
- SUPERVISOR- 01nos (Minimum 10th pass, Height & Confined space work in Refinery & Petrochemical plant, Mimimum 5 yrs of experience)
Official Notification of PETROCHEM ENGINEERING CONSTRUCTION
৫। LTC, Haldia-এ একাধিক পদে নিয়োগের বিস্তারিত
- TMC OPERATOR – 03nos (10th Pass, Heavy Vehicle Driving Training, Below 35 yrs.)
- HYDRA OPERATOR – 02nos (10th Pass, Heavy Vehicle Driving Training, Below 35 yrs.)
- PILING LABOUR – 10nos (8th Pass, Below 40 yrs.)
Click here Official Link of Notification LTC Job Vacancy
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন) এবং অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-এ ক্লিক করুন)–এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Hi
New job saree please help me
Qualification -HS+.
With computer course
Age- 30
Location – Haldia
Female
আমার একটা কাজের খুব প্রয়োজন
হলদিয়ায় বেসরকারী ক্ষেত্রে কাজের সম্পর্কে আমরা প্রতিনিয়ত গ্রাউন্ড লেবেল ওয়ার্ক করছি। তবে কাজের নামে কেউ যাতে প্রতারিত না হয়ে যান সেই কারনে সংস্থা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনও প্রতিবেদন প্রকাশ করতে পারি না। আপনাদের সহযোগিতার জন্য আমরা সর্বদা চেষ্টা চালাচ্ছি। সহযোগিতা করুন, পাশে থাকুন, আমরা আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা চালাবো।
Hi
Hi
Logistics er MBA qualifications a fresher er kono job vacancies khbr dile kub upokar hoi..
আমাদের পেজে নজর রাখুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত আপডেট দেওয়ার জন্য।
hii
I am Btech civil, with industrial safety PDIS, Present 3 yrs exp in steel plant,as Safety officer,at jharsugda JSW.Search for company pay roll,7978232399.
It’s our pleasure, you people are supporting a lot which encourage us to do some more. If any jobs requirement coming relate to you we will positively publish these content as early.
Sob kaje experience chaiche.labourer kaje experience lage naki . experience chawar jonno oneke apply korte pare na.ai sujoge vitor theke niyog hochhe.