হলদিয়া : হলদিয়ার একটি জনপ্রিয় কারখানার নির্মাণ কাজে (Structural Project)’র জন্য একাধিক লোক নিয়োগ করা হচ্ছে। হলদিয়ার সরকারী জব পোর্টাল (karmasangbad.in)-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বরের মধ্যে এই কাজের জন্য উপযুক্ত প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হচ্ছে। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইনে।
অনলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রথমেই জব পোর্টালে নাম রেজিষ্ট্রেশান করতে হবে এবং সেই সঙ্গে প্রোফাইল আপডেট করতে হবে। বিস্তারিত হলদিয়া শিল্পাঞ্চলের জব পোর্টালে কিভাবে রেজিষ্ট্রেশান, দেখুন Step by Step গাইড কেবলমাত্র নিউজবাংলা’য় ! এই লিংক-এ আগেই দেওয়া হয়েছে। এছাড়াও আপনার প্রোফাইলটিও ভরে দিন (বিস্তারিত গাইডলাইন জানতে এই লিংক-এ ক্লিক করুন হলদিয়ায় অনলাইনে চাকরীর আবেদন করতে হলে আজই আপডেট করুন প্রোফাইলটি, কিভাবে জেনে নিন বিস্তারিত !)।
এবার অনলাইনে আপনার আবেদনটি সেরে ফেলুন। তবে অফলাইনে আবেদন করতে পারেন আপনি (বিস্তারিত গাইডলাইন এই লিংক-এ দেখুন হলদিয়ায় একাধিক কারখানায় শূন্যপদে অফলাইনে আবেদন কবে-কোথায়-কিভাবে, জেনে নিন )!
একঝলকে দেখে নিন কোন কাজে নিয়োগ হচ্ছে হলদিয়ায় (Latest Update)
১। কাজের নাম – ফিটার (Fitter)
- নিয়োগকারী সংস্থা – GANAPATI ENGINEERING WORKS, ।
- কাজের (সাইট) স্থান – (Structural Project Job), ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – সার্টিফিকেট
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৭ বছর থেকে ৩৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১২ ডিসেম্বর ২০২২
২। কাজের নাম – ওয়েলডার (Welder)
- নিয়োগকারী সংস্থা – GANAPATI ENGINEERING WORKS, ।
- কাজের (সাইট) স্থান – (Structural Project Job), ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – সার্টিফিকেট
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৭ বছর থেকে ৩৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১২ ডিসেম্বর ২০২২
৩। কাজের নাম – গ্যাস কাটার (Gas Cutter)
- নিয়োগকারী সংস্থা – GANAPATI ENGINEERING WORKS, ।
- কাজের (সাইট) স্থান – (Structural Project Job), ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৭ বছর থেকে ৩৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১২ ডিসেম্বর ২০২২
৪। কাজের নাম – রিগার (Rigger)
- নিয়োগকারী সংস্থা – GANAPATI ENGINEERING WORKS, ।
- কাজের (সাইট) স্থান – (Structural Project Job), ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৭ বছর থেকে ৩৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১২ ডিসেম্বর ২০২২
(উপরের সমস্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে GANAPATI ENGINEERING WORKS RECRUITMENT এই লিংক–এ ক্লিক করুন)।
এগুলি ছাড়াও আরও কয়েকটি কাজের আবেদনের মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। এই কাজগুলিতে যারা এখনও আবেদন করেননি তাঁরা দ্রুত আবেদন করে দিন। বিস্তারিত তথ্য নীচে দেওয়া রইল।
১। কাজের নাম – আনস্কিলড ওয়ার্কমেন (লোডার)
- নিয়োগকারী সংস্থা – SEA LOARD CONTAINERS LIMITED, তাঁদের নিউ টার্মিনালের জন্য এই নিয়োগ করতে চলেছে।
- নিয়োগের স্থান – হলদিয়া
- শূন্যপদ – ৬টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ, কোনও টেকনিক্যাল যোগ্যতার প্রয়োজন নেই
- বয়স – ২২ বছর থেকে ২৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক, রেজিষ্ট্রারড ঠিকাদারের অধীনে
- আবেদনের শেষ দিন – ১২ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টে পর্যন্ত
- অন্যান্য – নিয়োগের জন্য বাছাই হলে পুলিশ ভেরিফিকেশান (NoC) অবশ্যই জমা করতে হবে।
(উপরের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এই লিংক–এ UNSKILLED WORKMEN RECRUITMENT NOTICE ক্লিক করুন)
২। কাজের নাম – EDIBLE OIL POUCH PACKING OPERATOR (স্কিলড ওয়ার্কমেন)
- নিয়োগকারী সংস্থা – S.V. ENGINEERS
- কাজের স্থান – আদানি উইলমার লিমিটেড, হলদিয়া
- নিয়োগের স্থান – হলদিয়া
- শূন্যপদ – ৬টি
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চ-মাধ্যমিক পাশ
- কারিগরি বিদ্যা – ITI পাশ (মেকানিক্যাল)
- বয়স – ৩০ বছরের নীচে
- বেতন – চাটার্ড অফ ডিমান্ড অনুসারে (নো ওয়ার্ক নো পে)
- কাজের মেয়াদ – ১ থেকে ২ বছর, মেশিন ওপারেশানের প্রয়োজন অনুযায়ী
- আবেদনের শেষ দিন – ১৩ ডিসেম্বর ২০২২
(উপরের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এই লিংক–এ EDIBLE OIL POUCH PACKING OPERATOR RECRUITMENT NOTICE ক্লিক করুন)
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
বিঃদ্রঃ – যে কোনও সরকারী রেজিস্ট্রিকৃত সংস্থা যদি তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করতে চান তাহলে সংস্থার লেটারহেডে স্ট্যাম্প ও সই সহযোগে বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে – ৯৭৩৪৪৯১১৫৫।
I need a utility operating job
Hi
Mrinmay Ghosh
Computer operator job purpose
Computer job
I am 12 pass.dist-purba madenipur.2 years maruti suzuki company Experience (Chennai). phone number -8167642535
মিঃ গৌরাঙ্গ, আপনারা কমেন্ট বক্সে দয়াকরে কোনও পার্সোনাল তথ্য (যেমন-মোবাইল নম্বর, ব্যক্তিগত ইমেল শেয়ার করবেন না। এর ফলে প্রতারিত হওয়ার আশংকা থেকে যায়। আপনারা আমাদের পেজে নজর রাখুন, কাজের বিষয়ে কোনও তথ্য থাকলে আমাদের প্রতিবেদনে তা প্রকাশিত হবে। আপনারা প্রয়োজন মতো আবেদন করুন। ধন্যবাদ