হলদিয়া : হলদিয়ার দুটি প্রথমসারির সংস্থায় বেশ কয়েকজন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল জব পোর্টালের মাধ্যমে। যেখানে ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান, হেল্পার, ইনস্ট্রমেন্ট টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে চুক্তি ভিত্তিতে (Haldia Job Vacancy)। আবেদন করতে হবে অনলাইন বা অফলাইনে। অষ্টম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক বা ইলেকট্রিক্যাল লাইসেন্স হোল্ডারদের জন্য এই কাজে আবেদনের সুযোগ থাকছে।
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সরকারী জব পোর্টালে নথিভুক্ত না করে হলদিয়া শিল্পাঞ্চলের কোনও শূন্যপদে নিয়োগ করা যাবে না। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন পদ্ধতিতে কি ভাবে আবেদন করা যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নীচে দেওয়া আছে। এবার দেখে নিন কোন কোন কাজে আবেদন নেওয়া হচ্ছে।
১। কাজের নাম – ইলেকট্রিক্যাল সুপারভাইজার
- শিক্ষাগত যোগ্যতা – ইলেকট্রিক্যাল লাইসেন্স হোল্ডার,
- অতিরিক্ত যোগ্যতা – রিফাইনারী ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে (height & confined space work) কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার (HVAC System)
- বয়স – ২৫ থেকে ৫০ বছর
- শূন্যপদ – ০১ টি
- বেতনক্রম – নির্ধারিত সেটেলমেন্ট রেট অনুযায়ী বেতন পাবেন
২। কাজের নাম – ইলেকট্রিশিয়ান
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
- অতিরিক্ত যোগ্যতা – রিফাইনারী ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে (height & confined space work) কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার (HVAC System)
- বয়স – ২৫ থেকে ৫০ বছর
- শূন্যপদ – ০১ টি
- বেতনক্রম – নির্ধারিত সেটেলমেন্ট রেট অনুযায়ী বেতন পাবেন
৩। কাজের নাম – টেকনিশিয়ান মেকানিক্যাল
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
- অতিরিক্ত যোগ্যতা – রিফাইনারী ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে (height & confined space work) কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার (HVAC System)
- বয়স – ২৫ থেকে ৫০ বছর
- শূন্যপদ – ০১ টি
- বেতনক্রম – নির্ধারিত সেটেলমেন্ট রেট অনুযায়ী বেতন পাবেন
৪। কাজের নাম – হেল্পার
-
- শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী উত্তীর্ণ
- অতিরিক্ত যোগ্যতা – রিফাইনারী ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে (height & confined space work) কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৫ থেকে ৫০ বছর
- শূন্যপদ – ০১ টি
- বেতনক্রম – নির্ধারিত সেটেলমেন্ট রেট অনুযায়ী বেতন পাবেন
- উপরোক্ত কাজে আবেদনের শেষ দিন – ১১ জানুয়ারী ২০২৩ (বেলা ২টো পর্যন্ত অফলাইনে এবং রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে)
- নিয়োগকারী সংস্থা – Carrion Air Cooling
- কাজের সাইট – এইচপিএল প্ল্যান্ট সাইট
উপরোক্ত কাজে অফলাইনে আবেদন করতে চাইলে অফিশিয়াল নোটিশ থেকে নিয়োগকারী সংস্থার ঠিকানা সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও পরবর্তী যোগাযোগের জন্য ইমেল বা ফোন নম্বর সংগ্রহ করে নিতে পারেন। (Carrion Air Cooling Job Vacancy এই লিংকে ক্লিক করে উপরের কাজগুলির বিজ্ঞপ্তি দেখে নিন)। নিয়োগকারী সংস্থা ছাড়াও আর কোথায় অফলাইনে আবেদন জমা করা যাবে জানতে পেজটি নীচে স্ক্রল করুন। আরও কোন কাজে আবেদনের সুযোগ রয়েছে জানতে নীচে দেখুন।
কাজের নাম – ইনস্ট্রুমেন্টেশান টেকনিশিয়ান (Instrumentation Technician)
- নিয়োগকারী সংস্থান – K. Engineering
- কাজের সাইট – Tata Power Co. Ltd. Haldia
- শিক্ষাগত যোগ্যতা – মিনিমাম ITI/ Diploma pass in instrumentation
- অভিজ্ঞতা – যে কোনও পাওয়ার প্ল্যান্টে কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স – ২১ থেকে ৪৫ বছর
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- বেতন – সরকার নির্ধারিত বেতনক্রম
- আবেদনের শেষ দিন- ১৯ জানুয়ারী, ২০২৩
- এই কাজে নিয়োগ হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে।
- এই নিয়োগের অফিসিয়াল লিংকটি দেখতে K. Engineering Job Vacancy এই লিংক-এ ক্লিক করুন।
এরই পাশাপাশি অফলাইনে আবেদন করার পদ্ধতি ও নির্ধারিত ফর্ম ও গাইডলাইন (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক–এ ক্লিক করুন)–এই লিংক থেকে দেখে নিন।
এছাড়াও যারা অনলাইনে আবেদন করতে চান এই গাইডলাইন ফলো করুন। (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক–এ ক্লিক করুন)।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
I Agree to work in Your company. My contract no-7003744018. My DOB 13/10/1969.20 Years Experience on Construction Project.
Please apply online or offline for you desired job. otherwise your application did not reached to the company
I agree to work in your company my contact number 8514087563 i am licence holder 10 year experience for chemical plant