হলদিয়া : রবিবার নতুন করে একাধিক সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল হলদিয়ার সরকারী জব পোর্টালের (Haldia Job Vacancy) মাধ্যমে। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে এই কাজগুলিতে। এরই পাশাপাশি আরও বেশ কিছু সংস্থার আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ। সেখানে অনলাইনে আবেদন করে নিতে পারেন আজ রাতের মধ্যেই। অনলাইনে আবেদনের বিস্তারিত দেখতে পেজটির নীচের দিকে স্ক্রল করুন।
কিছু সংস্থায় আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ। কিছু কাজের আবেদনের জন্য রয়েছে আরও কয়েকটা দিন। আমাদের আগের প্রতিবেদনগুলিতে সেই বিষয়ে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। সেই সঙ্গে কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন সেই সম্পর্কেও আমরা আগে আলোচনা করেছি।
তবে আপনাদের সুবিধের জন্য এই প্রতিবেদনের নীচেই থাকছে কোন সংস্থায় আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ তার লিংক। কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত সমস্ত লিংকগুলিও আবারও নীচে দেওয়া হচ্ছে। বিস্তারিত দেখতে পেজটি স্ক্রল করুন।
এবার দেখে নিন নতুন করে কোন কোন কাজে আবেদন করতে পারবেন আপনি-
১। কাজের নাম – আনস্কিলড প্যাকার (Unskilled Packer)
- নিয়োগকারী – ATHA GROUP-এর রেজিঃ ঠিকাদার সংস্থার অধীন
- কাজের (সাইট) স্থান – পেট্রোকার্বন এন্ড কেমিক্যালস প্রাইভেট লিঃ, হলদিয়া রিফাইনারী সাইট
- শূন্যপদ – ১৭ টি
- শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
- টেকনিক্যাল জ্ঞান – আনস্কিলড প্যাকার, আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই।
- বয়স – ২২ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- এই পদে আবেদনের শেষ দিন – ২৭ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যেতে পারে।
- (উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ATHA GROUP UNSKILLED PACKER JOB VACANCY এই লিংক–এ ক্লিক করুন)।
২। কাজের নাম – ইলেকট্রিশিয়ান (Electrician)
- নিয়োগকারী – ATHA GROUP-এর রেজিঃ ঠিকাদার সংস্থার অধীন
- কাজের (সাইট) স্থান – পেট্রোকার্বন এন্ড কেমিক্যালস প্রাইভেট লিঃ, হলদিয়া রিফাইনারী সাইট
- শূন্যপদ – ২ টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – আইটিআই ইলেকট্রিক ট্রেড
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ থেকে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২২ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- এই পদে আবেদনের শেষ দিন – ২৭ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যেতে পারে।
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ATHA GROUP ELECTRICIAN JOB VACANCY এই লিংক–এ ক্লিক করুন)।
৩। কাজের নাম – ইলেকট্রিক্যাল অপারেটার কাম সুপারভাইজার (Electrical Operator cum Supervisor)
- নিয়োগকারী – RAINBOW CONSTRUCTION
- কাজের (সাইট) স্থান – টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড, হলদিয়া
- শূন্যপদ – ১ টি
- যোগ্যতা – কমপক্ষ্যে ডিপ্লোমা/ বি.টেক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পশ্চিমবঙ্গ ইলেকট্রিক্যাল সাবস্টেশান থেকে ৩৩ কেভি ইলেকট্রিক্যাল লাইসেন্স থাকলে অগ্রাধিকার।
- অভিজ্ঞতা – ইলেকট্রিক্যাল সাবস্টেশানে কমপক্ষ্যে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- এই পদে আবেদনের শেষ দিন – ২৯ ডিসেম্বর ২০২২ বিকেল ৩টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যেতে পারে।
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে RAINBOW CONSTRUCTION JOB VACANCY এই লিংক–এ ক্লিক করুন)।
এছাড়াও আরও যে সমস্ত কাজে আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ, এবং যে সমস্ত কাজে আবেদনের সুযোগ রয়েছে সেই সংক্রান্ত লিংকগুলি নীচে দেওয়া হল।
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–
অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন) এবং অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-এ ক্লিক করুন)–এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Hapar job
I Am interested for the job
Plz follow those news related to haldia job
Helper job
Dada abcd1234 password e khulche na
Password abcd1234 dile khulche na
আপনি নিজের পছন্দমতো পাশওয়ার্ড ব্যবহার করুন। আমরা একটা উদাহরণ হিসেবে পাশওয়ার্ড দিয়েছিলাম