Tuesday, November 28, 2023
HomeHaldia Job VacancyHaldia Job Vacancy : হাতে সময় মাত্র ২ দিন, হলদিয়া শিল্পাঞ্চলে প্রায়...

Haldia Job Vacancy : হাতে সময় মাত্র ২ দিন, হলদিয়া শিল্পাঞ্চলে প্রায় ২ হাজার শূন্যপদে শেষ হচ্ছে আবেদনের সুযোগ, তাহলে আর দেরী কেন !

হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলে নানান গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কাজে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দুর্গা পুজোর আগেই। এমনই প্রায় ২ হাজার শূন্যপদে আবেদনের মেয়াদ শেষ হচ্ছে আজ থেকে আগামী দু’দিনের মধ্যেই। যারা এখনও পর্যন্ত এই (Haldia Job Vacancy) সমস্ত কাজগুলিতে আবেদন করতে পারেননি তাঁরা প্রয়োজন হলে শেষবার এই সুযোগ কাজে লাগাতে পারেন। আমরা এই একটি প্রতিবেদনের মধ্যে সমস্ত শূন্যপদের বিস্তারিত বিবরণ ও আবেদনের পদ্ধতি তুলে ধরছি।

যারা এই কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা দেরী না করে এখনই প্রয়োজন মতো এই খবরের একেবারে নীচে দেওয়া লিংক থেকে অফলাইন ফর্মটি ডাউনলোড করে নিন। এবং তা  নির্দিষ্ট কাজের জন্য পূরণ করে হলদিয়া লেবার কমিশন অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ড্রপবক্সে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে জমা করে দিন (এক ব্যক্তি একাধিক সংস্থায় আবেদন করতে পারেন)। প্রয়োজনে নীচে থাকা অনলাইনের লিংকে গিয়েও রাত্রি ১২টার মধ্যে নিজেদের আবেদন জমা করে দিতে পারেন। এবার নীচে দেওয়া প্রতিবেদনে বিস্তারিত শূন্যপদের বিষয়ে জেনে নিন-

১। কাজের নাম – HELPER

  • শূন্যপদ০৯টি, শিক্ষাগত যোগ্যতাউল্লেখ নেই, কাজের অভিজ্ঞতাকাজের অভিজ্ঞ বা অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন, আবেদনকারীর বয়সএই কাজে আবেদনকারীর বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – INDORAMA INDIA PVT.LTD.
  • নিয়োগকারী সংস্থা – M M CONSTRUCTION, Sovarampur, Debhog, Bhabanipur Haldia, Purba Medinipur, Pin-721657, ফোন – 7063630971 / 8343996225
  • কাজের মেয়াদচুক্তি ভিত্তিতে কমপক্ষ্যে ১ বছর

আবেদনের শেষ দিনএই কাজগুলিতে আবেদন করতে হবে আজ মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ বেলা ১টার মধ্যে অফলাইনে আবেদন জমা করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হলে নীচে দেওয়া লিংক থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। সেই সঙ্গে সমস্ত ডকুমেন্ট সহ আবেওদন জমা করতে হবে হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অথবা হলদিয়া লেবার কমিশনের ড্রপবক্সে। অনলাইনে আবেদন করা যাবে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে INDORAMA INDIA PVT.LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

এক ঝলকে দেখে নিন হলদিয়া পেট্রোকেমে কোন কোন কাজে আবেদনের সুযোগ পাচ্ছেন আপনারা

১। কাজের নাম – BAR BENDER

  • শূন্যপদ১১১টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজKnowledge on Bar Bending, Hands on Experience in bar cutting, bending and binding & Construction Safety, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

২। কাজের নাম – CARPENTER

  • শূন্যপদ৭৫টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজকারপেন্টারের কাজে দক্ষতা থাকতে হবে, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

৩। কাজের নাম – FITTER PIPING

  • শূন্যপদ৬৩টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ITI/ Class XII শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজHands on Experience on Fitting, Erection and Construction Safety, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

৪। কাজের নাম – FITTER STRUCTURE

  • শূন্যপদ৫৫টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ITI/ Class XII শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজHands on Experience on Fitting, Erection and Construction Safety, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

৫। কাজের নাম – GRINDER/ GAS CUTTER

  • শূন্যপদ২৮৫টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ITI/ Class XII শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজBasic Knowledge on Grinding/Gas Cutting & Construction Safety, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

৬। কাজের নাম – HELPER

  • শূন্যপদ২৫টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৫ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজকনস্ট্রাকশান সম্পর্কে সাধারণ ধারনা থাকতে হবে, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

৭। কাজের নাম – MASSON

  • শূন্যপদ১২৩টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজদক্ষ মিস্ত্রী হতে হবে, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

৮। কাজের নাম – SCAFFOLDER

  • শূন্যপদ৬২টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজ1) Hands on Experience on all type of Scaffolding. 2) Construction Safety related to Work at Height., কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

৯। কাজের নাম – STEEL ERECTOR/ RIGGER

  • শূন্যপদ৫৮২টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজHands on Experience on Rigging, Erection and Construction Safety, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

১০। কাজের নাম – WELDER PIPE

  • শূন্যপদ১৬৮টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ITI/Class XII উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজ1) Hands on Experience on Welding, WPs/PQR and Construction Safety 2) Basic Knowledge on Piping Materials, Heat Treatments, Non Destructive Testing, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

১১। কাজের নাম – TRIPOD PILING RIG OPERATOR

  • শূন্যপদ৪০টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজHands on Experience on Bored pile installation, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

১২। কাজের নাম – TRIPOD PILING RIG GANG MAN

  • শূন্যপদ২৪০টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, টেকনিক্যাল নলেজHands on Experience on Bored pile installation, কাজের অভিজ্ঞতাএই কাজে কমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের সাইট – HALDIA PETROCHEMICALS LTD., HALDIA SITE

নিয়োগকারী সংস্থাসংস্থা নির্ধারিত ঠিকাদার সংস্থাগুলির মাধ্যমে নিয়োগ করা হবে

বেতন অন্যান্য সুবিধাহলদিয়া পেট্রোকেমে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে সিওডি অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন

কাজের মেয়াদচুক্তি ভিত্তিতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কাজে নিয়োগ করা হবে

আবেদনের শেষ দিনএই কাজে আবেদন করতে হবে আজ মঙ্গলবার ৩১ অক্টোবর বেলা ১.৩০টার মধ্যে হার্ডকপি জমা করতে হবে হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা হলদিয়া লেবার কমিশনের দফতরের ড্রপবক্সে। সরকার নির্ধারিত ফরম্যাটে ফর্ম ফিলআপ করে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতামানের কাজগপত্র সহ আবেদন জমা করতে হবে। (অফলাইনে আবেদনের ফর্মটি নীচের দিকে লিংক থেকে ডাউনলোড করে নিন। অনলাইনে আবেদন করা যাবে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে HALDIA PETROCHEMICALS LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

হলদিয়া শিল্পাঞ্চলে ৪৪টি শূন্যপদের বিস্তারিত বিবরণ

১। কাজের নাম – SUPERVISOR, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতাবি.টেক, টেকনিক্যাল যোগ্যতাRO System, অভিজ্ঞতাকমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নাম – HELPER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতাকমপক্ষ্যে দশম শ্রেণী উত্তীর্ণ, টেকনিক্যাল যোগ্যতাRO System, অভিজ্ঞতাকমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের সাইট – MCPI PVT LTD.

নিয়োগকারী সংস্থা – SMART SERVICE, Head Office: 1no HPL Lnk Road, Manjushree, (Near Classic INN), PO- Khanjanchak, PIN 721602, Contact Person Name: Sanjit Kumar Pramanik, Designation : Proprietor, Mobile Number : 9002584557

কাজের মেয়াদএই কাজগুলিতে নিয়োগ হবে কমপক্ষ্যে ১ বছরের চুক্তিতে

আবেদনের শেষ দিনএই কাজগুলিতে অফলাইনে আবেদন করতে হবে আগামী বুধবার ১লা নভেম্বর ২০২৩ এর মধ্যে। অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে আবেদনের অফিশিয়াল নোটিফিকেশান দেখতে MCPI PVT LTD. JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

২। কাজের নাম – ADMIN & HR ASSISTANT

  • শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতাএ.বি.এ. ইন এইচ আর, কাজের বিবরণWork at Medical Helpdesk, Admin Support and Contractor Cell, অভিজ্ঞতাএইচআরএম হিসেবে কমপক্ষ্যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে, (কেবলমাত্র মহিলাদের জন্য এই কাজটিতে আবেদনের সুযোগ থাকছে)
  • বেতন অন্যান্য সুবিধাসরকারী নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন
  • কাজের সাইট – TATA STEEL LTD. (HMC), HALDIA,
  • নিয়োগকারী সংস্থা – CUSTODIAN CORPORATE SERVICES PVT LTD, 255/D-40, RABINDRAPALLY, BRAHMAPUR, GARIA, KOLKATA-700096, Contact details for Application ; Mr.Atya Nand Singh (HR & Admin), Ph. – 983 1604525
  • কাজের মেয়াদএই কাজে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে
  • আবেদনের শেষ দিনএই কাজগুলিতে অফলাইনে আবেদন করতে হবে বুধবার ১লা নভেম্বর ২০২৩ বেলা ১.৩০টার মধ্যে। অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে আবেদনের অফিশিয়াল নোটিফিকেশান দেখতে TATA STEEL LTD. (HMC), HALDIA JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৩। কাজের নাম – DRIVER, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতাউল্লেখ নেই, টেকনিক্যাল যোগ্যতাLMV Transport License, অভিজ্ঞতাকমপক্ষ্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের নাম – PICKER/ HELPER (Unskilled), শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা১০ম শ্রেণী উত্তীর্ণ, টেকনিক্যাল যোগ্যতাপ্রয়োজন নেই, অভিজ্ঞতাকমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের সাইট – WEST BENGAL WASTE MANAGEMENT LTD. HALDIA

নিয়োগকারী সংস্থা – MIS ENTERPRISE, Nandarampur, Basulia, Sutahata, Haldia, Purba Medinipur, Pin- 721635

কাজের মেয়াদএই কাজগুলিতে চুক্তি ভিত্তিতে নিয়োগ হবে

আবেদনের শেষ দিনএই কাজগুলিতে অফলাইনে আবেদন করতে হবে বুধবার ১লা নভেম্বর ২০২৩ বেলা ১.৩০টার মধ্যে। অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে আবেদনের অফিশিয়াল নোটিফিকেশান দেখতে WEST BENGAL WASTE MANAGEMENT LTD. HALDIA JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৪। কাজের নাম – CLEANER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতাউল্লেখ নেই, অভিজ্ঞতাযে কোনও অয়েল রিফাইনারীতে কমপক্ষ্যে ১৮ মাস সিভিল কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের নাম – MAZDOOR, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতাউল্লেখ নেই, অভিজ্ঞতাযে কোনও অয়েল রিফাইনারীতে কমপক্ষ্যে ১৮ মাস সিভিল কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনে অগ্রাধিকার পাবেন, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের সাইট – TANK JOB UNDER INDIAN OIL CORPORATION, HALDIA REFINERY

নিয়োগকারী সংস্থা – EXPO GAS CONTAINERS LIMITED, 19/7, Sahapur Colony, B. M. Sarani Plot No.: 146, Block – J, 2nd Floor, New Alipore, Kolkata – 700 053, Tel : 033 4068 7128

কাজের মেয়াদএই কাজগুলিতে চুক্তি ভিত্তিতে নিয়োগ হবে

আবেদনের শেষ দিনএই কাজগুলিতে অফলাইনে আবেদন করতে হবে বুধবার ১লা নভেম্বর ২০২৩ বেলা ১.৩০টার মধ্যে। অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে আবেদনের অফিশিয়াল নোটিফিকেশান দেখতে INDIAN OIL CORPORATION, HALDIA REFINERY JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

৫। কাজের নাম – PILE RIG OPERATOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতাউল্লেখ নেই, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের নাম – PILE RIG HELPER, শূন্যপদ – ১০টি, শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতাউল্লেখ নেই, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের নাম – FITTER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতাউল্লেখ নেই, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের নাম – CARPENTER, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতাউল্লেখ নেই, বয়সএই কাজে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে।

কাজের সাইট –  INDORAMA INDIA PRIVATE LIMITED

নিয়োগকারী সংস্থা – P M CONSTRUCTION, PANA (SOUTH ), DOROJOYNAGAR, HALDIA, PURBA MEDINIPUR, PIN – 721635, Contact No. – 9434706933

কাজের মেয়াদএই কাজগুলিতে চুক্তি ভিত্তিতে নিয়োগ হবে

আবেদনের শেষ দিনএই কাজগুলিতে অফলাইনে আবেদন করতে হবে আগামী ৬ই নভেম্বর ২০২৩ বেলা ১.৩০টার মধ্যে। অনলাইনে আবেদনের সুযোগ থাকছে ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে আবেদনের অফিশিয়াল নোটিফিকেশান দেখতে INDORAMA INDIA PRIVATE LIMITED JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।

কিভাবে আবেদন করবেন-

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে, তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে এরজন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করুন। তারপর জব শিকার অপশনের নীচে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম, ঠিকানা বিস্তারিত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশান করুন এরপর প্রোফাইল আপডেট করবেন শিক্ষাগত অন্যান্য যোগ্যতার বিস্তারিত পিডিএফ ফাইল আপলোড করে। সব শেষে অনলাইনে আবেদনের জন্য পেজটি ডানদিকে স্ক্রল করুন (মোবাইল স্ক্রীনের ক্ষেত্রে) –

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warningনিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

Video Gallery
Video thumbnail
Haldia Job Vacancy : ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় হলদিয়া শিল্পাঞ্চলে একঝাঁক কাজে আবেদনের সুযোগ !
14:45
Video thumbnail
Egra Update : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা !
11:30
Video thumbnail
Purba Medinipur : দুর্ঘটনার কবলে দিঘা থেকে কলকাতা গামী যাত্রীবাহী বাস, জখম একাধিক !
07:17
Video thumbnail
Nandigram Parachute Camera : নন্দীগ্রামে উদ্ধার রহস্যময় প্যারাসুট, ক্যামেরা-সার্কিট !
02:08
Video thumbnail
Tamluk : বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কা, তমলুকে প্রাণ হারালেন প্রতিবন্ধী শিল্পী !
06:41
Video thumbnail
Nandigram : নন্দীগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু, চাকরী চক্র নাকি জমির দালাল চক্র উঠছে একাধিক প্রশ্ন !
04:53
Video thumbnail
Train Accident : বড়সড় দুর্ঘটনার কবলে হলদিয়াগামী যাত্রীবাহী ট্রেন !
05:22
Video thumbnail
Suvendu Adhikary : সভা শেষে শুভেন্দুর সভাস্থল থেকে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ !
08:27
Video thumbnail
Haldia Fire : হলদিয়ায় ইকো পার্কে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন, পুড়ল বাইক-গাড়ি !
06:43
Video thumbnail
অনলাইনে ছাত্র ভর্তির আড়ালেই চলছে বিপুল টাকার র‍্যাকেট, কাঁথি কলেজে ভাইরাল অডিও !
02:50
RELATED ARTICLES

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments