Friday, March 31, 2023
Homeকাজের খবরHaldia Job Vacancy : হলদিয়ার ইমামি এগ্রোটেক লিমিটেডে চুক্তিভিত্তিতে বেশ কিছু কর্মী...

Haldia Job Vacancy : হলদিয়ার ইমামি এগ্রোটেক লিমিটেডে চুক্তিভিত্তিতে বেশ কিছু কর্মী নিয়োগ !

spot_imgspot_img
spot_imgspot_img
- Advertisement -

হলদিয়া : হলদিয়ার জনপ্রিয় ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা ইমামি এগ্রোটেক লিমিটেডে চুক্তি ভিত্তিতে নিয়োগ হচ্ছে বেশ কয়েকজন কর্মী। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হলদিয়ার সরকারী জব পোর্টালে (Haldia Job Vacancy)। অনলাইন বা অফলাইনে আবেদন করা যাবে। কারখানার কাজের প্রয়োজনে দ্রুত এই শূন্যপদগুলিতে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা নিম্নলিখিত কাজের উপযুক্ত তাঁরা যত শীঘ্র সম্ভব আবেদন জমা করে দিন।

কিভাবে অনলাইন বা অফলাইনে আবেদন করবেন সেই সংক্রান্ত তথ্য ও গুরুত্বপূর্ণ লিংকগুলি আমরা আগের মতোই এই প্রতিবেদনের নীচেই উল্লেখ করছি। কাজের মেয়াদ, বেতন বা অন্যান্য বিষয়ে জানতে হলে সরাসরি নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবেদনের পূর্বে অফিশিয়াল নোটিফিকেশানটি অবশ্যই দেখে নিন। বিস্তারিত জানতে পেজটি স্ক্রল করে নীচের দিকে দেখুন। এবার দেখে নিন কোন কাজে নিয়োগ হচ্ছে-

১। কাজের নাম – প্যাকিং সেকশন অপারেটার

নিয়োগকারী সংস্থা – The Dream Development Company

কাজের সাইট – ইমামি এগ্রোটেক লিমিটেড, হলদিয়া

শূন্যপদ – ১০টি

শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, সেই সঙ্গে আইটিআই পাশ হতে হবে

অন্যান্য যোগ্যতা – A) Tin Filing Machine like OLUSUM, SPANPAK, MACRO LABELLING MACHINE. B) Pouch filling Machine like ARVIND, SAMARPAN-40 AND 50. C) Bottle plant machine like BLOWING & FILLING COMBI TECH LONG MACHINE, LABELLER DIVAIDAR TECH LONG MECHINE, PICK & PLACE MACHINE, CARTON WEIGHT MACHINE, CARTON SILLING MACHINE, CASE ERECTOR MACHINE, LAMARKER LASER, DOMINO LASER, CONTROL PRINT LASER AND DOMINO CARTON PRINTER.

অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

বয়স – ১৮ থেকে ৪০ বছর

কাজের শ্রেণী – চুক্তিভিত্তিক

আবেদনের শেষ দিন – ৭ই ফেব্রুয়ারী, ২০২৩ বেলা ২টো পর্যন্ত অফলাইনে আবেদন জমা করা যাবে, অনলাইনে আবেদনের দরজা খোলা থাকছে ওইদিন রাত্রি ১২টার আগে পর্যন্ত

উপরিউক্ত শূন্যপদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে The Dream Development Company Job Vacancy এই লিংকে ক্লিক করুন।

কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-ক্লিক করুন)

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেওয়া রয়েছে। অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-ক্লিক করুন)এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।

Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

spot_imgspot_img
spot_imgspot_img
spot_img
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular