Tuesday, November 28, 2023
HomeHaldia Job VacancyHaldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক টেকনিক্যাল-নন টেকনিক্যাল কাজে আবেদনের সুযোগ...

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক টেকনিক্যাল-নন টেকনিক্যাল কাজে আবেদনের সুযোগ হাতছাড়া হওয়ার আগেই আবেদন করে দিন !

হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ শিল্প সংস্থায় নিয়োগ হচ্ছে একঝাঁক টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী। আবেদনের সুযোগ রয়েছে অল্পশিক্ষিত থেকে উচ্চশিক্ষিতদের জন্যও (Haldia Job Vacancy)। যারা কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা সময় নষ্ট না করে এখনই নির্ধারিত কাজে অনলাইনে আবেদন সেরে ফেলুন। আর যে সমস্ত কাজে আবেদনের জন্য সময় রয়েছে সেখানে প্রয়োজন মতো অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন জমা করে দিন।

এই সংক্রান্ত সংবাদগুলি আপনারা কেবলমাত্রা দেখতে পাবেন নিউজবাংলার পেজে। তাই যারা হলদিয়া শিল্পাঞ্চল সহ অন্যান্য জায়গায় কাজের বিষয়ে আগ্রহী তাঁরা নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দিন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন।

যারা কাজগুলিতে অনলাইনে আবেদন করবেন তাঁরা এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া লিংকে গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশান করে নিন (Jobseeker>Sign up/ Login)। এরপর নিজের প্রোফাইলটিকে আপডেট করুন। তারপর অনলাইনে আবেদন জমা করতে পারবেন। অফলাইনে আবেদনের ফর্মের লিংক নীচে দেওয়া রইল।

এবার দেখে নিন হলদিয়া শিল্পাঞ্চলে কোন কোন গুরুত্বপূর্ণ কাজে কর্মী নিয়োগ করা হচ্ছে –

১। কাজের নাম – SAFETY SUPERVISOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – Diploma of Safety, (Certificate required), টেকনিক্যাল নলেজ – Adequate knowledge about safety (Supervisor licecence if available), কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নাম – ELECTRICIAN, শূন্যপদ – ০২টি, শিক্ষাগত যোগ্যতা – Eight pass, Madhyamik ITI pass. (Licence Required), টেকনিক্যাল নলেজ – Lighting, Panel wiring,Motor etc., (Licence Required) কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৩ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নাম – HELPER, শূন্যপদ – ১০টি, শিক্ষাগত যোগ্যতা – Eight pass, টেকনিক্যাল নলেজ – Basic Knowledge on work, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নাম – TRAY FETER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – Eight pass, টেকনিক্যাল নলেজ – TRAY WORK,STRUCTURAL WORK, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নাম – WELDER, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – Eight pass, টেকনিক্যাল নলেজ – TRAY WORK,STRUCTURAL WORK, কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে

কাজের সাইট – HPL COMPLEX, HALDIA

নিয়োগকারী সংস্থা – B N P ENGINEERING, CITY CENTRE, DEBHOG, (NEAR HDA GATE) HALDIA, PURBA MEDINIPUR 721657, WEST BENGAL, Contact No – 7477714205 / 9851934430 / 7679899139

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৮ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। অফলাইনে আবেদনের সুযোগ থাকলে বেলা ১.৩০টা পর্যন্ত। নিয়োগকারী সংস্থার দফতরে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ড্রপবক্সে আবেদন জমা করতে পারেন।  অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে B N P ENGINEERING JOB VACANCY এই লিংকে ক্লিক করুন

২। কাজের নাম – HELPER

  • শূন্যপদ – ০৫টি
  • শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – ADANI WILMER LTD. HALDIA
  • নিয়োগকারী সংস্থা – YONEX ENGINEERING SERVICES PVT LTD, 4 ABINASH SASHMAL LANE, BELIAGHATA, KOLKATA – 700 085, Contract Details: Mr. Alok Dhar (Ph No: 9836299259) 
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। অফলাইনে আবেদনের সুযোগ থাকছে। হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ড্রপবক্সে আবেদন জমা করতে পারেন।  অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে YONEX ENGINEERING SERVICES PVT LTD,  JOB VACANCY এই লিংকে ক্লিক করুন

৩। কাজের নাম – FITTER

  • শূন্যপদ – ০৫টি
  • শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – ADANI WILMER LTD. HALDIA
  • নিয়োগকারী সংস্থা – YONEX ENGINEERING SERVICES PVT LTD, 4 ABINASH SASHMAL LANE, BELIAGHATA, KOLKATA – 700 085, Contract Details: Mr. Alok Dhar (Ph No: 9836299259) 
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। অফলাইনে আবেদনের সুযোগ থাকছে। হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ড্রপবক্সে আবেদন জমা করতে পারেন।  অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে YONEX ENGINEERING SERVICES PVT LTD,  JOB VACANCY এই লিংকে ক্লিক করুন

৪। কাজের নাম – ELECTRICIAN

  • শূন্যপদ – ০১টি
  • শিক্ষাগত যোগ্যতা – ১০ম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে
  • অতিরিক্ত জ্ঞান – Electrician (ITI)
  • প্রয়োজনীয় স্কিল – Electronic & Instrumentation maintenance job inside Oil, Gas and Chemical Industry
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – HPL PLANT SITE,HALDIA
  • নিয়োগকারী সংস্থা – M S CONSTRUCTION, RAMPUR CHAITANYAPUR HALDIA, Contract Details: Mobile : 9233366072, 9233366081
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। অফলাইনে আবেদনের সুযোগ থাকছে। নিয়োগকারী সংস্থার দফতর অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ড্রপবক্সে আবেদন জমা করতে পারেন।  অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে M S CONSTRUCTION PVT LTD, JOB VACANCY এই লিংকে ক্লিক করুন

৫। কাজের নাম – LOADER HELPER

  • শূন্যপদ – ০২টি
  • শিক্ষাগত যোগ্যতা – ১০ম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে
  • কাজের অভিজ্ঞতা – এই কাজে আবেদনের ক্ষেত্রে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে
  • কাজের সাইট – HPL PLANT SITE,HALDIA
  • নিয়োগকারী সংস্থা – SREE GANESH ENTERPRISE, VILL+PO-KHANJANCHAK, PS- DURGACHAK, WARD NO.- 10, DIST-PURBA MEDINIPUR,HALDIA, PIN-721602, Contract Details: Mobile : 9434005246 / 9932757898
  • আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। অফলাইনে আবেদনের সুযোগ থাকছে। নিয়োগকারী সংস্থার দফতর অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ড্রপবক্সে আবেদন জমা করতে পারেন।  অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।
  • এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে SREE GANESH ENTERPRISE JOB VACANCY এই লিংকে ক্লিক করুন

৬। কাজের নাম – SUPERVISOR, শূন্যপদ – ০১টি, শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ, কাজের অভিজ্ঞতা – 10 years experience of acid proof tiles laying, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নাম – MASON, শূন্যপদ – ০৩টি, শিক্ষাগত যোগ্যতা – কোনো মাপকাঠি নেই, কাজের অভিজ্ঞতা – 10 years experience of acid proof tiles laying, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে

কাজের নাম – HELPER, শূন্যপদ – ০৫টি, শিক্ষাগত যোগ্যতা – কোনো মাপকাঠি নেই, কাজের অভিজ্ঞতা – 10 years experience of acid proof tiles laying, বয়স – এই কাজে আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৫৮ বছরের মধ্যে থাকতে হবে

কাজের সাইট – HPL PLANT SITE,HALDIA

নিয়োগকারী সংস্থা – M/S. URANUS ENTERPRISE, CONTRACTOR’S COLONY CL-17, TOWNSHIP, HALDIA, Contract Details: Mobile : 9732586652

আবেদনের শেষ দিন – এই কাজে আবেদনের শেষ দিন ১৯ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। অফলাইনে আবেদনের সুযোগ থাকছে। নিয়োগকারী সংস্থার দফতর অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ড্রপবক্সে আবেদন জমা করতে পারেন।  অনলাইনে আবেদন করতে পারবেন ওইদিন রাত্রি ১২টা পর্যন্ত।

এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে M/S. URANUS ENTERPRISE JOB VACANCY এই লিংকে ক্লিক করুন

কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে, তারপর প্রোফাইল আপডেট করবেন এবং তারপরেই অনলাইনে আবেদনের দরজা খুলে যাবে। এরজন্য নিন নীচে দেওয়া লিংকে ক্লিক করুন –

অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। তারজন্য নীচে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন।

Statutory Warningনিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।

Video Gallery
Video thumbnail
Haldia Job Vacancy : ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় হলদিয়া শিল্পাঞ্চলে একঝাঁক কাজে আবেদনের সুযোগ !
14:45
Video thumbnail
Egra Update : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা !
11:30
Video thumbnail
Purba Medinipur : দুর্ঘটনার কবলে দিঘা থেকে কলকাতা গামী যাত্রীবাহী বাস, জখম একাধিক !
07:17
Video thumbnail
Nandigram Parachute Camera : নন্দীগ্রামে উদ্ধার রহস্যময় প্যারাসুট, ক্যামেরা-সার্কিট !
02:08
Video thumbnail
Tamluk : বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কা, তমলুকে প্রাণ হারালেন প্রতিবন্ধী শিল্পী !
06:41
Video thumbnail
Nandigram : নন্দীগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু, চাকরী চক্র নাকি জমির দালাল চক্র উঠছে একাধিক প্রশ্ন !
04:53
Video thumbnail
Train Accident : বড়সড় দুর্ঘটনার কবলে হলদিয়াগামী যাত্রীবাহী ট্রেন !
05:22
Video thumbnail
Suvendu Adhikary : সভা শেষে শুভেন্দুর সভাস্থল থেকে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ !
08:27
Video thumbnail
Haldia Fire : হলদিয়ায় ইকো পার্কে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন, পুড়ল বাইক-গাড়ি !
06:43
Video thumbnail
অনলাইনে ছাত্র ভর্তির আড়ালেই চলছে বিপুল টাকার র‍্যাকেট, কাঁথি কলেজে ভাইরাল অডিও !
02:50
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments