হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলে একাধিক কাজে আবেদনের আজ (৬ই জুন) শেষ দিন। যারা এই সমস্ত কাজে এখনও আবেদন করেননি তাঁরা প্রয়োজন হলে এখনই আবেদন জমা করে দিতে পারেন। হলদিয়া জব পোর্টালের (Haldia Job Vacancy) বিজ্ঞপ্তি অনুযায়ী এই কাজগুলিতে অফলাইনে আবেদনের মেয়াদ দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তবে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে আজ রাত্রি ১২টা পর্যন্ত।
অনলাইন বা অফলাইনে আবেদনের খুঁটিনাটি গাইডলাইন দেওয়া রইল এই প্রতিবেদনের একেবারে নীচের দিকে। যারা অফলাইনে আবেদন জমা করতে চান তাঁরা নিচে দেওয়া লিংক থেকে ফর্মটি প্রিন্ট করে নেবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনও ফর্ম লাগবে না। এবার দেখে নিন কোন কোন কাজে আবেদনের দরজা আজ বন্ধ হচ্ছে-
১। কাজের নাম – LABOUR, শূন্যপদ- ১০টি, শিক্ষাগত যোগ্যতা- ৭ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ২২ থেকে ৪৫ বছর
কাজের নাম – CARPENTERR, শূন্যপদ- ০৩টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ২২ থেকে ৪৫ বছর
কাজের নাম – ROD FITTER, শূন্যপদ- ০২টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ২২ থেকে ৪৫ বছর
কাজের নাম – MASON, শূন্যপদ- ০৩টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ২২ থেকে ৪৫ বছর
এই কাজের সাইট – TATA STEEL LTD., HALDIA
নিয়োগকারী সংস্থা – BISWABHARATI CONSTRUCTION, CHIRANJIBPUR CPT CONTRACTORS COLONY HALDIA, PH- 0434006674, বেলা ১.৩০টা’র মধ্যে হার্ড কপি জমা করতে হবে সংস্থার অফিসে অথবা হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা লেবার কমিশনের ড্রপবক্সে অথবা রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন।
কাজের মেয়াদ – ৬ মাস
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে BISWABHARATI CONSTRUCTION JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
২। কাজের নাম – REFACTORY MASON, শূন্যপদ- ১০টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, স্কিল – Required expertise of Refectory mason heater & furnace Boiler. অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ২৫ থেকে ৪৫ বছর
কাজের নাম – HELPER, শূন্যপদ- ১৫টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, স্কিল – Insulation helper, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ২৫ থেকে ৪৫ বছর
কাজের নাম – INSULATION SHEET FITTER, শূন্যপদ- ১০টি, স্কিল – Required expertise of cladding & fabrication activity sheet fitter & fabricator of Eqpt. And pipeline, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ২৫ থেকে ৪৫ বছর
এই কাজের সাইট – HPL PLANT SITE, HALDIA
নিয়োগকারী সংস্থা – INSULREF TECHNOLOGIES PRIVET LIMITED, 705 LODHA SUPERMARKET 7TH FLOOR I-THINK TECHNO CAMPUS KANJUMARG (EAST) MUMBAI 400042, বেলা ২টো’র মধ্যে হার্ড কপি জমা করতে হবে হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা লেবার কমিশনের ড্রপবক্সে অথবা রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন।
কাজের মেয়াদ – ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত কাজ চলবে
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে INSULREF TECHNOLOGIES PRIVET LIMITED JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৩। কাজের নাম – COOK, শূন্যপদ- ০১টি, শিক্ষাগত যোগ্যতা- ১০ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – জনপ্রিয় ক্যাটারিং বা রেস্টুরেন্টে কমপক্ষ্যে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স – ৩৪ থেকে ৩৮ বছর
এই কাজের সাইট – IVL DHUNSERI PETROCHEM INDUSTRIES PVT LTD. HALDIA,
নিয়োগকারী সংস্থা – M B S ENTERPRISE, VILL – BASUDEVPUR, P.O. – KHANJANCHAK, HALDIA, PURBA MEDINIPUR – 721602, Ph- 9733890381 (Jayanta Bhunia, Manager) বেলা ২টো’র মধ্যে হার্ড কপি জমা করতে হবে হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা লেবার কমিশনের ড্রপবক্সে অথবা রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন।
কাজের মেয়াদ – ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত কাজ চলবে
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে M B S ENTERPRISE JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
৪। কাজের নাম – MASON, শূন্যপদ- ০২টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্কিল – SPECIAL REPAIR MASON, বয়স – ২১ থেকে ৪০ বছর
কাজের নাম – HELPERR, শূন্যপদ- ০৩টি, শিক্ষাগত যোগ্যতা- ১০ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্কিল – KNOWLEDGE ON CIVIL JOB, বয়স – ২১ থেকে ৪০ বছর
কাজের নাম – ELECTRICIAN, শূন্যপদ- ০১টি, শিক্ষাগত যোগ্যতা- ITI OR DIPLOMA IN ELECTRICAL ENGG, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্কিল – 440 V ELECTRICAL JOB & MACHINE REPAIR KNOWLEDGE, বয়স – ২১ থেকে ৪০ বছর
কাজের নাম – RIGGER, শূন্যপদ- ০১টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্কিল – KNOWLEDGE ON SUSPENDED PLATFORM, বয়স – ২১ থেকে ৪০ বছর
কাজের নাম – DRIVER, শূন্যপদ- ০১টি, শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী উত্তীর্ণ, অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, স্কিল – DRIVING LICENSE, বয়স – ২১ থেকে ৪০ বছর
এই কাজের সাইট – TATA STEEL LIMITED,HMC DIVISION
নিয়োগকারী সংস্থা – SPECIALTY PRODUCTS AND SERVICES (INDIA) LLP, F1, 6TH FLOOR, HEAVEN TOWER, JAI PRAKASH UDYAN, ADITYAPUR, JAMSHEDPUR 831013, PH- 0434006674, বেলা ২টা’র মধ্যে হার্ড কপি জমা করতে হবে হলদিয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা লেবার কমিশনের ড্রপবক্সে অথবা রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন।
কাজের মেয়াদ – TEMPORARY
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে SPECIALTY PRODUCTS AND SERVICES (INDIA) LLP JOB VACANCY এই লিংকে ক্লিক করুন।
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান ও কোন লিংকে গিয়ে আবেদন করবেন জানতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন)। যাদের ইতিমধ্যে অনলাইনে প্রোফাইল আপডেট রয়েছে তাঁরা এই লিংকে ক্লিক করে সরাসরি লগইন করুন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেওয়া রয়েছে। অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন করবেন জানতে এই লিংক-এ ক্লিক করুন)–এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল। অফলাইনে আবেদনের অফলাইন আবেদনের ফর্মটি ডাউনলোড করতে এইখানে লিংক-এ ক্লিক করুন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের কাছে অভিযোগ জানান। এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।