হলদিয়া : সরকারের হস্তক্ষেপে অবশেষে হলদিয়া শিল্পাঞ্চলে সাধারণের জন্যও খুলে গেল একের পর এক নিয়োগের দরজা। সেই সঙ্গে প্রতিনিয়ত সামনে আসছে নানাবিধ কাজে আবেদনের সুযোগ। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হলদিয়া শিল্পাঞ্চলে একমাত্র সরকারী জব পোর্টালের মাধ্যমেই চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে। সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটিতেও স্বচ্ছতা বজায় রাখতে হবে বলেও জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে।
সরকারী জব পোর্টালে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিল্পাঞ্চলের একাধিক জায়গায় শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তবে আবেদনের সময়সীমা বেশী নেই। তাই আপনার উপযুক্ত কোনও কাজে আবেদন করতে হলে অযথা দেরী না করে এখনই তা সেরে ফেলুন। এক্ষেত্রে অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করতে পারবেন। এই বিষয়ে আমরা আগের একাধিক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছি।
আরও একবার অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন) এবং অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-এ ক্লিক করুন)-এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।
এবার দেখে নিন কোন কোন পদে নিয়োগের দরজা খুলল আপনাদের জন্য। কোন পদে আপনি আবেদন করতে পারেন-
১। কাজের নাম – টেকনিশিয়ান (Technician)
- নিয়োগকারী সংস্থা – INSPECTION SURVEY & SURVEILLANCE (INDIA) PVT. LTD.
- কাজের (সাইট) স্থান – হলদিয়া পেট্রোকেমিক্যালস লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – কমপক্ষ্যে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং
- অতিরিক্ত জ্ঞান – রিফাইনারী, পেট্রোকেমিক্যালস প্রভৃতি জায়গায় পেইন্ট ইন্সপেকশান, টেস্টিং এবং অন্যান্য কোয়ালিটি অ্যাসিওরেন্স কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৫ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৭ বছর থেকে ৩৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের ধারা – কাজের সাইটে প্রতিনিয়ত ইন্সপেকশান ও টেস্টিংএর কাজ করতে হবে।
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক, কমপক্ষ্যে ৩১.৭.২০২৪ পর্যন্ত (HPL-এর চুক্তি অনুযায়ী)
- আবেদনের শেষ দিন – ১৬ ডিসেম্বর ২০২২
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে TECHNICIAN RECRUITMENT এই লিংক–এ ক্লিক করুন)।
২। কাজের নাম – সাটারিং কারপেন্টার (Shuttering Carpenter)
- নিয়োগকারী সংস্থা – S M ENTERPRISE
- কাজের (সাইট) স্থান – ওয়েস্ট বেঙ্গল ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ৩টি
- শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
- অতিরিক্ত জ্ঞান – এই কাজে অভিজ্ঞতা থাকতে হবে (Semi Skilled)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ১৮ ঊর্ধ্ব বয়স হলেই আবেদন করা যাবে
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১৫ ডিসেম্বর ২০২২
৩। কাজের নাম – মেশন (MASON)
- নিয়োগকারী সংস্থা – S M ENTERPRISE
- কাজের (সাইট) স্থান – ওয়েস্ট বেঙ্গল ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ৪টি
- শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
- অতিরিক্ত জ্ঞান – এই কাজে অভিজ্ঞতা থাকতে হবে (Semi Skilled)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ১৮ ঊর্ধ্ব বয়স হলেই আবেদন করা যাবে
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১৫ ডিসেম্বর ২০২২
৪। কাজের নাম – সুপারভাইজার (Supervisor)
- নিয়োগকারী সংস্থা – S M ENTERPRISE
- কাজের (সাইট) স্থান – ওয়েস্ট বেঙ্গল ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
- অতিরিক্ত জ্ঞান – এই কাজে অভিজ্ঞতা থাকলে (Highly Skilled) আবেদন করুন
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ১৮ ঊর্ধ্ব বয়স হলেই আবেদন করা যাবে
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১৫ ডিসেম্বর ২০২২
৫। কাজের নাম – ড্রাইভার (Driver JCB)
- নিয়োগকারী সংস্থা – S M ENTERPRISE
- কাজের (সাইট) স্থান – ওয়েস্ট বেঙ্গল ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ৩টি
- শিক্ষাগত যোগ্যতা – ড্রাইভিং লাইসেন্স (স্বচ্ছ দৃষ্টিশক্তি থাকতে হবে)
- অতিরিক্ত জ্ঞান – এই কাজে অভিজ্ঞতা থাকলে (Semi Skilled) আবেদন করুন
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ১৮ ঊর্ধ্ব বয়স হলেই আবেদন করা যাবে
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
- আবেদনের শেষ দিন – ১৫ ডিসেম্বর ২০২২
৬। কাজের নাম – রড ফিটার (Rod Fitter)
- নিয়োগকারী সংস্থা – S M ENTERPRISE
- কাজের (সাইট) স্থান – ওয়েস্ট বেঙ্গল ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ৩টি
- শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
- অতিরিক্ত জ্ঞান – এই কাজে অভিজ্ঞতা থাকলে (Semi Skilled) আবেদন করুন
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ১৮ ঊর্ধ্ব বয়স হলেই আবেদন করা যাবে
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
৭। কাজের নাম – হেল্পার (Helper)
- নিয়োগকারী সংস্থা – S M ENTERPRISE
- কাজের (সাইট) স্থান – ওয়েস্ট বেঙ্গল ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ২৫টি
- শিক্ষাগত যোগ্যতা – প্রয়োজন নেই
- অতিরিক্ত জ্ঞান – অনভিজ্ঞরাও (UnSkilled) আবেদন করুন
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ১৮ ঊর্ধ্ব বয়স হলেই আবেদন করা যাবে
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে S M ENTERPRISE JOB VACANCY এই লিংক–এ ক্লিক করুন) । এই কাজের জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন নিয়োগকারী সংস্থার তরফে (Chief of Operations – Swaran Sovan Mandal, Ph-8101962033)
৮। কাজের নাম – ট্রেনি ইন্সপেক্টর (Trainee Inspector)
- নিয়োগকারী সংস্থা – INSPECTION SURVEY & SURVEILLANCE (INDIA) PVT. LTD.
- কাজের (সাইট) স্থান – হলদিয়া পেট্রোকেমিক্যালস লিঃ, হলদিয়া
- শূন্যপদ – ১টি
- শিক্ষাগত যোগ্যতা – উচ্চ-মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল জ্ঞান – Diploma in Mech. Engg/ and ASNT Level-II (RT, DP, MPT, UT) & Hydro Test
- অতিরিক্ত জ্ঞান – Inspection and Q.C. of piping fabrication as per isometric drawing, witness of NDT (RT, UT, PT, PWHT)
- অভিজ্ঞতা – রিফাইনারী, পেট্রোকেমিক্যালসের মতো সংস্থায় কমপক্ষ্যে ৫ বছর বা তার বেশী কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২৭ বছর থেকে ৩৫ বছর
- বেতন – সরকারী নিয়ম অনুযায়ী (ওভার টাইম ও অন্যান্য সুবিধে সরকারী নিয়ম মেনে)
- কাজের ধারা – Inspection and testing of Plant & Equipment at site on regular basis
- কাজের মেয়াদ – চুক্তিভিত্তিক, কমপক্ষ্যে ৩১.৭.২০২৪ পর্যন্ত (HPL-এর চুক্তি অনুযায়ী)
- আবেদনের শেষ দিন – ১৫ ডিসেম্বর ২০২২
(উপরোক্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে TECHNICIAN RECRUITMENT এই লিংক–এ ক্লিক করুন)।
এছাড়াও হলদিয়ায় আরও যে সমস্ত কাজের আবেদনের জন্য এখনও সময় রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিংক-এ ক্লিক করুন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
I do job
Contact number diye ad din
আমরা প্রতিটি সরকারী বিজ্ঞপ্তির প্রকৃত লিংকটি বিস্তারিত নিয়োগ রিপোর্টের ঠিক নীচেই দিয়ে দিচ্ছি। আপনি যদি সরাসরি নিয়োগকারীর বিষয়ে জানতে চান তাহলে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।