হলদিয়া : হলদিয়া শিল্পাঞ্চলের পেট্রোকেমিক্যালস কারখানায় গুরুত্বপূর্ণ কাজের জন্য সাময়িক সময়ের চুক্তি ভিত্তিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইনে। যারা নির্দিষ্ট ট্রেডে কাজে অভিজ্ঞ তারাই আবেদন করুন। প্রাথমিক বাছাই হবে প্রদেয় তথ্যের ভিত্তিতে, এরপর নিয়োগ হয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন সরাসরি নিয়োগকারী সংস্থার দফতরে। এছাড়াও হলদিয়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, লেবার কমিশনের দফতরেও আবেদন জমা করা যাবে। এর জন্য সরকার নির্ধারিত ফর্মটি ডাউনলোড করে নেবেন (লিংক নীচের দিকে দেওয়া আছে)। (Haldia Job Vacancy) অনলাইনে যারা আবেদন করতে চান তাঁরাও নিচে দেওয়া লিংকে গিয়ে আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় গাইডলাইন নীচে দেওয়া রইল। এবার একঝলকে দেখে নিন কোন কোন কাজে আবেদন নেওয়া হচ্ছে-
১। কাজের নাম – ARGON IBR WELDER (P91)
- শূন্যপদ – ০৪টি
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, ITI/ DIPLOMA
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছরের অভিজ্ঞতা (Experience in Heater and TLE Oval Header Welding Job. Running 1BR Certificate with current job certificate for HPL QC Tested)
- বয়স – ৩১ বছর পর্যন্ত
২। কাজের নাম – PIPING FEBRICATOR
- শূন্যপদ – ০২টি
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, ITI/ DIPLOMA
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছরের অভিজ্ঞতা (Experience in Heater and TLE Job)
- বয়স – ৩৫ বছর পর্যন্ত
৩। কাজের নাম – GAS CUTTER (PIPING)
- শূন্যপদ – ০১টি
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, ITI/ DIPLOMA
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছরের অভিজ্ঞতা (Experience in Heater and TLE Job)
- বয়স – ৩২ বছর পর্যন্ত
৪। কাজের নাম – GRINDER (PIPING)
- শূন্যপদ – ০২টি
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, ITI/ DIPLOMA
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছরের অভিজ্ঞতা (Experience in Heater and TLE Job)
- বয়স – ৩১ বছর পর্যন্ত
৫। কাজের নাম – ELECTRICIAN
- শূন্যপদ – ০১টি
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, ITI/ DIPLOMA
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছরের অভিজ্ঞতা (Heavy Electrical License with experience in Stress Relieving machinery)
- বয়স – ৩১ বছর পর্যন্ত
৬। কাজের নাম – RIGGER
- শূন্যপদ – ১০টি
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা –মাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছরের অভিজ্ঞতা (Experience in Heater and TLE Job)
- বয়স – ৩২ বছর পর্যন্ত
৭। কাজের নাম – HELPER
- শূন্যপদ – ০৫টি
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা –মাধ্যমিক পাশ
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ১০ বছরের অভিজ্ঞতা (Experience to Assist Argon Welder)
- বয়স – ২১ বছর পর্যন্ত
এই কাজে নিয়োগকারী সংস্থা – NMD ENGINEERING WORKS
এই কাজগুলিতে আবেদনের শেষ দিন – ০৪ঠা এপ্রিল, ২০২৩ বেলা ১.৩০টা পর্যন্ত অফলাইনে আবেদন নেওয়া হবে। রাত্রি ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
এই কাজে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে NMD ENGINEERING WORKS JOB VACANCY এই লিংকে ক্লিক করুন। (কাজের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই লিংকে গিয়ে নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান ও কোন লিংকে গিয়ে আবেদন করবেন জানতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন)। যাদের ইতিমধ্যে অনলাইনে প্রোফাইল আপডেট রয়েছে তাঁরা এই লিংকে ক্লিক করে সরাসরি লগইন করুন।
অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ড্রপবক্সে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেওয়া রয়েছে। অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন করবেন জানতে এই লিংক-এ ক্লিক করুন)–এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল। অফলাইনে আবেদনের অফলাইন আবেদনের ফর্মটি ডাউনলোড করতে এইখানে লিংক-এ ক্লিক করুন।
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।
Sk askar halper job
I am electrician
Helper
Helpre
Helper