হলদিয়া : হলদিয়ার ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থায় নির্মাণ কাজের জন্য ওয়েল্ডার, ফিটার ও ইলেক্ট্রিশিয়ান পদে বেশ কিছু লোক নিয়োগ (Haldia Job Vacancy) করা হচ্ছে। মাধ্যমিক পাশ, সঙ্গে নির্ধারিত ট্রেডে কাজের অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে এই কাজের জন্য। যে কোনও ব্যক্তি এই কাজে সরাসরি অফলাইনে আবেদন করতে পারবেন। চাইলে অনলাইনেও আবেদন করা যাবে।
আবেদনকারীদের মধ্যে থেকে উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে এই কাজে আবেদনের জন্য হাতে সময় একেবারেই কম। তাই যারা এই কাজগুলিতে আবেদন করতে চান তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের আবেদনপত্র জমা করে দিন। অনলাইন বা অফলাইনে আবেদন করতে হলে এই প্রতিবেদনের নীচে থাকা গাইডলাইনের লিংকগুলি দেখে নেবেন। এবার জেনে নিন নিয়োগের বিস্তারিত তথ্য-
১। কাজের নাম – FITTER
- নিয়োগকারী সংস্থা – KONSTELEC ENGINEERS P;VT LTD.
- কাজের সাইট – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
- শূন্যপদ – ০৫টি
- শিক্ষাগত যোগ্যতা – সর্বাধিক মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট (অপশোনাল)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ২ বছর এই ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২০ থেকে ৪০ বছর পর্যন্ত
আরও পড়ুন – হলদিয়ায় আদানি উইলমার লিমিটেডে চুক্তি ভিত্তিতে ৭৪ জন কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই !
২। কাজের নাম – WELDER
- নিয়োগকারী সংস্থা – KONSTELEC ENGINEERS P;VT LTD.
- কাজের সাইট – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
- শূন্যপদ – ০৫টি
- শিক্ষাগত যোগ্যতা – সর্বাধিক মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট (অপশোনাল)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর এই ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২০ থেকে ৪০ বছর পর্যন্ত
আরও পড়ুন – হলদিয়ায় জরুরি ভিত্তিতে ৪৩ জন কর্মী নিয়োগ করছে দুটি শিল্পসংস্থা, আবেদনের সময় সীমিত !
৩। কাজের নাম – ELECTRICIAN
- নিয়োগকারী সংস্থা – KONSTELEC ENGINEERS P;VT LTD.
- কাজের সাইট – ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
- শূন্যপদ – ০৪টি
- শিক্ষাগত যোগ্যতা – সর্বাধিক মাধ্যমিক পাশ
- টেকনিক্যাল নলেজ – সার্টিফিকেট (অপশোনাল)
- অভিজ্ঞতা – কমপক্ষ্যে ৩ বছর এই ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- বয়স – ২০ থেকে ৪০ বছর পর্যন্ত
উপরোক্ত কাজগুলির বেতন – সরকার নির্ধারিত বেতনের পাশাপাশি অন্যান্য সমস্ত বেনিফিট। ডিউটির সময় ও অভারটাইম সরকারী আইন নির্ধারিত।
আবেদনের শেষ দিন –১২ই জানুয়ারি ২০২৩ (বেলা ২টো পর্যন্ত অফলাইনের ক্ষেত্রে, এবং অনলাইনের জন্য রাত্রি ১২টা পর্যন্ত)
(এই কাজের অফিশিয়াল লিংক KONSTELEC ENGINEERS P;VT LTD. JOB VACANCY এখানে ক্লিক করুন)
আরও পড়ুন – হলদিয়ায় মডার্ন ইন্ডিয়া কনকাস্ট-এ আবারও ১১৫ কর্মী নিয়োগ, আবেদন করা যাবে অনলাইন ও অফলাইনে !
কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন, কিভাবেই বা রেজিষ্ট্রেশান করবেন সরকারী জব পোর্টালে দেখে নিন নীচে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে–অনলাইন রেজিষ্ট্রেশান (কিভাবে অনলাইন রেজিষ্ট্রেশান দেখতে এখানে ক্লিক করুন), অনলাইন প্রোফাইল আপডেট (কিভাবেই বা করবেন অনলাইনে প্রোফাইল আপডেট জানতে এই লিংক-এ ক্লিক করুন) এবং অফলাইনে আবেদনের পদ্ধতি ও নির্ধারিত ফর্ম (কোথায় কিভাবে অফলাইন আবেদন, এবং আবেদনের ফর্মটি পেতে এই লিংক-এ ক্লিক করুন)– এর লিংকগুলি আপনাদের জন্য দেওয়া হল।
আরও পড়ুন – হলদিয়ায় দুটি শিল্প সংস্থায় ২৯ জন চুক্তিভিত্তিতে নিয়োগ, আবেদন করতে হবে দ্রুত !
Statutory Warning – নিউজবাংলা.কম একটি সংবাদ সংস্থা। আমরা কেবলমাত্র চাকরী সংক্রান্ত সংবাদ প্রকাশ করি। এই সংস্থা কোনওভাবেই কোনও চাকরীপ্রার্থীকে কাজের প্রতিশ্রুতি প্রদান করে না। অর্থের বিনিময়ে কোনও প্রকারে ইন্টারভিউতে বসিয়ে দেওয়া বা চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কোনও ধরণের রেজিষ্ট্রেশান ফি, ফেরৎযোগ্য টাকাও দাবী করে না। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ দাবী করে তাহলে এমন কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না।