Thursday, March 28, 2024
HomeNational Newsদেশজুড়ে চিহ্নিত বিপুল জিএসটি ফাঁকি’র ঘটনা !

দেশজুড়ে চিহ্নিত বিপুল জিএসটি ফাঁকি’র ঘটনা !

spot_imgspot_img
spot_imgspot_img

নিউজবাংলা : গত দু’বছরের কোটি টাকার তদন্তে ৫৫,৫৭৫ জিএসটি ফাঁকির ঘটনা সামনে এসেছে। সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত ৭১৯ জনকে গ্রেফতার করেছে জিএসটির তদন্তকারী শাখা (ডিজিজিআই)। এঁদের মধ্যে কয়েক জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও রয়েছেন। ধরা পড়েছে ২২,৩০০ জিএসটি সনাক্তকরণ নম্বর (জিএসটিআইএন)।

জিএসটি ফাঁকি বন্ধ করতে ২০২০ সালের ৯ নভেম্বরে সারা দেশে তদন্ত অভিযান শুরু করে কেন্দ্র। ধরা পড়ে ভুয়ো সংস্থার মাধ্যমে জিএসটি ইনভয়েস তৈরি করে কাঁচামালের খরচ বাবদ আগে মেটানো টাকা (আইটিসি) দাবির ঘটনা, জিএসটি ফাঁকি।

কেন্দ্রের দাবি, আর্থিক কর্মকাণ্ডে গতি ফেরার পাশাপাশি তদন্তে সাফল্যও জিএসটি ফাঁকি বন্ধ করতে সাহায্য করেছে। গত কয়েক মাসে পরোক্ষ কর সংগ্রহ বৃদ্ধির সেটাও অন্যতম কারণ। বিভিন্ন ক্ষেত্রে নজরদারী জোরদার করেই জিএসটি ফাঁকি’র বিষয়গুলি প্রকাশ্যে আসতে শুরু করেছে। আগামী দিনে এই অভিযান আরও জোরদার করা হবে বলে সরকারী সূত্রে খবর।

spot_imgspot_img
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments