Friday, April 19, 2024
HomeKolkataদেদার বিদ্যুৎ চুরি, দুর্গা পূজোয় রাজ্য জুড়ে ১৩৩৯টি পুজো কমিটিকে জরিমানা !

দেদার বিদ্যুৎ চুরি, দুর্গা পূজোয় রাজ্য জুড়ে ১৩৩৯টি পুজো কমিটিকে জরিমানা !

spot_imgspot_img
spot_imgspot_img

নিউজবাংলা ডেস্ক : রাজ্যজুড়ে দুর্গাপূজোর নামে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার কারণে জেলায় জেলায় প্রায় ১ হাজার ৩৩৯টি পুজো কমিটিকে জরিমানা করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। তাদের থেকে জরিমানা বাবদ ২৩ লক্ষ ৫৩ হাজার টাকা আদায় হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তারা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এবার অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার প্রবণতা কিছুটা কম।

গত বছর এই একই কারণে প্রায় ১ হাজার ৭৯৬টি পুজো কমিটির থেকে জরিমানা বাবদ ৩০ লক্ষ ১০ হাজার টাকা আদায় করেছিল বিদ্যুৎ বণ্টন সংস্থা। এবার বিদ্যুৎ সংযোগ খতিয়ে দেখতে জেলায় জেলায় ৬ হাজার ৯৯৯টি পুজো মণ্ডপে যান সংস্থার কর্তারা। এবার মোট ৪৪ হাজার ৪৭৮টি পুজোয় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

অথচ এবারও রাজ্য সরকারের তরফে পূজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। তারপরেও একাংশ পুজো কমিটিগুলির এহেন প্রবনতা কিছুতেই রোধ করা যায় না। বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির সূত্রে খবর, বিদ্যুৎ চুরির তালিকায় যেমন গ্রামাঞ্চলের পূজো কমিটিগুলি রয়েছে তেমনই শহরাঞ্চলেরও অনেক নামজাদা পূজো কমিটির নাম এই তালিকায় যোগ রয়েছে।

spot_imgspot_img
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments